আপনি যদি নিজের ফোন, ট্যাবলেট, Wear OS স্মার্টওয়াচ, হেডফোন বা এমন কোনও ডিভাইস হারিয়ে ফেলেন যেখানে ট্র্যাকার ট্যাগ অ্যাটাচ করা আছে, সেক্ষেত্রে কোনও অবাঞ্ছিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে, Find Hub সেট-আপ করতে পারেন।
যদি ইতিমধ্যেই আপনার ডিভাইস হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কীভাবে তা খুঁজবেন, সুরক্ষিত করবেন বা সেভ করা ডেটা মুছবেন তা জানুন।
গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন।
আপনার ডিভাইস যেন খুঁজে পাওয়া যায় তা দেখে নিন
ধাপ ১: Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা চেক করুন- আপনার ডিভাইসে, সেটিংস
Google খুলুন।
- এখানে আপনার অ্যাকাউন্টের নাম ও ইমেল আইডি দেখতে পাবেন।
- আপনার ইমেল আইডি যাচাই করুন।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন।
- লোকেশন বিকল্পে ট্যাপ করুন।
- "লোকেশন" বিকল্পটি খুঁজে না পেলে, সাহায্য পেতে ডিভাইস প্রস্তুতকারকের সহায়তা সাইটে যান।
- লোকেশন চালু করুন।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন।
- Google
সব পরিষেবা
ব্যক্তিগত ও ডিভাইসের সুরক্ষা
Find My Device বিকল্পে ট্যাপ করুন।
- “Find My Device ব্যবহার করুন” চালু করা আছে কিনা চেক করুন।
পরামর্শ: Android 5.0 ও তার আগের যেকোনও ভার্সনে, আপনি "Google সেটিংস" অ্যাপের মধ্যে "Find Hub" সেটিংস দেখতে পাবেন।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন।
- Google
সব পরিষেবা (ট্যাব উপলভ্য থাকলে)
Find Hub বিকল্পে ট্যাপ করুন।
- অফলাইন থাকা ডিভাইস খুঁজুন বিকল্পে ট্যাপ করুন।
- Find Hub ব্যবহার করে আপনাকে অফলাইন ডিভাইস খোঁজার ব্যাপারে সাহায্য করতে, এখনও সেট না করে থাকলে, আপনার Android ডিভাইসে পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করুন। আপনার ডিভাইসে কীভাবে স্ক্রিন লক সেট করবেন তা জানুন।
অফলাইন ডিভাইস খোঁজার সেটিংস
ডিফল্ট হিসেবে, আপনার ডিভাইস "নেটওয়ার্ক সহ শুধুমাত্র বেশি ট্রাফিক চলাচল করে এমন এলাকায়" সেট করা থাকে যার ফলে এটি Google-এ নিজের এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন সেভ করে এবং Android ডিভাইসের ক্রাউডসোর্স করা নেটওয়ার্কের অংশ হিসেবে অফলাইনে থাকা ডিভাইস খুঁজতে সাহায্য করে। আপনি যেকোনও সময়ে এই সেটিং পরিবর্তন করতে পারবেন:
- বন্ধ: আপনার ডিভাইসের এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন স্টোর করা হবে না এবং আপনার Android ডিভাইসটি নেটওয়ার্কে অংশগ্রহণ করবে না। আপনি অফলাইনে খোঁজার সেটিং বন্ধ করলে কী হয়।
- নেটওয়ার্ক ছাড়া: আপনার ডিভাইসটি নেটওয়ার্কে অংশগ্রহণ করবে না। আপনার অফলাইন ডিভাইস শেষবার যখন অনলাইন ছিল সেই সময় স্টোর করা সেটির এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন দিয়ে আপনি এখনও তা খুঁজতে পারবেন। নেটওয়ার্ক ছাড়া অফলাইন ডিভাইস খোঁজা।
- নেটওয়ার্ক সহ শুধুমাত্র বেশি ট্রাফিক চলাচল করে এমন এলাকায় (ডিফল্ট): এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশনের সাহায্যে আপনার অফলাইন ডিভাইস খুঁজুন। আপনার Android ডিভাইসে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকলে, এয়ারপোর্ট বা ব্যস্ত ফুটপাথের মতো জায়গায় নেটওয়ার্ক আপনার ডিভাইস খুঁজে পেতে সাহায্য করবে। বেশি ট্রাফিক চলাচল করে এমন এলাকায় অফলাইন ডিভাইস খোঁজা।
- যেকোনও এলাকায় নেটওয়ার্ক সহ: ডিভাইসের সেভ ও এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশনের সাহায্যে আপনার অফলাইন ডিভাইস খুঁজুন। আপনার Android ডিভাইসে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকলে, বেশি ও কম ট্রাফিক চলাচল করে এমন এলাকায় নেটওয়ার্ক আপনার ডিভাইস খুঁজে পেতে সাহায্য করবে। যেকোনও এলাকায় অফলাইন ডিভাইস খোঁজা।
