পাসওয়ার্ড সতর্কতার মাধ্যমে ফিশিংয়ের চেষ্টা আটকানো

পাসওয়ার্ড সতর্কতা এক্সটেনশনটি আপনার Google অ্যাকাউন্টের পাশাপাশি Gmail ও YouTube-এ স্টোর করা ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে।

Chrome ব্রাউজারে পাসওয়ার্ড সতর্কতা এক্সটেনশন যোগ করলে, আপনার Google পাসওয়ার্ড ব্যবহার করে Google সাইট ছাড়া অন্য কোনও সাইটে সাইন-ইন করার সময় আপনি অটোমেটিক সতর্কতা বিজ্ঞপ্তি পাবেন।

পাসওয়ার্ড সতর্কতা চালু করুন
  1. Google Chrome থেকে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. Chrome স্টোরে গিয়ে পাসওয়ার্ড সতর্কতা ডাউনলোড করুন
  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
  4. শুরু করতে আপনার Google অ্যাকাউন্টে আবার সাইন-ইন করুন।

মনে রাখবেন, পাসওয়ার্ড সতর্কতা শুধুমাত্র Chrome ব্রাউজারে কাজ করে।

মনে রাখবেন: আপনি Google Workspace-এর অ্যাডমিনিস্ট্রেটর হলে, আপনার সংস্থা কীভাবে পাসওয়ার্ড সতর্কতা ব্যবহার করতে পারে সেই ব্যাপারে এখান থেকে আরও জানুন

পাসওয়ার্ড সতর্কতা বন্ধ করুন
  1. Google Chrome থেকে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে 'আরও' আরও বিকল্পটি বেছে নিন।

  3. আরও টুল বিকল্পটি বেছে নিন।
  4. এক্সটেনশন বিকল্পটি বেছে নিন।
  5. এক্সটেনশনের তালিকায় পাসওয়ার্ড সতর্কতা খুঁজে নিন।
  6. 'সরিয়ে দিন' সরান বিকল্পটি বেছে নিন।
পাসওয়ার্ড সতর্কতা কীভাবে কাজ করে

আপনি পাসওয়ার্ড সতর্কতা চালু করার পর, Google ছাড়া অন্য় কোনও সাইটে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করে যখনই সাইন-ইন করবেন, আপনাকে সতর্কতা বিজ্ঞপ্তি পাঠানো হবে।

আপনি এই সতর্কতা উপেক্ষা করতে পারেন বা অ্যাকশন নিতে পারেন। যেমন, যদি মনে করেন আপনার অ্যাকাউন্টের তথ্য অন্য কারও কাছে চলে গিয়েছে তাহলে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

মনে রাখবেন, পাসওয়ার্ড সতর্কতা আপনার পাসওয়ার্ড বা কীস্ট্রোক স্থায়ীভাবে স্টোর করে না অথবা কাউকে পাঠায় না।

আপনার Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্পর্কে আরও জানুন।

আপনি কখন নিজের Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন?

আপনি এর পরেও নিজের Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করে Gmail, YouTube, Chrome ও Play-এর মতো Google-এর অ্যাপ ও পরিষেবাগুলিতে সাইন-ইন করতে পারবেন। Google অ্যাকাউন্টে ও Google-এর নয় এমন অন্যান্য সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করলে পাসওয়ার্ড সতর্কতা বিজ্ঞপ্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আপনি সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের সাজেশন হল, নিজের Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। অন্যথায়, আপনার কোনও একটি অ্যাকাউন্ট হ্যাক হলে, অন্যগুলিও হ্যাক করা হতে পারে।

পাসওয়ার্ড সতর্কতা সম্পর্কে কোনও প্রশ্ন রয়েছে? এখানে চেক করুন।

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17690348125713418025
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false