Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে আপনার Gmail ব্যবহার করুন

আপনি Gmail ব্যবহার করছেন মানে আপনার আগে থেকেই Google অ্যাকাউন্ট আছে। Google অ্যাকাউন্টের সাহায্যে আপনি কোনও খরচ না করেই Drive, Docs, Calendar ও আরও অনেক Google প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবেন।

আপনার Google অ্যাকাউন্টে (বা যেকোনও Google প্রোডাক্ট) সাইন-ইন করতে:

  1. সেই প্রোডাক্টের সাইন-ইন পৃষ্ঠাতে যান (Google অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটি হল myaccount.google.com)।
  2. আপনার Gmail ইউজারনেম লিখুন ('@gmail.com'-এর আগে দেখানো সবকিছু)।
  3. আপনার পাসওয়ার্ড লিখুন।

সাধারণ সমস্যা

আমার Gmail অ্যাকাউন্ট আছে বলে মনে হচ্ছে না

নতুন Google অ্যাকাউন্ট Gmail ব্যবহার করে তৈরি হয়, তাই আপনি সম্প্রতি কোনও অ্যাকাউন্ট তৈরি করে থাকলে আপনার নিশ্চয়ই Gmail আইডি আছে।

আপনি কখনও Gmail অ্যাকাউন্ট তৈরি করে না থাকলে, কোনও খরচ না করেই সাইন-আপ করতে পারবেন। Gmail অ্যাকাউন্ট তৈরি করতে:

  1. Gmail.com লিঙ্কে যান।
  2. আরও বিকল্প এবং তারপর অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প বেছে নিন।
  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
মনে হচ্ছে আমার Gmail অ্যাকাউন্ট আমি মুছে দিয়েছি

আপনার আগে থেকেই Google অ্যাকাউন্ট থাকলে এবং আপনি Gmail অ্যাকাউন্ট মুছে দিলে, বর্তমান Google অ্যাকাউন্টে Gmail যোগ করতে পারেন।

Gmail যোগ করতে:

  1. mail.google.com লিঙ্কে যান।
  2. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  3. আপনার অ্যাকাউন্টে Gmail যোগ করতে স্ক্রিনের দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

Gmail যোগ করলে, Gmail আইডিটিকে আপনার অ্যাকাউন্টের প্রাথমিক ইউজারনেম হিসেবে বিবেচনা করা হবে। আপনি Google অ্যাকাউন্ট থেকে ডকুমেন্ট বা ফটোর মতো কোনও তথ্য শেয়ার করলে, সেটি অন্যান্য ব্যবহারকারীরা দেখতে পাবেন। অ্যাকাউন্ট ফিরিয়ে আনার আইডি হিসেবে অ্যাকাউন্টে আপনার পুরনো ইমেল আইডি সেট করা হবে।

আপনার আরও প্রশ্ন থাকলে, Gmail সহায়তা কেন্দ্র দেখুন।

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15314670418165880101
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false