আপনি Google Sites, অ্যাপ ও পরিষেবা ব্যবহার করার সময় কিছু অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টে সেভ হয়ে যায়। 'আমার অ্যাক্টিভিটি' বিকল্পে গিয়ে আপনি এইসব অ্যাক্টিভিটি খুঁজে বের করে মুছতে এবং যেকোনও সময় বেশিরভাগ অ্যাক্টিভিটি সেভ করা বন্ধ করে দিতে পারবেন।
সব অ্যাক্টিভিটি মোছা
- আপনার কম্পিউটারে, myactivity.google.com লিঙ্কে যান।
- আপনার অ্যাক্টিভিটির উপরে, মুছুন
বিকল্পে ক্লিক করুন।
- সব সময়কার বিকল্পে ক্লিক করুন।
- পরবর্তী
মুছুন বিকল্পে ক্লিক করুন।
কোনও নির্দিষ্ট অ্যাক্টিভিটি সংক্রান্ত আইটেম মোছা
যেমন, এর মধ্যে থাকতে পারে Google-এ করা আপনার সার্চ অথবা Chrome-এ আপনার ভিজিট করা ওয়েবসাইট:- আপনার কম্পিউটারে, myactivity.google.com লিঙ্কে যান।
- স্ক্রল করে আপনার অ্যাক্টিভিটি দেখুন।
- আপনি যে আইটেম মুছতে চান সেটি খুঁজে নিন। আপনি একাধিক উপায়ে কোনও আইটেম খুঁজে নিতে পারবেন, যার মধ্যে রয়েছে:
- দিন অনুযায়ী ব্রাউজ করুন।
- সার্চ করুন অথবা ফিল্টার ব্যবহার করুন।
- আপনি যে আইটেম মুছতে চান, তার উপরে 'মুছুন
' বিকল্পে ক্লিক করুন।
অটোমেটিক আপনার অ্যাক্টিভিটি মোছা
Google অ্যাকাউন্ট থেকে কিছু অ্যাক্টিভিটি আপনি অটোমেটিক মুছতে পারবেন।
- আপনার কম্পিউটারে, আপনার Google অ্যাকাউন্টে যান।
- বাঁদিকে, ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
- আপনি যে অ্যাক্টিভিটি অথবা ইতিহাস সেটিংস অটোমেটিক মুছতে চান, "ইতিহাস সেটিংস" বিকল্পের নিচে সেই অ্যাক্টিভিটিতে ক্লিক করুন।
- অটোমেটিক মুছে দিন বিকল্পে ক্লিক করুন।
- পছন্দের বিকল্প সেভ করার জন্য, 'আপনার অ্যাক্টিভিটি কত দিন রেখে দিতে চান
পরবর্তী
কনফার্ম করুন' বোতামে ক্লিক করুন।
পরামর্শ: আপনার বেছে নেওয়া নির্দিষ্ট সময়সীমার আগেই কিছু অ্যাক্টিভিটির মেয়াদ শেষ হয়ে যেতে পারে। যেমন, ৩০ দিন পরে আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে আপনার ডিভাইসের সাধারণ এলাকা ও IP অ্যাড্রেস অটোমেটিক মুছে যায়।
অন্যান্য জায়গায় আপনার অ্যাক্টিভিটি মোছা
'আমার অ্যাক্টিভিটি' ছাড়া অন্য কোথাও আপনার অ্যাক্টিভিটি সেভ হয়ে থাকতে পারে।
যেমন: আপনি টাইমলাইন চালু করে থাকলে, অ্যাক্টিভিটি ডেটা আপনার Maps-এর টাইমলাইনে সেভ করা হয়। ওইসব জায়গায় সেভ হওয়া আপনার বেশিরভাগ অ্যাক্টিভিটি মুছতে পারবেন।
অ্যাক্টিভিটি বন্ধ করা এবং মোছা
আমার অ্যাক্টিভিটি থেকে বেশিরভাগ তথ্য ও ডেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- বাঁদিকে, ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
- "ইতিহাস সেটিংস" বিকল্পের মধ্যে থাকা, এমন একটি অ্যাক্টিভিটি বা ইতিহাস সেটিংয়ের উপর ক্লিক করুন যেটি আপনি সেভ করে রাখতে চান না।
- আপনি যে সেটিং সেভ করতে চান না, সেটির মধ্যে থাকা বন্ধ করুন বিকল্প বেছে নিন।
- সেটিং বন্ধ করতে ধাপগুলি অনুসরণ করুন অথবা বন্ধ করুন বা অ্যাক্টিভিটি বন্ধ করুন এবং মুছে দিন বিকল্প বেছে নিন।
- অ্যাক্টিভিটি বন্ধ করুন এবং মুছে দিন বিকল্প বেছে নিলে, যে অ্যাক্টিভিটি আপনি মুছে দিতে চান তা বেছে নিতে ও কনফার্ম করতে ধাপগুলি অনুসরণ করুন।
পরামর্শ: 'আমার অ্যাক্টিভিটি' পৃষ্ঠাতে কিছু অ্যাক্টিভিটি যোগ করা নেই।
সাময়িকভাবে অ্যাক্টিভিটি সেভ করা বন্ধ করা
আপনি ছদ্মবেশী মোড ব্যবহার করে ব্রাউজ করতে পারেন।
পরামর্শ: ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো থেকে Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে, আপনার সার্চ অ্যাক্টিভিটি সেই অ্যাকাউন্টে সেভ করা হতে পারে।
সমস্যার সমাধান করা
কীভাবে আপনার অ্যাক্টিভিটি মোছা হয়
আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভিটি মুছে দেওয়ার বিকল্প বেছে নিলে অথবা আপনার 'অটোমেটিক মুছে দিন' সেটিংয়ের ভিত্তিতে অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে গেলে, তখনই প্রোডাক্ট ও আমাদের সিস্টেম থেকে এটিকে সরানোর প্রসেস শুরু করে দিই।
প্রথমত, আমাদের লক্ষ্য থাকে ভিউ এবং যেসব ডেটা হয়ত আর আপনার Google সংক্রান্ত অভিজ্ঞতা পছন্দমতো করার কাজে লাগে না, সেইগুলি মুছে দেওয়া।
তারপর আমাদের স্টোরেজ সিস্টেম থেকে নিরাপদে ও সম্পূর্ণভাবে সেই ডেটা মুছে ফেলার জন্য ডিজাইন করা প্রসেস শুরু করে দিই।
ম্যানুয়ালি বা অটোমেটিক ডেটা মুছে ফেলার ব্যাপারে আপনাকে সহায়তা করার পাশাপাশি, যেসব অ্যাক্টিভিটি আপনার অভিজ্ঞতা আরও উন্নত করার কাজে আর লাগবে না, Google হয়ত সেই ধরনের অ্যাক্টিভিটি দ্রুত মুছে ফেলবে।
ব্যবসা বা আইনি প্রয়োজনের মতো সীমিত কারণে, বর্ধিত সময়সীমার জন্য, Google নির্দিষ্ট কয়েক ধরনের ডেটা রেখে দিতে পারে।