থার্ড-পার্টি অ্যাপের সাথে আপনার Google অ্যাকাউন্টের কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করা

কিছু নির্দিষ্ট ফিচার আনলক করতে, আপনি থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবাকে আপনার Google অ্যাকাউন্টের কিছু অ্যাক্সেস দিতে পারেন। যেমন, ফটো এডিটর অ্যাপ ফিল্টার প্রয়োগ করতে আপনার Google Photos-এ অ্যাক্সেসের অনুরোধ করতে পারে।

থার্ড পার্টি অ্যাপ ও পরিষেবা Google-এর এইসব প্রোডাক্ট অ্যাক্সেসের অনুরোধ করতে পারে:

  • Gmail
  • Drive
  • Calendar
  • Photos
  • Contacts

গুরুত্বপূর্ণ: থার্ড-পার্টি অ্যাপ হল Google বাদে অন্য কোনও কোম্পানি বা ডেভেলপার। আপনি থার্ড-পার্টি অ্যাপকে বিশ্বাস করলে তবেই আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস দিন।

থার্ড-পার্টি অ্যাপকে, আপনার Google অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া

আপনার Google অ্যাকাউন্টের ডেটার কিছু অ্যাক্সেস শেয়ার করতে, এইসব নির্দেশাবলী অনুসরণ করুন:

  1. থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা আপনাকে নিজের Google অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করার জন্য প্রম্পট করলে, কী ধরনের তথ্য ও অনুমতি চাওয়া হচ্ছে তা ভাল করে দেখে নিন।
  2. আপনি অ্যাক্সেস শেয়ার করার সিদ্ধান্ত নিলে, আপনাকে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।
  3. থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাকে নিজের Google অ্যাকাউন্টের ডেটার কিছু অ্যাক্সেস দিন।

Share your Google data with third party apps:

আপনি কোনও থার্ড-পার্টি অ্যাপকে আপনার ডেটা অ্যাক্সেস করার অনুমতি দিলে, অ্যাপটি তা কত সময় পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে তা হয়ত আপনি সীমিত করতে পারবেন। থার্ড-পার্টির অ্যাক্সেস বন্ধ হওয়ার আগে আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। তাদের অ্যাক্সেসের সময়সীমা বাড়াতে, কানেকশন পৃষ্ঠায় যান

থার্ড-পার্টি অ্যাপ আপনার Google অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের অ্যাক্সেসের অনুরোধ করতে পারে। তারা এগুলির জন্য অ্যাক্সেসের অনুরোধ করতে পারে:

  • আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্য পাওয়া: আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্যের মধ্যে আপনার নাম, ইমেল আইডি এবং প্রোফাইলের ছবি অন্তর্ভুক্ত। থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, থার্ড-পার্টি অ্যাপ এই তথ্য অ্যাক্সেসের অনুরোধ করতে পারে। আপনি থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবাতে Google-এর মাধ্যমে সাইন-ইন করলে, সেগুলি আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্যে অ্যাক্সেস করার অনুমতি পায়। Google-এর মাধ্যমে সাইন-ইন কীভাবে করবেন তা জানুন
  • আপনার Google অ্যাকাউন্ট থেকে ডেটা কপি করা এবং দেখা: থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবা আপনার পরিচিতি, ফটো, YouTube প্লেলিস্ট এবং এমন আরও অনেক কিছুর ডেটা কপি করতে এবং খুঁজে পেতে আপনার কাছে অনুমতি চাইতে পারে।
    • আপনি থার্ড-পার্টি অ্যাপের অ্যাক্সেস আপনার Google অ্যাকাউন্ট থেকে তুলে দিলে, তারা আপনার ডেটা আর অ্যাক্সেস করতে পারবে না। তবে তাদের কাছে আপনার বিষয়ে আগে থেকে থাকা ডেটা মুছে ফেলার জন্য হয়তো আপনাকে অনুরোধ করতে হবে।
  • আপনার Google অ্যাকাউন্টের ডেটা ম্যানেজ করা: আপনার Google অ্যাকাউন্টে ডেটা এডিট করা, আপলোড করা, তৈরি করা এবং মুছে ফেলার মতো কাজগুলি করতে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা অনুমতির জন্য় অনুরোধ করতে পারে।
    • যেমন:
      • কোনও ফিল্ম এডিটর অ্যাপ আপনার ভিডিও এডিট করে আপনার YouTube চ্যানেলে আপলোড করতে পারে।
      • কোনও ইভেন্ট প্ল্যানার অ্যাপ আপনার Google Calendar-এ ইভেন্ট তৈরি করতে বা মুছে ফেলতে পারে।

থার্ড-পার্টি অ্যাপ সম্পর্কে অভিযোগ জানান

আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করা সম্পর্কিত সাধারণ প্রশ্ন

আমার Google অ্যাকাউন্টের ডেটাতে কোন থার্ড-পার্টি অ্যাপের অ্যাক্সেস আছে আমি তা কীভাবে জানব?
আপনার কানেকশন ম্যানেজমেন্ট পেজে গিয়ে এটি দেখা যেতে পারে যে আপনি কোন অ্যাপ ও পরিষেবাকে Google অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছেন।

পরামর্শ: কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার অ্যাক্সেস পরিবর্তন বা পর্যালোচনা করতে, তালিকা থেকে সেটির নাম বেছে নিন।

আপনার অ্যাপ ও পরিষেবা দেখুন

আমার Google অ্যাকাউন্ট থেকে থার্ড-পার্টি অ্যাক্সেস কীভাবে সরাব?

