আপনার Google Analytics প্রপার্টিতে AdSense থেকে ডেটা পাওয়া শুরু করতে, আপনাকে প্রথমে AdSense-এর সাথে Analytics প্রপার্টি অবশ্যই লিঙ্ক করতে হবে। আপনার যদি আগে থেকে Analytics অ্যাকাউন্ট না থাকে, তাহলে Google Analytics সাইটে গিয়ে সাইন-আপ করুন। আপনার Analytics প্রপার্টি লিঙ্ক হওয়ার পর সেখানেই নিজের AdSense ডেটা দেখতে পাবেন।
শুরু করার আগে
Google Analytics প্রপার্টিতে আপনি যে Google Account AdSense লগ-ইন ব্যবহার করছেন তাতে আপনার AdSense অ্যাকাউন্টে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস এবং এডিট করার অনুমতি উভয়ই আছে কিনা নিশ্চিত করুন।
নির্দেশাবলী
আপনার AdSense অ্যাকাউন্টে একটি Analytics প্রপার্টি লিঙ্ক করতে:
- AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- অ্যাকাউন্ট
অ্যাক্সেস ও অনুমোদন
Google Analytics ইন্টিগ্রেশন বিকল্পে পরপর ক্লিক করে যান।
"আপনার Google Analytics লিঙ্ক ম্যানেজ করুন" পৃষ্ঠা খুলবে। আপনি এগুলি করতে পারবেন:
- আপনার Analytics লিঙ্ক দেখুন।
- নতুন লিঙ্ক তৈরি করুন।
- আগে থেকেই যেসব লিঙ্ক রয়েছে, সেগুলি মুছে দিন।
- +নতুন লিঙ্ক বিকল্পে ক্লিক করুন।
- আপনি যে প্রপার্টি লিঙ্ক করতে চান, তালিকা থেকে সেটি বেছে নিন।
- লিঙ্ক তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
AdSense-এ এখন আপনার প্রপার্টি লিঙ্ক হয়ে গেছে। মনে রাখবেন, আপনার Google Analytics অ্যাকাউন্টে ডেটা দেখা যেতে সর্বাধিক ২৪ ঘণ্টা সময় লেগে যেতে পারে।