আপনার পাসওয়ার্ড সেভ, ম্যানেজ করা ও সুরক্ষিত রাখা

Google Password Manager-এর মাধ্যমে আপনার সব অনলাইন অ্যাকাউন্টের জন্য সহজেই শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। Google Password Manager ব্যবহার করলে, আপনার Google অ্যাকাউন্টে বা নিজের ডিভাইসে আপনার পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন।

গুরুত্বপূর্ণ: শুধু Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করার সময়েই Google Password Manager আপনাকে শক্তিশালী পাসওয়ার্ডের সাজেশন দেবে।

আপনি নিম্নলিখিত কাজ করতে, Google Password Manager ব্যবহার করতে পারবেন:

  • শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করে আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখা, যাতে আপনাকে তা মনে রাখতে না হয়।
  • বিল্ট-ইন নিরাপত্তা ব্যবহার করে আপনার সেভ করা সব পাসওয়ার্ড সুরক্ষিত রাখা।
  • সাইট ও অ্যাপে পাসওয়ার্ড অটোমেটিক পূরণ করা।

Google Password Manager কীভাবে আপনার অনলাইন নিরাপত্তা উন্নত করতে পারে

A safer way to manage your passwords

পাসওয়ার্ড চুরি করেই সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, Google Password Manager ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন:

  • শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ডের সাজেশন পেতে এবং তা আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখতে, যাতে একটি পাসওয়ার্ড চুরি গেলে একাধিক অ্যাকাউন্ট হ্যাক না করা যায়।
  • চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ডের ব্যাপারে বিজ্ঞপ্তি পেতে। আপনার সেভ করা পাসওয়ার্ড কেউ ইন্টারনেটে প্রকাশ করে দিলে, Google Password Manager-এর সাহায্যে আপনি যেকোনও চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
  • অননুমোদিত অ্যাক্সেস ব্লক করতে পারবেন। এনক্রিপশন ব্যবহার করে Google-এর বিল্ট-ইন নিরাপত্তায় আপনার পাসওয়ার্ড সেভ করা হয়।

পরামর্শ: আপনার সেভ করা পাসওয়ার্ডে আরও নিরাপত্তা যোগ করার জন্য, আপনি অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য যোগ করতে এবং ২-ধাপে যাচাইকরণ চালু করতে পারবেন।

Google Password Manager ব্যবহার করা

Android অ্যাপের জন্য

শুরু করুন

গুরুত্বপূর্ণ: আপনার ডিভাইসে এই ধাপগুলি আলাদা হতে পারে। এছাড়া, আপনার সেটিংস অ্যাপে “অটোফিল পরিষেবা” সার্চ করে সরাসরি এই সেটিংয়ে যেতে পারবেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, সেটিংস অ্যাপ খুলুন।
  2. স্ক্রল করে নিচে যান এবং 'Google এবং তারপর সব পরিষেবা' বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রল করে নিচের "অটোফিল ও পাসওয়ার্ড" বিকল্পে যান এবং Google-এর মাধ্যমে অটোফিল করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. Google-এর মাধ্যমে অটোফিল ব্যবহার করুন বিকল্প চালু করা আছে কিনা ভালো করে দেখে নিন।
  5. কনফার্ম করুন যে "অ্যাকাউন্ট" বিভাগের তালিকাভুক্ত অ্যাকাউন্টটিই আপনি ব্যবহার করতে চান।

পরামর্শ: একই Google অ্যাকাউন্ট দিয়ে Chrome ও Android-এ সাইন-ইন করলে নিশ্চিত হওয়া যায় যে সেভ করা পাসওয়ার্ডের অ্যাক্সেস সবসময় আপনার কাছে থাকবে।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সেভ করা

আপনি কোনও অ্যাপে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে, Android আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড সাজেস্ট করতে এবং সেভ করতে পারে।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, পাসওয়ার্ড তৈরি করার ফিল্ডে ট্যাপ করুন।
  2. কীবোর্ডের ঠিক উপরে, পাসওয়ার্ড Passwords এবং তারপর পাসওয়ার্ড তৈরি করুন এবং আপনার Google অ্যাকাউন্টে সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি ইউজারনেম তৈরি করা সম্পূর্ণ করুন এবং পাসওয়ার্ড সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

সেভ করা পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করা

আপনি আগে কোনও অ্যাপের পাসওয়ার্ড সেভ করে রাখলে, Android আপনাকে সাইন-ইন করতে সাহায্য করতে পারবে।

