আপনার ডিভাইসে মাল্টিপয়েন্ট হেডফোন সেট-আপ করা

মাল্টিপয়েন্ট হেডফোনের সাহায্যে আপনি একবারে ২টি ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করতে এবং কোন অডিও সোর্স চালাতে হবে তা বেছে নিতে পারবেন। এই ভাবে, একটি ডিভাইসে আপনি মিডিয়া প্লে করলে, আপনার হেডফোন অন্য কানেক্ট করা ডিভাইসের কলে পাল্টাতে পারবে।

যা যা থাকতে হবে

  • এমন হেডফোন যেটি ব্লুটুথের মাধ্যমে ২টি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে।
  • Google Play পরিষেবা সহ Android 8 ও পরবর্তী ভার্সন।

মাল্টিপয়েন্ট চালু করা

  1. আপনার Android ডিভাইসে, সেটিংস এবং তারপর কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন।
  2. আপনার ডিভাইসের পাশে, 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
  3. মাল্টিপয়েন্ট এবং তারপর মাল্টিপয়েন্ট ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার ডিভাইস ২টি পছন্দের অডিও সোর্স ডিভাইসের সাথে কানেক্ট করুন।
    • আপনার হেডফোন কানেক্ট করা আছে কিনা তা নিশ্চিত করতে, অডিও সোর্স ডিভাইসের ব্লুটুথ সেটিংসে যান।

দুটি অডিও সোর্সের সাথে আপনার হেডফোন কানেক্ট করুন

গুরুত্বপূর্ণ: আপনাকে অবশ্যই ২টি পছন্দের অডিও সোর্সের সাথে আগে পেয়ার করতে হবে।

আপনার হেডফোন কানেক্ট করা হলে, সেগুলি অটোমেটিক ২টি ডিভাইসের মধ্যে পাল্টাতে পারবে।

আপনার ডিভাইস প্রথমবার কানেক্ট করতে:

  1. আপনার প্রথম ডিভাইসের ব্লুটুথ সেটিংসে গিয়ে হেডফোনের সাথে এটি কানেক্ট করুন।
  2. আপনার দ্বিতীয় ডিভাইসের ব্লুটুথ সেটিংসে গিয়ে হেডফোনের সাথে এটি কানেক্ট করুন।

বিভিন্ন ডিভাইসের মিডিয়াতে পাল্টান

আপনার হেডফোনে অডিও সোর্স পাল্টানোর সময়, আপনাকে প্রথম ডিভাইসে মিডিয়া বা অডিও অবশ্যই বন্ধ করতে হবে, তারপর দ্বিতীয় ডিভাইসে মিডিয়া বা অডিও চালু করুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9416873615410333397
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false