থার্ড-পার্টি অ্যাপের আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকুক এটি আপনি আর না চাইলে আপনি সেটি নিজের থার্ড-পার্টি কানেকশন থেকে সরিয়ে দিতে পারবেন।

  1. আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা ভালভাবে দেখে নিন।
  2. থার্ড-পার্টি অ্যাক্সেস থাকা অ্যাপ ও পরিষেবা দেখুন
  3. যে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার কানেকশন সরিয়ে দিতে চাইছেন, তালিকা থেকে সেটি বেছে নিন।
  4. 'বিবরণ দেখুন এবং তারপর অ্যাক্সেস সরান এবং তারপর কনফার্ম করুন' বিকল্প বেছে নিন।

পরামর্শ: আপনার একাধিক ধরনের কানেকশন থাকলে, আপনার থার্ড-পার্টি অ্যাক্সেস করার কানেকশন “আপনার Google অ্যাকাউন্টে {App name}-এর কিছু অ্যাক্সেস আছে” বিকল্পের নিচে দেখা যাবে।

অ্যাক্সেস পর্যালোচনা করুন

আমার Google ডেটাতে থার্ড-পার্টির কতটা অ্যাক্সেস থাকতে পারে?

আপনি অনুমতি দিয়েছেন সেইসব ডেটা ও পরিষেবাতে থার্ড-পার্টি অ্যাপ শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে। Google থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে যেকোনও ডেটা শেয়ার করার আগে, আপনি ডেটা ও পরিষেবার একটি তালিকা পাবেন যা থার্ড-পার্টি অ্যাক্সেস করতে চায়।

যেমন, আপনি কোনও থার্ড-পার্টি অ্যাপকে শুধুমাত্র আপনার Google Calendar সম্পর্কিত ডেটা অ্যাক্সেস করার অনুমতি দিলে, সেটি শুধুমাত্র সেই ডেটাই অ্যাক্সেস করতে পারবে এবং আপনার অন্য কোনও Google ডেটা যেমন, Google Photos বা পরিচিতি অ্যাক্সেস করতে পারবে না।

আপনি যেকোনও সময়ে আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস সরাতে পারবেন।

কোনও থার্ড-পার্টি কি আমার Google অ্যাকাউন্টের ডেটা পরিবর্তন করতে পারবে?

আপনি থার্ড-পার্টি অ্যাপকে আপনার Google অ্যাকাউন্টে বিভিন্ন লেভেলে অ্যাক্সেস দিতে পারেন যেমন অ্যাকাউন্টের প্রাথমিক তথ্য দেখার এবং আপনার অ্যাকাউন্টের ডেটা দেখার বা পরিবর্তন করার অনুমতি। আপনি যদি আপনার Google অ্যাকাউন্টের ডেটা ম্যানেজ করার জন্য কোনও থার্ড-পার্টি অ্যাপকে অ্যাক্সেস দেন, তাহলে তারা আপনার Google অ্যাকাউন্টের ডেটা এডিট করতে, তৈরি করতে এবং মুছতে পারবে। আপনি যখন নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস অনুমোদন করেন, তখন থার্ড-পার্টির অ্যাপ যে ধরনের অ্যাক্সেস পাওয়ার অনুরোধ করছে তা আপনি থার্ড-পার্টি অ্যাপের কাছে যে ধরনের অ্যাক্সেস থাকতে পারে বিভাগ থেকে দেখে নিতে পারবেন।

অ্যাক্সেসের জন্য থার্ড-পার্টির সাথে আমার Google পাসওয়ার্ড শেয়ার করা উচিত?

থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না। আপনি যদি থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করেন, তাহলে সেগুলির আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে এবং এর ফলে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

পরিবর্তে, আপনি বিশ্বস্ত থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবার সাথে আপনার Google অ্যাকাউন্টে কিছু অ্যাক্সেস শেয়ার করতে পারেন, যা আরও নিরাপদ।

আমি নিজের Google অ্যাকাউন্ট থেকে লগ-আউট হয়ে থাকলে কী ঘটবে?

কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাকে অ্যাক্সেস দিতে, আপনাকে অবশ্যই আপনার Google অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

আমার একাধিক Google অ্যাকাউন্ট থাকলে, কী করব?

আপনার যদি একাধিক Google অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান সেটি বেছে নিতে বা চালিয়ে যেতে অন্য Google অ্যাকাউন্টে সাইন ইন করতে বলা হবে।

আমি নিজের Google অ্যাকাউন্ট মুছে দিলে কী হবে?
  • আপনি যদি আপনার Google অ্যাকাউন্ট মুছে দেন, তাহলে আপনি সমস্ত সংশ্লিষ্ট থার্ড-পার্টি কানেকশন মুছে ফেলবেন। থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা তার সাথে আপনার পূর্বে শেয়ার করা তথ্য রাখতে পারে। থার্ড-পার্টি অ্যাপের কাছে ইতিমধ্যেই যে ডেটা রয়েছে তা মুছে ফেলার জন্য আপনাকে বলতে হতে পারে।
আমি থার্ড-পার্টির সাইট বা অ্যাপে থাকা অ্যাকাউন্ট মুছে দিলে কী ঘটবে?

আপনি যখন আপনার থার্ড-পার্টি অ্যাকাউন্ট মুছে দেন, তখন এটি আপনার Google অ্যাকাউন্টকে প্রভাবিত করে না।

  • থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে আপনার ডেটা শেয়ার করা বন্ধ করতে, সেগুলিকে আপনার ম্যানেজমেন্ট পেজ থেকে সরিয়ে দিন। এর ফলে আপনার সেইসব থার্ড-পার্টিকে দেওয়া যেকোনও অ্যাক্সেস তুলে নেওয়া হয়।

সম্পর্কিত রিসোর্স

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17794455754295235366
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false