Google কীভাবে আপনার শেয়ার করা ডেটা ব্যবহার করে তা বেছে নিন

আপনার ডিভাইসে থাকা অ্যাপ আপনার ডিভাইসে স্টোর করা পছন্দমতো ইন্ডেক্সে ডেটা শেয়ার করতে পারবে। আরও ভাল পরামর্শ ও সাজেশন দিতে, Google Search ও Assistant-এর মতো Google অ্যাপ এই ইন্ডেক্স ব্যবহার করতে পারবে। Google অ্যাপে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করতে ইন্ডেক্সের কোন অ্যাপের ডেটা ব্যবহার করা হবে, তা আপনি পছন্দ করতে পারবেন।
 
এমনকি আপনি যদি এই ইন্ডেক্সের ডেটা Google অ্যাপকে ব্যবহার নাও করতে দেন এবং যদি আপনার Google অ্যাকাউন্টের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ চালু করা থাকে, তাহলেও আপনার অ্যাকাউন্টের অ্যাপ অ্যাক্টিভিটি সংক্রান্ত ডেটা Google পেতে পারে এবং সেইসব ডেটার ভিত্তিতে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করতে পারে। কীভাবে আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি খুঁজবেন ও নিয়ন্ত্রণ করবেন তা জানুন

আপনার পছন্দমতো সাজিয়ে নেওয়ার সেটিংস পরিবর্তন করুন

  1. আপনার ডিভাইসে সেটিংস খুলুন।
  2. Google-এ ট্যাপ করুন এবং তারপর শেয়ার করা ডেটা ব্যবহার করে পছন্দমতো করুন
  3. প্রতিটি অ্যাপ বা অন্য সোর্সের পরে, ইন্ডেক্সে থাকা ডেটা পছন্দমতো করে নেওয়ার কাজে ব্যবহার করা হবে কিনা পছন্দ করুন।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18347788140935199471
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false