আপনার একাধিক ডিভাইস জুড়ে পাসওয়ার্ড ব্যবহার করা

নিজের Google অ্যাকাউন্টে সেভ করা পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ডিভাইস থেকে অ্যাপ এবং সাইটে সাইন-ইন করতে পারেন যদি এই দু'টির মধ্যে কোনও করেন:

  • Android-এ Chrome সিঙ্ক চালু করা
  • কম্পিউটার থেকে Chrome-এ সাইন-ইন করা

Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করুন

পাসওয়ার্ড সেভ করার সাজেশন চালু করা থাকলে, আপনি Android ও Chrome-এ কোনও সাইট ও অ্যাপে সাইন-ইন করলে পাসওয়ার্ড সেভ করার জন্য আপনাকে প্রম্পট দেখানো হবে।

সাইট বা অ্যাপে পাসওয়ার্ড সেভ করতে, সেভ করুন বিকল্পটি বেছে নিন। আপনার Android ডিভাইসে একাধিক Google অ্যাকাউন্ট সাইন-ইন করা থাকলে আপনি যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করতে চান সেটি বেছে নিতে পারেন।

আপনি যেকোনও সময়ে passwords.google.com লিঙ্কে গিয়ে বা Chrome থেকে সেভ করা পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন।

পাসওয়ার্ড সেভ করার জন্য অফার ম্যানেজ করা

আপনি Chrome-কে সাইটের জন্য পাসওয়ার্ড মনে রাখার অনুমতি দিতে পারেন। এর সাথে, আপনার Google অ্যাকাউন্টে সেভ করা পাসওয়ার্ড ব্যবহার করে সেই সাইটে অটোমেটিক সাইন-ইন করাতে দিতে পারেন।

ডিফল্ট হিসেবে "পাসওয়ার্ড সেভ করার অফার" চালু করা আছে এবং আপনি এটি বন্ধ বা আবার চালু করতে পারবেন।

  1. আপনার কম্পিউটারে Chrome খুলুন।
  2. স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, 'আরও গুছিয়ে রাখুন এবং তারপর পাসওয়ার্ড ও অটোফিল এবং তারপর Google Password Manager' বিকল্প বেছে নিন।
  3. বাঁদিকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  4. পাসওয়ার্ড সেভ করার অফার চালু বা বন্ধ করুন।

নির্দিষ্ট অ্যাপ বা সাইটের জন্য পাসওয়ার্ড সেভ করার জন্য অফার ম্যানেজ করা

নির্দিষ্ট কিছু সাইটের জন্য আপনি পাসওয়ার্ড কখনও সেভ না করার বিকল্প বেছে নিতে পারবেন। কোনও পাসওয়ার্ড সেভ করার জন্য আপনাকে প্রম্পট করা হলে, কখনও না বিকল্প বেছে নিন। আবার ওই পাসওয়ার্ডটি সেভ করার জন্য অফার দেখতে পাবেন না।

যেসব সাইট কখনই পাসওয়ার্ড সেভ করার জন্য অফার করবে না আপনি সেগুলি দেখতে বা ম্যানেজ করতে পারবেন:

  1. আপনার কম্পিউটারে Chrome খুলুন।
  2. স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, 'আরও গুছিয়ে রাখুন এবং তারপর পাসওয়ার্ড ও অটোফিল এবং তারপর Google Password Manager' বিকল্প বেছে নিন।
  3. বাঁদিকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  4. "বাতিল করা সাইট ও অ্যাপ" বিকল্পের মধ্যে কখনই পাসওয়ার্ড সেভ করার জন্য অফার করবে না, এমন ওয়েবসাইট দেখুন। কোনও সাইট সরাতে, 'সরান' Remove বিকল্প বেছে নিন।

অটোমেটিক সাইন-ইন ম্যানেজ করা

সেভ করে রাখা তথ্যের মাধ্যমে আপনি সাইট ও অ্যাপে অটোমেটিক সাইন-ইন করতে পারবেন। আপনি যদি চান, কোনও অ্যাপ বা সাইটে সাইন-ইন করার আগে Chrome কনফার্মেশনের জন্য বলুন, তাহলে অটোমেটিক সাইন-ইন করুন বিকল্প বন্ধ করুন।

  1. আপনার কম্পিউটারে Chrome খুলুন।
  2. স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, 'আরও গুছিয়ে রাখুন এবং তারপর পাসওয়ার্ড ও অটোফিল এবং তারপর Google Password Manager' বিকল্প বেছে নিন।
  3. বাঁদিকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  4. অটোমেটিক সাইন-ইন করুন বিকল্প চালু বা বন্ধ করুন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4539068605828949828
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false