  1. Android ফোন বা ট্যাবলেটে, যে অ্যাপে সাইন-ইন করতে চান সেটি খুলুন। আপনাকে অ্যাপের সাইন-ইন পৃষ্ঠায় যেতে হতে পারে।
  2. ইউজারনেম ফিল্ডে ট্যাপ করুন এবং আপনার ইউজারনেম বেছে নিন বা সেটি টাইপ করুন।
  3. পাসওয়ার্ড ফিল্ডে ট্যাপ করুন।
  4. কীবোর্ডের উপরে ডানদিকে, পাসওয়ার্ড Passwords এবং তারপর একটি সেভ করা পাসওয়ার্ড বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
    • যদি পাসওয়ার্ড Passwords দেখতে না পান, তাহলে পাসওয়ার্ড ফিল্ড প্রেস করে ধরে রাখুন। তারপর, অটোফিল এবং তারপর সেভ করা পাসওয়ার্ড বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনি যে অ্যাপে সাইন-ইন করতে চান সেই অ্যাপের নামের উপরে ট্যাপ করুন।

কোনও বিশ্বস্ত ব্রাউজারে পাসকী ব্যবহার করা

  • পাসকী ব্যবহার করে ওয়েবসাইটে সাইন-ইন বা সাইন-আপ করতে, আপনার ব্রাউজারকে পাসকীর ক্রেডেনশিয়াল ম্যানেজ করতে হবে যাতে এটি Google Password Manager-এর সাথে কাজ করতে পারে। আপনি ভরসা করতে পারেন এমন সুরক্ষিত ব্রাউজারই সবসময় ব্যবহার করুন।
  • আপনি যদি Google Password Manager-এ সেভ করা পাসকী আপনার ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে এটি হতে পারে যে আপনার ব্রাউজার এখনও বিশ্বস্ত ব্রাউজার হিসেবে অনুমোদিত হয়নি।

পাসকীর মাধ্যমে সাইন-ইন করা সম্পর্কে আরও জানুন

Chrome-এর জন্য

শুরু করুন

সব ডিভাইসে আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে, আপনার Google অ্যাকাউন্টের মাধ্যমে Chrome-এ সাইন-ইন করুন

পরামর্শ:

  • আপনি যদি Google Password Manager-এ সেভ করা পাসকী আপনার ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে এটি হতে পারে যে আপনার ব্রাউজার এখনও অনুমোদন করা হয়নি। পাসকীর মাধ্যমে সাইন-ইন করা সম্পর্কে আরও জানুন।
  • আপনি যদি এমন একটি ব্রাউজার অ্যাপ ডেভেলপ করেন যার অনুমোদন পাওয়া যায়নি, তাহলে Google Password Manager-এর জন্য একটি বিশ্বস্ত ব্রাউজার অ্যাপ হওয়ার অনুরোধ জমা দিতে পারেন। অনুরোধ জমা দিতে, এই ফর্ম পূরণ করুন

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সেভ করা

আপনি কোনও সাইটে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে, Chrome একটি শক্তিশালী ও অন্যন্য পাসওয়ার্ড সাজেস্ট করতে পারবে। আপনি সাজেস্ট করা পাসওয়ার্ড ব্যবহার করলে সেটি অটোমেটিক সেভ হয়ে যাবে।

আপনি সাইটে নতুন পাসওয়ার্ড লিখলে, Chrome সেটি সেভ করার জন্য প্রম্পট দেখাতে পারে। পাসওয়ার্ড সেভ করার অনুমতি দিতে, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

  • লেখা পাসওয়ার্ড দেখতে: প্রিভিউ Preview আইকন বেছে নিন।
  • পৃষ্ঠায় একাধিক পাসওয়ার্ড থাকলে: নিম্নমুখী আইকন বেছে নিন। আপনি যে পাসওয়ার্ড সেভ করতে চান সেটি বেছে নিন।
  • আপনার ইউজারনেম ফিল্ড খালি থাকলে বা এটি সঠিক না হলে: "ইউজারনেম" মেনুর পাশের টেক্সট বক্স বেছে নিন। আপনি যে ইউজারনেম সেভ করতে চান সেটি লিখুন।
  • আপনি অন্য পাসওয়ার্ড সেভ করতে চাইলে: "পাসওয়ার্ড" মেনুর পাশে দেখানো টেক্সট বক্স বেছে নিন। আপনি যে পাসওয়ার্ডটি সেভ করতে চান সেটি লিখুন।

