দ্রুত শেয়ার ফিচারের সাহায্য়ে Android ও Windows-এর মধ্যে ফাইল শেয়ার করা

দ্রুত শেয়ার ফিচারের সাহায্য়ে আপনি Android ডিভাইস ও Windows কম্পিউটারের মধ্যে ফাইল পাঠাতে ও পেতে পারবেন। আপনি এগুলি শেয়ার করতে পারবেন:

  • দ্রুত শেয়ার ফিচার চালু করে কাছাকাছি থাকা Windows কম্পিউটার ও Android ডিভাইসের মধ্যে ছবি, ভিডিও ও ডকুমেন্ট শেয়ার করা যেতে পারে।
  • এছাড়াও, আপনার নিজের ডিভাইসগুলি অথবা আশেপাশে থাকা যেসব ব্যক্তি 'দ্রুত শেয়ার' ফিচার ব্যবহার করছেন তাদের সাথে ফাইল শেয়ার করা যেতে পারে।
    • কেউ আপনাকে কোনও ফাইল পাঠালে, আপনাকে সেটির অনুরোধ অনুমোদন করতে বলা হয়। আপনি ফাইল শেয়ার করলে, সেগুলি এনক্রিপটেড থাকে।

উপলভ্যতা

মার্কিন যুক্তরাষ্ট্র ও বেশিরভাগ দেশে, Windows কম্পিউটারের জন্য দ্রুত শেয়ার উপলভ্য। বর্তমানে এই সুবিধা যেসব দেশে পাওয়া যায় না:

  • কিউবা
  • ইরান
  • উত্তর কোরিয়া
  • সিরিয়া

প্রয়োজনীয় ডিভাইস

গুরুত্বপূর্ণ: Windows ARM ডিভাইসে এটি কাজ করে না।

  • 64-বিট ভার্সনের Windows 10 ও তার পরবর্তী যেকোনও ভার্সন থাকা কম্পিউটার।
  • Android 6.0 ও তার পরবর্তী যেকোনও ভার্সন থাকা Android ডিভাইস। Android-এ কীভাবে 'দ্রুত শেয়ার' ফিচার চালু করতে হয় তা জানুন
  • দুটি ডিভাইসের জন্যই ব্লুটুথ চালু করুন।
    • আপনার Windows ডিভাইসে BLE এক্সটেন্ডেড অ্যাডভার্টাইজিং কাজ না করলে, নির্দিষ্ট নেটওয়ার্কে অন্য ব্যক্তিরা হয়ত আপনার ডিভাইস খুঁজে পাবেন না অথবা শেয়ার করতে পারবেন না।
  • দুটি ডিভাইসেই ওয়াই-ফাই অথবা ইথারনেট চালু করুন।
  • দুটি ডিভাইস একই নেটওয়ার্কে কানেক্ট করুন।
  • ডিভাইসগুলি একে অপরের থেকে মোটামুটিভাবে ১৬ ফুট অথবা ৫ মিটারের মধ্যে আছে কিনা তা ভালোভাবে দেখে নিন।
Windows-এর জন্য দ্রুত শেয়ার সেট আপ করা

গুরুত্বপূর্ণ:

  • কোনও অ্যাকাউন্ট ছাড়াই আপনি Windows-এর জন্য 'দ্রুত শেয়ার' ফিচার ব্যবহার করলে কিছু বিকল্প উপলভ্য নাও হতে পারে।
  • অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খুলবেন না।
  • ডাউনলোড করলে, ইনস্টলার বিপজ্জনক হতে পারে বলে আপনি একটি সতর্কতা পেতে পারেন। আপনি Google থেকে ফাইল ডাউনলোড করলে, এটি নিরাপদ হওয়া উচিত।
  1. Download and install Google ওয়েবসাইট থেকে দ্রুত শেয়ার আপনার Windows কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করুন।
    • Google-এর দ্রুত শেয়ার অ্যাপ Microsoft Store-এ উপলভ্য নেই।
    • Microsoft Store উপলভ্য কুইক শেয়ার অ্যাপ Samsung তৈরি করেছে এবং বর্তমানে, এটি শুধুমাত্র Samsung ডিভাইসে কাজ করে।
  2. অ্যাপ খুলুন এবং সাইন-ইন করুন।
  3. "অন্যদের কাছে যে নামে দৃশ্যমান হবে" বিকল্পের মধ্যে আপনার ডিভাইসের নাম বেছে নিন।
  4. “রিসিভ করা হচ্ছে” বিকল্পের মধ্যে, আপনার সাথে কে শেয়ার করতে পারবে তা বেছে নিন।
  5. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ: Microsoft Store-এ দ্রুত শেয়ার অ্যাপ শুধুমাত্র Samsung Galaxy ডিভাইসে কাজ করে। Galaxy Book এবং Galaxy ফোন বা ট্যাবলেট থাকলে, আপনি Samsung-এর দ্রুত শেয়ার অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনার Galaxy Book না থাকলে, Google-এর দ্রুত শেয়ার অ্যাপ ডাউনলোড করুন

