কুকি চালু অথবা বন্ধ করুন

ব্রাউজারে (যেমন Chrome বা Safari) আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য, আগে থেকে কুকি চালু করা না থাকলে, চালু করে দিন।

গুরুত্বপূর্ণ: আপনি কুকি বন্ধ করা আছে এমন কোনও মেসেজ পেয়ে থাকলে, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য সেগুলি চালু করতে হবে।

Chrome-এ

  1. আপনার কম্পিউটারে Chrome খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, 'আরও আরও এবং তারপর সেটিংস' বিকল্পে ক্লিক করুন।
  3. "গোপনীয়তা ও নিরাপত্তা" বিভাগে গিয়ে সাইট সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  4. থার্ড-পার্টি কুকি বিকল্পে ক্লিক করুন।
  5. একটি বিকল্প বেছে নিন:
    • থার্ড-পার্টির কুকিকে অনুমতি দিন
    • ছদ্মবেশী মোডে থার্ড-পার্টি কুকি ব্লক করুন
    • থার্ড-পার্টি কুকি ব্লক করুন
      • আপনি থার্ড-পার্টি কুকি ব্লক করলে, অন্য সাইটের সব থার্ড-পার্টি কুকি ব্লক হয়ে যায়, যদি না আপনার ব্যতিক্রম তালিকাতে সাইটটিকে অনুমতি না দেওয়া হয়।

Chrome থেকে আরও কুকি সেটিংস পরিবর্তন করার সম্পর্কে জানুন

অন্য ব্রাউজারে

নির্দেশাবলীর জন্য, আপনার ব্রাউজারে যে ওয়েবসাইট কাজ করবে তা দেখুন।

কুকি প্রয়োজন কেন

কুকি হল আপনি যেসব সাইটে যান সেগুলির তৈরি করা কিছু ফাইল। কুকি, ব্রাউজিং তথ্য সেভ করার মাধ্যমে আপনার অনলাইন অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। কুকির সাহায্য নিয়ে, সাইট এই সব কাজ করতে পারে:

  • আপনাকে সাইটে সাইন ইন রাখতে
  • আপনার সাইটের অগ্রাধিকার মনে রাখে
  • আপনাকে স্থানীয়ভাবে উপযোগী কন্টেন্ট দিতে

আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমরা কুকি ব্যবহার করি। আরও জানতে, আমাদের গোপনীয়তা নীতি পড়ুন।

সমস্যার সমাধান করুন

আপনি আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারলে এবং কুকি বন্ধ করা আছে বলে একটি মেসেজ পেলে:

  1. কুকি চালু করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
  2. আবার সাইন-ইন করার চেষ্টা করুন।

আপনি এখনও সমস্যা সংক্রান্ত মেসেজ পেলে, এখানে কিছু সম্ভাব্য সমাধান রয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে চেষ্টা করুন, তারপর সাইন-ইন করার চেষ্টা করুন।

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10912772320902570767
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false