Chrome আপনার পাসওয়ার্ড সেভ করার সুযোগ অফার না করলে

আপনাকে পাসওয়ার্ড অটোমেটিক সেভ করতে না বলা হলে নিজেই পাসওয়ার্ড সেভ করুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Chrome অ্যাপ Chrome খুলুন।
  2. যে ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড সেভ করতে চান তাতে আপনার তথ্য লিখুন।
  3. অ্যাড্রেস বারের ডানদিকে, 'পাসওয়ার্ড Passwords এবং তারপর সেভ করুন' বিকল্পে ক্লিক করুন।

আপনি পাসওয়ার্ড Passwords দেখতে না পেলে, পাসওয়ার্ড মুছে দিয়ে আবার সাইন-ইন করার চেষ্টা করুন।

পাসওয়ার্ড সেভ করা শুরু বা বন্ধ করা

সাধারণত, Chrome আপনাকে পাসওয়ার্ড সেভ করার প্রম্পট দেখায়। আপনি নিজের Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করার বিকল্প চালু বা বন্ধ করতে বা Chrome-এ এটি করতে পারবেন:

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Chrome অ্যাপ Chrome খুলুন।
  2. স্ক্রিনের একদম উপরে ডানদিকে, 'আরও ' বিকল্পে ট্যাপ করুন।
  3. 'সেটিংস Settings এবং তারপর Google Password Manager' বিকল্পে ট্যাপ করুন।
  4. 'সেটিংস Settings' বিকল্পে ট্যাপ করুন।
  5. পাসওয়ার্ড সেভ করার অফার চালু বা বন্ধ করুন।

সেভ করা পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করা

আগে কোনও ওয়েবসাইট দেখার সময় পাসওয়ার্ড সেভ করলে, Chrome আপনাকে সাইন-ইন করতে সাহায্য করতে পারবে।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে Chrome Chrome খুলুন।
  2. আপনার আগে দেখা ওয়েবসাইটে যান।
  3. সাইটের সাইন-ইন করার ফর্মে যান।
  • সাইটের জন্য কোনও একটি ইউজারনেম বা পাসওয়ার্ড সেভ করলে: Chrome অটোমেটিক আপনার সাইন-ইন করার ফর্ম পূরণ করতে পারবে।
  • আপনি একাধিক ইউজারনেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখলে: 'ইউজারনেম' ফিল্ডে ক্লিক করে যে সাইন-ইন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
  • Chrome আপনার সেভ করা পাসওয়ার্ড না দেখালে: সম্ভাব্য পাসওয়ার্ড দেখতে, 'পাসওয়ার্ড Passwords' বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: আরও দ্রুত Google Password Manager অ্যাক্সেস করতে, আপনার পাসওয়ার্ড ম্যানেজার সেটিংয়ে যান এবং নিজের হোম স্ক্রিনে একটি শর্টকাট যোগ করুন।

আপনার পাসওয়ার্ড ম্যানেজ করুন ও সুরক্ষিত রাখুন

সেভ করা পাসওয়ার্ড খোঁজা, মুছে ফেলা বা এক্সপোর্ট করা

যেসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে তার তালিকা দেখতে, passwords.google.com লিঙ্কে যান অথবা আপনার ডিভাইস থেকে Google Password Manager-এ নিজের পাসওয়ার্ড দেখুন

  • পাসওয়ার্ড দেখতে: কোনও অ্যাকাউন্ট বেছে নিন, তারপর 'প্রিভিউ Preview' বিকল্পে ট্যাপ করুন।
  • পাসওয়ার্ড মুছতে: কোনও অ্যাকাউন্ট বেছে নিন, তারপর মুছুন বিকল্পে ট্যাপ করুন।
  • পাসওয়ার্ড এক্সপোর্ট করতে: 'সেটিংস Settings এবং তারপর পাসওয়ার্ড এক্সপোর্ট করুন' বিকল্পে ট্যাপ করুন।
আপনার পাসওয়ার্ড শেয়ার করুন

গুরুত্বপূর্ণ:

সাধারণত, Chrome-এ আপনাকে পাসওয়ার্ড সেভ করার বিকল্প দেখানো হয়। আপনি যেকোনও সময় এই বিকল্প বন্ধ বা চালু করতে পারবেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে Chrome Chrome খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, 'আরও গুছিয়ে রাখুন' আইকনে ট্যাপ করুন।
  3. সেটিংস এবং তারপর Password Manager বিকল্পে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, 'সেটিংস সেটিংস' মেনুতে ট্যাপ করুন।
  5. পাসওয়ার্ড সেভ করার অফার চালু বা বন্ধ করুন।

