আপনার পাসওয়ার্ড সেভ, ম্যানেজ করা ও সুরক্ষিত রাখা

Google Password Manager-এর মাধ্যমে আপনার সব অনলাইন অ্যাকাউন্টের জন্য সহজেই শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। Google Password Manager ব্যবহার করলে, আপনার Google অ্যাকাউন্টে বা নিজের ডিভাইসে আপনার পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন।

গুরুত্বপূর্ণ: শুধু Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করার সময়েই Google Password Manager আপনাকে শক্তিশালী পাসওয়ার্ডের সাজেশন দেবে।

আপনি নিম্নলিখিত কাজ করতে, Google Password Manager ব্যবহার করতে পারবেন:

  • শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করে আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখা, যাতে আপনাকে তা মনে রাখতে না হয়।
  • বিল্ট-ইন নিরাপত্তা ব্যবহার করে আপনার সেভ করা সব পাসওয়ার্ড সুরক্ষিত রাখা।
  • সাইট ও অ্যাপে পাসওয়ার্ড অটোমেটিক পূরণ করা।

Google Password Manager কীভাবে আপনার অনলাইন নিরাপত্তা উন্নত করতে পারে

পাসওয়ার্ড চুরি করেই সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, Google Password Manager ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন:

  • শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ডের সাজেশন পেতে এবং তা আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখতে, যাতে একটি পাসওয়ার্ড চুরি গেলে একাধিক অ্যাকাউন্ট হ্যাক না করা যায়।
  • চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ডের ব্যাপারে বিজ্ঞপ্তি পেতে। আপনার সেভ করা পাসওয়ার্ড কেউ ইন্টারনেটে প্রকাশ করে দিলে, Google Password Manager-এর সাহায্যে আপনি যেকোনও চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
  • অননুমোদিত অ্যাক্সেস ব্লক করতে পারবেন। এনক্রিপশন ব্যবহার করে Google-এর বিল্ট-ইন নিরাপত্তায় আপনার পাসওয়ার্ড সেভ করা হয়।

পরামর্শ: আপনার সেভ করা পাসওয়ার্ডে আরও নিরাপত্তা যোগ করার জন্য, আপনি অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য যোগ করতে এবং ২-ধাপে যাচাইকরণ চালু করতে পারবেন।

২-ধাপে যাচাইকরণ চালু করুন

Google Password Manager ব্যবহার করা

Android অ্যাপের জন্য

Chrome-এর জন্য

পরামর্শ: আরও দ্রুত Google Password Manager অ্যাক্সেস করতে, আপনার পাসওয়ার্ড ম্যানেজার সেটিংয়ে যান এবং নিজের হোম স্ক্রিনে একটি শর্টকাট যোগ করুন।

আপনার পাসওয়ার্ড ম্যানেজ করুন ও সুরক্ষিত রাখুন

Google Password Manager কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে

আপনার ডিভাইসে পরিষেবা দিতে Google Password Manager নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে। এর মধ্যে কিছু কার্যকারিতা Google Play পরিষেবা ব্যবহার করে। যেমন, Google Password Manager বিশ্লেষণ ও সমস্যার সমাধানকরণের উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করে:

  • অ্যাপে ট্যাপ করা ও পৃষ্ঠা দেখা
  • ক্র্যাশ লগ
  • ডায়াগনস্টিকস

ডেটার নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি কমাতে, ইন্ডাস্ট্রির সেরা এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে আপনার সিঙ্ক করা ডেটা সবসময় সুরক্ষিত আছে। ইন্ডাস্ট্রির সেরা এনক্রিপশন সিস্টেমের ব্যাপারে আরও জানুন

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

5992659321023580875
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false