আপনার Android ডিভাইসে অডিও সুইচ সেট-আপ করা

যে হেডফোনে অডিও সুইচ কাজ করে সেটি একাধিক Android ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবে। অডিও সুইচ চালু থাকলে, আপনার হেডফোন ব্যবহার করার সাথে সাথে ডিভাইসগুলির মধ্যে নিরবিচ্ছিন্নভাবে পাল্টে যাবে। অডিও পাল্টানো হলে আপনার Android ডিভাইস আপনাকে বিজ্ঞপ্তি দেবে।

যা যা প্রয়োজনীয়

  • Google Play পরিষেবা ব্যবহার করে এবং Android 8 ও তার পরবর্তী যেকোনও ভার্সনে চলে এমন ডিভাইসে অডিও সুইচ কাজ করে। .
  • অডিও সুইচ চালু করা হেডফোনকে Android ফোন বা ট্যাবলেটের মতো প্রতিটি অডিও সোর্সে দ্রুত পেয়ার ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে কানেক্ট করে রাখতে হবে। .

অডিও সুইচ চালু ও বন্ধ করা

ডিফল্ট হিসেবে অডিও সুইচ চালু করা থাকে।

গুরুত্বপূর্ণ: অডিও সুইচ ব্যবহার করতে, আপনাকে প্রতিটি ডিভাইসে একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে এবং অ্যাকাউন্টে প্রতিটি ডিভাইস সিঙ্ক করতে হবে।

  1. Android ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
  2. কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার ডিভাইসের পাশে, 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
  4. অডিও সুইচ বিকল্পে ট্যাপ করুন।
  5. ফিচারটি চালু বা বন্ধ করতে, অডিও সুইচ ব্যবহার করুন বিকল্প বেছে নিন।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14633635131753695965
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false