পরামর্শ:

  • আপনার সব অনলাইন অ্যাকাউন্টের জন্য অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন।
    • আপনি একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে, আপনার থেকে পাসওয়ার্ড পাওয়া ব্যক্তিটি হয়ত আপনার অন্যান্য অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।
  • আপনি আর এই পরিষেবা শেয়ার করতে না চাইলে, আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
সুরক্ষিত নয় এমন পাসওয়ার্ড চেক করা

আপনার সেভ করা সব পাসওয়ার্ডের সাথে নিম্নলিখিত বিষয় ঘটেছে কিনা তা আপনি তৎক্ষণাৎ চেক করে দেখে নিতে পারবেন:

  • ইন্টারনেটে পাসওয়ার্ড প্রকাশিত হওয়া
  • কোনও ডেটা লঙ্ঘনের কারণে পাসওয়ার্ড সবার সামনে প্রকাশিত হওয়া
  • সম্ভাব্য দুর্বল এবং সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড
  • একাধিক অ্যাকাউন্টে ব্যবহার হওয়া

আপনার সেভ করা পাসওয়ার্ড চেক করতে, পাসওয়ার্ড চেক-আপ-এ যান।

পাসওয়ার্ড চেক-আপ সম্পর্কে আরও জানুন

Password Manager-এর সেটিংস পরিবর্তন করা
  1. passwords.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, সেটিংস Settings বিকল্প বেছে নিন।
  3. এখান থেকে আপনার সেটিংস ম্যানেজ করতে পারবেন।
    • পাসওয়ার্ড সেভ করার বিকল্প অফার করা: Android ও Chrome-এ পাসওয়ার্ড সেভ করার অফার ম্যানেজ করুন।
    • নির্দিষ্ট অ্যাপ বা সাইটের পাসওয়ার্ড সেভ করার অফার ম্যানেজ করুন: নির্দিষ্ট কিছু সাইটের জন্য আপনি পাসওয়ার্ড কখনও সেভ না করার বিকল্প বেছে নিতে পারবেন। কোনও একটি পাসওয়ার্ড সেভ করার জন্য আপনাকে প্রম্পট করা হলে, 'কখনই নয়' বিকল্পটি বেছে নিন। পরে এই পাসওয়ার্ড সেভ করার সিদ্ধান্ত নিলে, সাইট বা অ্যাপের নামের পাশে থাকা 'সরিয়ে দিন' Remove বিকল্পটি বাছুন।
    • অটোমেটিক সাইন-ইন: আপনার সেভ করে রাখা তথ্য ব্যবহার করে আপনি সাইট ও অ্যাপে অটোমেটিক সাইন-ইন করতে পারবেন। সাইন-ইন করার আগে কনফার্ম করতে চাইলে অটোমেটিক সাইন-ইন করার সুবিধা বন্ধ করতে পারবেন।
    • পাসওয়ার্ড সতর্কতা: আপনার সেভ করা পাসওয়ার্ড অনলাইনে দেখা গেলে আপনাকে তা জানানো হবে।
    • অন-ডিভাইস এনক্রিপশন: Google Password Manager-এ সেভ করার আগে আপনার ডিভাইসে পাসওয়ার্ড এনক্রিপ্ট করুন। ডিভাইসে আপনার পাসওয়ার্ড কীভাবে এনক্রিপ্ট করবেন তা জানুন। Workspace ব্যবহারকারীদের জন্য এই ফিচার উপলভ্য নয়।

Google Password Manager কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে

আপনার ডিভাইসে পরিষেবা দিতে Google Password Manager নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে। এর মধ্যে কিছু কার্যকারিতা Google Play পরিষেবা ব্যবহার করে। যেমন, Google Password Manager বিশ্লেষণ ও সমস্যার সমাধানকরণের উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করে:

  • অ্যাপে ট্যাপ করা ও পৃষ্ঠা দেখা
  • ক্র্যাশ লগ
  • ডায়াগনস্টিকস

ডেটার নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি কমাতে, ইন্ডাস্ট্রির সেরা এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে আপনার সিঙ্ক করা ডেটা সবসময় সুরক্ষিত আছে। ইন্ডাস্ট্রির সেরা এনক্রিপশন সিস্টেমের ব্যাপারে আরও জানুন

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12246568582712945024
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false