আপনার শেয়ার করার সেটিংস আপডেট করা
  1. আপনার কম্পিউটারে, Windows অ্যাপের জন্য দ্রুত শেয়ার খুলুন।
  2. স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, 'সেটিংস এবং তারপরডিভাইসের দৃশ্যমানতা' বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার দৃশ্যমানতা বেছে নিন:
  • প্রত্যেকে: আপনার আশেপাশে 'দ্রুত শেয়ার' ফিচার চালু করে রেখেছেন এমন যেকেউ আপনার ডিভাইস দেখতে পাবেন।
  • পরিচিতি: আপনার পরিচিতি তালিকায় থাকা আশেপাশের ব্যক্তিরা ডিভাইস দেখতে পারবেন।
  • আপনার ডিভাইস: একই Google অ্যাকাউন্টের সাথে যুক্ত ডিভাইসে আপনার ডিভাইসগুলি দেখা যাবে।
  • কেউ নয়: আপনার ডিভাইস দৃশ্যমান নয় বলে অন্যরা আপনার সাথে শেয়ার করতে পারবেন না।
পরামর্শ: আরও ব্যক্তিগতভাবে ও নিরাপদে শেয়ার করার জন্য আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন। তারপর, পরিচিতি অথবা আপনার ডিভাইস বিকল্প বেছে নিন।
অন্য ডিভাইসে কন্টেন্ট পাঠানো
  1. আপনার Windows কম্পিউটারে, Windows অ্যাপের জন্য দ্রুত শেয়ার খুলুন।
  2. যে ফাইল শেয়ার করতে চান সেটি বেছে নিন।
    • এছাড়াও, আপনি ফাইল বেছে নিন অথবা ফোল্ডার বেছে নিন বিকল্প বেছে নিতে এবং যে ফাইল অথবা ফোল্ডার শেয়ার করতে চাইছেন সেটি খুঁজতে পারবেন।
  3. অ্যাপ উইন্ডোয় ফাইল টেনে আনুন।
  4. যে ডিভাইসের সাথে আপনার ফাইল শেয়ার করতে চান তা বেছে নিন।
    • আপনি কোনও পিন পেলে দেখে নিন যে তা যেন প্রাপকের ডিভাইসের সাথে মেলে।
    • আপনি এটি খুঁজে না পেলে, যে ডিভাইসে পাঠাতে চাইছেন সেটি আপনার ডিভাইসের কাছে দৃশ্যমান কিনা সেই বিষয়ে নিশ্চিত হন।
  5. শেয়ার করুন বিকল্প বেছে নিন।
  6. প্রাপক একবার শেয়ার করার বিষয়টি কনফার্ম করলে আপনার ফাইল পাঠানো হয়।

পরামর্শ: ফাইল টেনে নিয়ে রাখতে না পারলে:

  • এছাড়াও আপনি যা করতে পারবেন:
    1. ফাইল খোঁজা।
    2. ফাইলের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করা।
    3. 'দ্রুত শেয়ার' ফিচারের সাহায্যে পাঠান বিকল্পে ক্লিক করা।
  • আপনি হয়ত অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খুলেছেন। আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খোলেননি সে ব্যাপারে নিশ্চিত হওয়া।
কারও থেকে কন্টেন্ট গ্রহণ করা

গুরুত্বপূর্ণ: কারও থেকে ফাইল পেতে গেলে, আপনার ডিভাইসটিকে তাদের কাছে অবশ্যই শনাক্তযোগ্য হতে হবে। আপনি 'সেটিংস ' থেকে আপনার ডিভাইসের দৃশ্যমানতা পরিবর্তন করতে পারবেন।

  1. 'দ্রুত শেয়ার' ফিচার ব্যবহার করে কেউ আপনাকে কন্টেন্ট পাঠালে, আপনি বিজ্ঞপ্তি পাবেন।
  2. গ্রহণ করুন বা প্রত্যাখ্যান করুন বিকল্প বেছে নিন।
  3. শেয়ার সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করুন।

    • আপনি কোনও পিন পেলে, সেটি প্রেরকের ডিভাইসে থাকা পিনের সাথে মিলছে কিনা তা ভালভাবে দেখে নিন।
  4. কন্টেন্ট পেতে, গ্রহণ করুন বিকল্পটি বেছে নিন।
    • আপনার "ডাউনলোড" ফোল্ডারে ফাইলটি সেভ করা হয়।

পরামর্শ: আপনি একই Google অ্যাকাউন্টের সাহায্যে নিজের ডিভাইসগুলির মধ্যে কন্টেন্ট শেয়ার করলে, প্রাপকের ডিভাইস ওই ট্রান্সফার অটোমেটিক গ্রহণ করে।

