iPhone থেকে নতুন Android ডিভাইসে অ্যাপ ও ডেটা কপি করা

সহজেই আপনার iPhone থেকে নতুন Android ডিভাইসে ডেটা সরাতে পারবেন।

গুরুত্বপূর্ণ:

  • Switch to Android অ্যাপ ব্যবহার করার জন্য অবশ্যই আপনার Android 12 এবং তার চেয়ে উন্নত যেকোনও ভার্সন থাকতে হবে। বেশিরভাগ অন্য Android ভার্সনের ক্ষেত্রে কেবেলের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে হয়।
  • একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা কপি করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমরা আপনাকে সাজেস্ট করব, দুটি ডিভাইসই যাতে ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করেন।
  • ডিভাইস প্রাথমিক সেট-আপ করার সময় ডেটা ট্রান্সফার করতে কেবেল ব্যবহার করতে পারবেন। কিছু ফোনের মডেল, প্রাথমিক সেট-আপ শুরু করার পরে কয়েক দিন পর্যন্ত কেবেলের মাধ্যমে ট্রান্সফার করতে দেয়। আরও তথ্যের জন্য আপনার ফোন উৎপাদনকারী সংস্থার সাথে যোগাযোগ করুন। আপনার কোনও মানানসই কেবেল না থাকলে:
  • ব্যবসা বা স্কুলের মতো কোনও প্রতিষ্ঠান আপনার iPhone ম্যানেজ করলে, আপনি হয়ত সব ডেটা ট্রান্সফার করতে পারবেন না।

শুরু করার আগে

  • দুটি ডিভাইসেই চার্জ দিন।
  • আপনি পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করে পুরনো ডিভাইস আনলক করতে পারবেন কিনা তা দেখে নিন।
  • বিকল্প হিসেবে, আপনার iPhone-এ 'অটো-লক' ফিচার বন্ধ করে দিন
  • আপনার নতুন ও পুরনো, দুটি ডিভাইসেই স্টোরেজ চেক করে নিন। দুটি ডিভাইসেই পর্যাপ্ত স্টোরেজ না থাকলে আপনি সব ডেটা ট্রান্সফার করতে পারবেন না। 
  • কিছুটা সময় বের করুন। ডেটা ট্রান্সফারের জন্য কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
  • Samsung ডিভাইসের ক্ষেত্রে আপনার পুরনো ফোন থেকে ডেটা কপি করার অন্য উপায়ও আছে। Samsung স্মার্ট সুইচ সম্পর্কে আরও জানুন। 
আপনার নতুন ডিভাইসে কী ট্রান্সফার হয়

ডেটা ট্রান্সফার করার জন্য আপনি কোন পদ্ধতি বেছে নিচ্ছেন তার ভিত্তিতে আপনি ডেটার বিভিন্ন ধরন কপি করতে পারবেন।

ডেটার ধরন কেবেল ওয়াই-ফাই
পরিচিতি হ্যাঁ হ্যাঁ
ফটো ও ভিডিও হ্যাঁ হ্যাঁ
ক্যালেন্ডার ইভেন্ট হ্যাঁ হ্যাঁ
Google Play Store থেকে ডাউনলোড করা অ্যাপ যার জন্য কোনও চার্জ লাগে না হ্যাঁ না
মিউজিক হ্যাঁ না
Texts, iMessages ও বেশিরভাগ iMessage কন্টেন্ট, যেমন ফটো, ভিডিও ও অন্যান্য মিডিয়া হ্যাঁ না
নোটস হ্যাঁ না
যেসব ওয়ালপেপার আপনার অন-ডিভাইস ফটো ব্যবহার করে হ্যাঁ না
কলের ইতিহাস হ্যাঁ না
WhatsApp চ্যাট ও ডেটা হ্যাঁ না
আপনার নতুন ডিভাইসে যা ট্রান্সফার হবে না

ধাপ ১: আপনার নতুন Android ডিভাইস চালু করা

আপনার Android ডিভাইস চালু করুন ও শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।

ধাপ ২: কোনও ওয়াই-ফাই অথবা মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করা

গুরুত্বপূর্ণ: কোনও কানেকশন উপলভ্য না থাকলে, সেট-আপ করার সময় আপনি কোনও ডেটা ট্রান্সফার করতে পারবেন না।

কানেকশন না থাকলে আপনি যা পারবেন না:

  • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে
  • অ্যাপ ও ডেটা কপি করতে
  • সফ্টওয়্যার আপডেট পেতে
  • সময় ও তারিখ অটোমেটিক সেট-আপ করতে

মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করা

আপনার ফিজিক্যাল সিম কার্ড থাকলে, এটি আপনার iPhone থেকে সরিয়ে নিন এবং নতুন Android ফোনে এটি ইনসার্ট করুন। আপনার সিম কার্ড কীভাবে যোগ করবেন তা জানুন

আপনার কোনও ই-সিম থাকলে, আপনার পরিষেবা প্রদানকারীর থেকে এটি ডাউনলোডও করতে পারবেন। 

আপনার সিম কার্ড অথবা পরিষেবা প্রদানকারী অপারেটরের সঙ্গে কোনও সমস্যা থাকলে, আপনার মোবাইল পরিষেবা প্রদানকারীর সহায়তা নিন। 

