আপনার Android ক্যামেরা বা মাইক্রোফোন চালু অথবা বন্ধ আছে কিনা চেক করে দেখা

কোনও অ্যাপ যখন ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করে, আপনার Android ফোনে বিজ্ঞপ্তি পাঠানো হয়। কোন কোন অ্যাপ আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে, তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। 

জরুরি: এর কিছু স্টেপ শুধু Android 12 বা তার পরবর্তী যেকোনও ভার্সনে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন। 

আপনার ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন কখন চালু থাকছে, তা চেক করুন:

  1. কোনও অ্যাপ যখন আপনার ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করছে, স্ক্রিনের উপরের ডানদিকে একটি সবুজ রঙের ইন্ডিকেটর দেখতে পাবেন।
  2. নিচের দিকে সোয়াইপ করে ইন্ডিকেটরে ট্যাপ করুন।
    • কোন কোন অ্যাপ বা পরিষেবা ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে, তা জানতে একবার ট্যাপ করুন।
    • অনুমতি ম্যানেজ করতে আবার ট্যাপ করুন।

ক্যামেরা বা মাইক্রোফোন চালু অথবা বন্ধ করা

ক্যামেরা বা মাইক্রোফোন চালু অথবা বন্ধ করতে, স্ক্রিনের নিচের দিকে সোয়াইপ করে ক্যামেরায় ট্যাপ করুন অথবা মাইক্রোফোন নিয়ন্ত্রণ করুন।

পরামর্শ:

  • তবে সব ডিভাইসে নিচের দিকে সোয়াইপ করলেই হয় না।
  • ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস করার সময় সমস্যা হলে, দেখে নিন যে সেটি আনব্লক করা আছে কিনা।

কুইক সেটিংস মেনুতে গিয়ে আপনি ক্যামেরা ও মাইক্রোফোন ম্যানেজ করা

কুইক সেটিংস টাইল থেকে আপনি ক্যামেরা অ্যাক্সেস করতে ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করতে পারবেন।

  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে দুবার সোয়াইপ করুন।
  2. ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাক্সেস করার সুবিধা বন্ধ করে দিতে ক্যামেরা ও মাইক্রোফোন টাইলে ট্যাপ করুন।
    • আপনি কুইক সেটিংস টাইল খুঁজে না পেলে, কুইক সেটিংসের নিচে এডিট করুন সম্পাদনা বা যোগ করুন  বিকল্পে ট্যাপ করুন।
    • কুইক সেটিংসে এটি যোগ করতে, টাইলে টাচ করে টেনে আনুন।

সম্পর্কিত রিসোর্স

আপনার Android ফোনে অ্যাপে দেওয়া অনুমতি পরিবর্তন করুন

আপনার Android ভার্সন চেক করে আপডেট করুন

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12903624742047107408
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false