বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সার্চের জন্য বিজ্ঞাপন

সার্চ স্টাইল সংক্রান্ত বিজ্ঞাপনের এক্সটেনশন

এছাড়াও, সার্চ বিজ্ঞাপনে এক্সটেনশন থাকতে পারে। বিজ্ঞাপনের এক্সটেনশনে যোগাযোগের বিবরণ, সাইটলিঙ্ক, ক্লিক-টু-কল বোতামের মতো কিছু অতিরিক্ত তথ্য থাকে। সার্চ বিজ্ঞাপনের জন্য উপলভ্য বিজ্ঞাপনের এক্সটেনশন ও এক্সটেনশন সেটিংসের বিবরণ নিচে দেওয়া হয়েছে।

এক্সটেনশন সেটিংস

এক্সটেনশন সেটিংসকে ব্যবহার করে আপনার সার্চ স্টাইলে এক্সটেনশন চালু বা বন্ধ করতে পারবেন।

মনে রাখবেন: এক্সটেনশন বন্ধ করে দিলে আপনার উপার্জনের পারফর্ম্যান্সে তার প্রভাব পড়বে।
এক্সটেনশনের সেটিংস বিবরণ
সাইটলিঙ্ক আপনার সার্চ স্টাইলে সাইটলিঙ্ক দেখাতে না চাইলে এই সেটিংস বন্ধ করে দিন।
রেটিং আপনার সার্চ স্টাইলে রেটিং দেখাতে না চাইলে এই সেটিংস বন্ধ করে দিন।
অতিরিক্ত তথ্য আপনার সার্চ স্টাইলে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত ডিসক্লোজার, দামের ব্যাপারে খবরাখবর, প্রচার ইত্যাদির মতো অতিরিক্ত তথ্য দেখাতে না চাইলে, এই সেটিং বন্ধ করে দিন।
মনে রাখবেন: এই সেটিং কল বিজ্ঞাপনও কন্ট্রোল করে।
ভিজ্যুয়াল ফর্ম্যাট ছবির এক্সটেনশনের জন্য বিকল্প বেছে নিন:
  • চালু আছে: ছবির এক্সটেনশন সহ সার্চ বিজ্ঞাপন দেখানো হয়।
  • বন্ধ আছে: ছবির এক্সটেনশন সহ সার্চ বিজ্ঞাপন দেখানো হয় না।
  • প্রয়োজনীয়: শুধুমাত্র সেইসব ছবির এক্সটেনশনের জন্যই সার্চ বিজ্ঞাপন সীমিত করা হয়।
মনে রাখবেন: এই সেটিং অ্যাপ সংক্রান্ত বিজ্ঞাপনও কন্ট্রোল করে।

এক্সটেনশন

এক্সটেনশন এর কাজ কী
সাইটলিঙ্ক মুখ্য ল্যান্ডিং পৃষ্ঠার পরে বিজ্ঞাপনদাতার সাইটের ভিতরে থাকা কন্টেন্টের জন্য অতিরিক্ত লিঙ্ক দেখায়। যে ব্যবহারকারীদের সার্চ কোয়েরি থেকে এইসব বিজ্ঞাপন ট্রিগার হয়, সাইটলিঙ্ক তাদের আরও কিছু টার্গেট করা ও প্রাসঙ্গিক লিঙ্ক দেখিয়ে বিজ্ঞাপনের ভ্যালু বাড়ায়। সাইটলিঙ্ক সেপারেটরের কনট্রাস্ট সেটিংস অবশ্যই ১.৩৫:১-এর বেশি হতে হবে।
উন্নত সাইটলিঙ্ক অনেক বড় ফর্ম্যাটের সাইটলিঙ্ক ডিসপ্লে করা হয় যাতে প্রতিটি সাইটলিঙ্কের বর্ণনা দেওয়া টেক্সট স্নিপেট থাকে। এর ফলে ব্যবহারকারী বুঝতে পারেন যে তিনি যা খুঁজছেন তার জন্য লিঙ্ক প্রাসঙ্গিক কিনা।
রেটিং বিক্রেতাদের বিষয়ে ব্যবহারকারীদের দেওয়া রেটিংয়ের তথ্য তাদের বিজ্ঞাপনের পাশে দেখায়। এই রিভিউগুলি থেকে, কোনও নির্দিষ্ট প্রোডাক্টের বিষয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতার পরিবর্তে এই সব ব্যবসা থেকে তাদের কেনাকাটার অভিজ্ঞতার বিষয়ে জানা যায়।
অ্যাপ (শুধুমাত্র মোবাইল) Google Play Store বা Apple App Store থেকে সরাসরি কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক প্রদর্শন করে।
দাম ও প্রচার কোনও বিজ্ঞাপনদাতার ব্যবসায়িক অফারগুলির মধ্যে কিছু অফারের দাম বা প্রচার সম্পর্কে তথ্য প্রদর্শন করে।
কল করতে ক্লিক করুন (শুধু মোবাইল থেকে) একটি ফোন ডায়ালার খুলে সরাসরি বিজ্ঞাপনদাতাকে কল করার জন্য একটি অ্যাকশন বোতাম দেখায়।
লোকেশন কোনও বিজ্ঞাপনের লোকেশনের তথ্য দেখায়; যেমন ম্যাপ, ঠিকানা অথবা বিজ্ঞাপনদাতার ব্যবসার লোকেশনের দূরত্ব।
ফোন নম্বর (শুধুমাত্র ডেস্কটপ) একটি ফোন নম্বর দেখায় যেটিতে ক্লিক করা যাবে না।
কল-টু-অ্যাকশন একটি কল-টু-অ্যাকশন বোতাম ডিসপ্লে করা হয়।
বিজ্ঞাপন সম্পর্কিত ডিসক্লোজার রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত তথ্যের মতো বিজ্ঞাপন সম্পর্কিত তথ্য ডিসপ্লে করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আজই পছন্দসই পরামর্শ পান ও নিজের উপার্জন আনলক করুন!

আপনার উপার্জন বাড়ানোর জন্য পছন্দসই সাজেশন পেতে AdSense পৃষ্ঠায় গিয়ে অপ্টিমাইজেশন পরামর্শ দেখুন।

এখনই আনলক করুন

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
11676838782937124782
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
157
false
false
false
false