ব্যাকগ্রাউন্ড মোডে 'দ্রুত শেয়ার' ফিচার সম্পর্কে

অ্যাপটি যখন ব্যাকগ্রাউন্ডে খোলা থাকে অথবা খোলা থাকলেও ফোকাস করা থাকে না, তখনও 'দ্রুত শেয়ার' ফাইল গ্রহণ করতে পারে।

ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলাকালীন আপনি যখন কন্টেন্ট ও ফাইল গ্রহণ করেন, তখনও আপনি বিজ্ঞপ্তি পাবেন। বিজ্ঞপ্তি থেকে আপনি কন্টেন্ট গ্রহণ করতে পারবেন।

আপনি ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে অ্যাপটি খুললে, ফোরগ্রাউন্ড ফ্লোতে ফিরে যাবেন।

পরামর্শ: 'দ্রুত শেয়ার' উইন্ডো খোলা থাকাকালীন আপনি চিহ্নে ক্লিক করলে, এটি পুরোপুরি বন্ধ হয় না। 'দ্রুত শেয়ার' ফিচার সম্পূর্ণভাবে বন্ধ করতে:

  1. 'ট্রে' বিকল্পে ডানদিকের বোতামে ক্লিক করুন।
  2. বেরিয়ে আসুন বিকল্পে ক্লিক করুন।
শেয়ার করার সময় সমস্যার সমাধান করা

এইসব ধাপ অনুসরণ করুন, যদি:

  • আপনি শেয়ার করার জন্য অন্য ডিভাইস খুঁজে না পান।
  • কেউ আপনার সাথে শেয়ার করতে চাইছেন কিন্তু আপনার ডিভাইসটি খুঁজে না পান।
  • খুব ধীরে ফাইল ট্রান্সফার হয়।
  • অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করা না যায়।

আপনার ওয়াই-ফাই কানেকশন চেক করা

  • দুটি ডিভাইসের ওয়াই-ফাই চালু করা আছে কিনা এবং একই নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে কিনা তা দেখে নিন।
  • কিছু ওয়াই-ফাই নেটওয়ার্ক, যেমন অফিসে থাকা নেটওয়ার্ক, ডিভাইস থেকে ডিভাইসে ট্রান্সফার করার অনুমতি দেয় না। তার পরিবর্তে:
  1. আপনার ফোনে ওয়াই-ফাই বন্ধ করুন।
  2. হটস্পট চালু করুন।
  3. দুটি ডিভাইস হটস্পটের সাথে কানেক্ট করুন।

অন্যান্য সেটিংস চেক করা

  • দুটি ডিভাইসেই 'দ্রুত শেয়ার' ফিচার ইনস্টল করা আছে কিনা ও অ্যাপটি চালু করা আছে কিনা তা দেখে নিন।
  • প্রাপকের 'দৃশ্যমানতা' সেটিংস চেক করুন।
  • আপনার নিজের ডিভাইসে অন্য কোনও 'দৃশ্যমানতা' সেটিংস ব্যবহার করে দেখুন।
  • দুটি ডিভাইসেই ব্লুটুথ চালু আছে কিনা ভালভাবে দেখে নিন।
  • দুটি ডিভাইসকে পরস্পরের এক ফুট অথবা ৩০ সেন্টিমিটারের মধ্যে আনুন।
  • অ্যাপটি বন্ধ করে আবার খুলুন:
    1. অ্যাপটি বন্ধ করুন।
    2. এটি আবার খুলুন।
    3. ফাইলটি আবার পাঠানোর চেষ্টা করুন।
  • আপনার ফোনে:
    1. বিমান মোড চালু করুন।
    2. বিমান মোড বন্ধ করুন।
  • আপনার ডিভাইস রিস্টার্ট করুন।
  • অন্য ডিভাইস দিয়ে যতক্ষণ কেউ কন্টেন্ট শেয়ার না করছেন ততক্ষণ অপেক্ষা করুন।
শেয়ার করা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি আপনি না পেলে

গুরুত্বপূর্ণ: বিজ্ঞপ্তি পেতে, ফোকাস অ্যাসিস্ট অথবা বিরক্ত করবে না মোড বন্ধ করুন।

  1. আপনার কম্পিউটারে সেটিংস বিকল্প খুলুন।
  2. 'সিস্টেম এবং তারপর বিজ্ঞপ্তি ও অ্যাকশন' বিকল্পে ক্লিক করুন।
  3. অ্যাপ ও অন্যান্য প্রেরকের থেকে বিজ্ঞপ্তি পান বিকল্প চালু করুন।
  4. “এইসব প্রেরকের থেকে বিজ্ঞপ্তি পান” বিকল্পে গিয়ে দ্রুত শেয়ার চালু করুন।

অন্যান্য ব্যবহারকারীর থেকে সাহায্য চাওয়া

আপনার আরও প্রশ্ন থাকলে, Android সহায়তা কমিউনিটিতে থাকা অন্যান্য ব্যবহারকারীকে জিজ্ঞাসা করতে পারবেন।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12676958609052491636
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false