ওয়াই-ফাইয়ে কানেক্ট করা

আপনাকে বলা হলে, তালিকা থেকে ওয়াই-ফাই নেটওয়ার্ক বেছে নিন এবং প্রয়োজন হলে আপনার পাসওয়ার্ড লিখুন।

ধাপ ৩: আপনার অ্যাপ ও ডেটা কপি করা

আরও ডেটা কপি করার জন্য কেবেল পদ্ধতি ব্যবহার করুন। ট্রান্সফার পদ্ধতির ভিত্তিতে কী ধরনের ডেটা ট্রান্সফার হয় সেই সম্পর্কে জানুন

কেবেল ব্যবহার করে আপনার পুরনো ফোন থেকে ডেটা কপি করা

গুরুত্বপূর্ণ: 

  • আপনাকে অবশ্যই আপনার iPhone-এর iMessage বন্ধ করতে হবে
  • সম্পূর্ণ ট্রান্সফার প্রসেসের জন্য দুটি ডিভাইসকে অবশ্যই একে অপরের সাথে কানেক্ট করে থাকতে হবে।
  • আপনার ফোন সাথে রাখুন কারণ পুরো প্রসেস জুড়ে অবশ্যই আপনাকে পিন লিখতে হবে। 
  • দুটি ফোন কানেক্ট করতে আপনার একটি USB-C থেকে লাইটনিং কেবেল বা অ্যাডাপ্টর প্রয়োজন।
    • অন্যভাবে, আপনার iPhone-এর লাইটনিং কেবেলের সাথে USB-A থেকে USB-C অ্যাডাপ্টর ব্যবহার করতে পারবেন।

 

  1. আপনার পুরনো ডিভাইসের সাথে আপনার iPhone-এর চার্জ করার কেবেল কানেক্ট করুন।
  2. চার্জ করার কেবেল অথবা অ্যাডাপ্টরের অপর প্রান্তে আপনার নতুন ডিভাইস কানেক্ট করুন।
  3. কানেক্ট করার অনুমতি চেয়ে কোনও বিজ্ঞপ্তি পেলে, বিশ্বস্ত বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা অ্যাকাউন্ট না থাকলে একটি তৈরি করুন।
    • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন না করে থাকলে, আপনার অ্যাপ, ক্যালেন্ডার ইভেন্ট, নোট অথবা WhatsApp চ্যাট ট্রান্সফার করতে পারবেন না।   
  5. আপনার নতুন ডিভাইসে, কী ধরনের ডেটা কপি করতে চান তা বেছে নিন।
  6. কপি করুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: আপনার WhatsApp ডেটা ট্রান্সফার করতে, আপনার নতুন Android ডিভাইসে যে QR কোড পেয়েছেন সেটি আপনার iPhone দিয়ে স্ক্যান করুন এবং অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

কেবেল ছাড়াই ডেটা ট্রান্সফার করতে Switch to Android ব্যবহার করা

আপনার কোনও মানানসই কেবেল না থাকলেও আপনি এখনও আপনার iPhone থেকে কিছু ডেটা ট্রান্সফার করতে পারবেন। ওয়্যারলেস অবস্থায় ট্রান্সফার করা যায় এমন বিভিন্ন ডেটার ধরন সম্পর্কে জানুন

গুরুত্বপূর্ণ: 

  • আপনাকে অবশ্যই আপনার iPhone-এর iMessage বন্ধ করতে হবে
  • দুটি ডিভাইসকেই ইন্টারনেটে কানেক্ট করা থাকতে হবে।
  • এই প্রসেস চলাকালীন ডিভাইস দুটিকে অবশ্যই কাছাকাছি থাকতে হবে। 
  • এই পদ্ধতি শুধুমাত্র Android 12 ডিভাইস বা তার পরবর্তী যেকোনও ভার্সনে উপলভ্য।

ডেটা কপি করার জন্য Samsung ডিভাইসের বিকল্প পদ্ধতি আছে

আপনার নতুন Android ডিভাইসে

  1. আপনার নতুন ডিভাইস চালু করুন।
  2. শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করতে বলা হলে তা করুন।
  4. আপনার পুরনো ডিভাইস থেকে অ্যাপ ও ডেটা কপি করার বিকল্প বেছে নিন।
  5. সবচেয়ে নিচে বাঁদিকে, কেবেল নেই? অথবা কেবেল ফিট হচ্ছে না? বিকল্পে ট্যাপ করুন
  6. iPhone® অথবা iPad® থেকে সুইচ করছেন? বিকল্পে ট্যাপ করুন
  7. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা আপনার অ্যাকাউন্ট না থাকলে একটি তৈরি করুন।

আপনার পুরনো iPhone-এ

  1. প্রম্পট করা হলে, আপনার iPhone ক্যামেরা দিয়ে আপনার Android স্ক্রিনের QR কোড স্ক্যান করুন।
  2. Switch to Android অ্যাপ ডাউনলোড করুন।
  3. Switch to Android অ্যাপ খুলুন। 
  4. অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

সম্পর্কিত রিসোর্স 

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11802428501277687871
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false