ব্যাটারি শেষ হয়ে গেলে অথবা ডিভাইস বন্ধ থাকলে
Pixel 8 সিরিজের মতো উপযুক্ত ডিভাইসের ক্ষেত্রে, ডিভাইসের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বা সেটি বন্ধ থাকলে, ফোনটি বন্ধ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পরেও Find Hub নেটওয়ার্ক সেটি খুঁজে বের করতে পারবে।
- নেটওয়ার্ক সহ শুধু বেশি ট্রাফিক চলাচল করা এলাকায় অথবা যেকোনও এলাকায় নেটওয়ার্ক সহ বিকল্পে সেট করুন।
- ফোন বন্ধ হয়ে যাওয়ার সময় ব্লুটুথ এবং লোকেশন যেন চালু করা অবস্থায় থাকে তা নিশ্চিত করুন।
পরামর্শ: নেটওয়ার্কের ডিভাইস ব্লুটুথ ব্যবহার করে আশেপাশের আইটেম স্ক্যান করে। আপনার Android ডিভাইসে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকলে, অন্য কেউ আপনার আইটেম যখন শনাক্ত করে তখন সে নিরাপদে সেটির লোকেশন Find Hub-এ পাঠিয়ে দেয়। আশেপাশে অন্য কারও অফলাইন আইটেম শনাক্ত করা হলে, সেটি খুঁজে পেতেও আপনার Android ডিভাইস একইভাবে সাহায্য করবে। Find Hub আপনার ডেটা কীভাবে প্রসেস করে।
Android 8.0 ও এর আগের যেকোনও ভার্সনের জন্য নির্দেশাবলী
Android 8.0 ও এর আগের যেকোনও ভার্সনের জন্য- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন।
- Google
সব পরিষেবা (ট্যাব উপলভ্য থাকলে)
Find Hub বিকল্পে ট্যাপ করুন।
- সাম্প্রতিক লোকেশন স্টোর করা বিকল্পটি চালু করুন।
- “সাম্প্রতিক লোকেশন স্টোর করা” বিকল্পটি চালু করা থাকলে, আপনার অ্যাকাউন্টে এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন স্টোর করা হয় যার ফলে আপনি নিজের অফলাইন ডিভাইস ও অ্যাক্সেসরি খুঁজে পেতে পারেন।
গুরুত্বপূর্ণ: আপনি Google Play-তে কোনও ডিভাইস লুকালে, সেটি Find Hub-এ খুঁজে পাবেন না।
- https://play.google.com/library/devices লিঙ্ক খুলুন।
- উপরে বাঁদিকে, "মেনুতে দেখুন" বক্সে টিক চিহ্ন দেওয়া আছে কিনা দেখে নিন।
পরামর্শ: আপনি যদি সম্প্রতি কোনও ডিভাইস থেকে নিজের অ্যাকাউন্ট সরান বা সেটি হারিয়ে যায়, তাহলেও আপনি কিছু সময়ের জন্য Find Hub-এ ডিভাইসটি খুঁজে পেতে পারেন। Google Play থেকে ডিভাইস কীভাবে লুকাতে হয়।
- android.com/find লিঙ্ক খুলুন।
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- এই ডিভাইসে যদি একাধিক ব্যবহারকারীর প্রোফাইল থাকে, সেক্ষেত্রে মুখ্য প্রোফাইলে যে Google অ্যাকাউন্ট আছে, সেটি দিয়ে সাইন-ইন করুন। ব্যবহারকারীর প্রোফাইল সম্পর্কে আরও জানুন।
- আপনার একটির বেশি ডিভাইস থাকলে, স্ক্রিনের একদম উপরে আপনার ডিভাইস বেছে নিন।
- আপনার ডিভাইস অফলাইন থাকলে এবং আপনি যদি নিজের অফলাইন ডিভাইস খোঁজার সেটিংস চালু করে থাকেন, তাহলে সেই ডিভাইসের সেভ করা এনক্রিপ্টেড লোকেশনের ভিত্তিতে সেটি শেষবার যখন অনলাইন ছিল, Find Hub সেই লোকেশন দেখাতে পারে।
- সেরা ফলাফল পেতে, Find Hub মোবাইল অ্যাপে নেটওয়ার্কের মাধ্যমে আইটেম খুঁজুন।
- আপনার ডিভাইসগুলি ম্যানেজ করতে ও খুঁজে পেতে, Find Hub অ্যাপ
ইনস্টল করুন।
- সাইন-ইন করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আপনার ট্যাবলেটটি যদি অন্য লোকজনও ব্যবহার করেন, সেক্ষেত্রে শুধু ট্যাবলেটের মালিক এইসব সেটিংস পরিবর্তন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ: আপনি https://android.com/find লিঙ্কে গিয়ে আপনার ডিভাইস লোকেট করতে পারবেন। এছাড়া, আপনি গেস্ট মোডে নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Google Find Hub অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আপনার প্রাথমিক Android ডিভাইসটি হারিয়ে গেলে এবং রিমোট লোকেশন থেকে এটি লক করতে বা এতে সেভ করা ডেটা মুছে দিতে চাইলে, আপনাকে ২-ধাপে যাচাইকরণ চালু করতে হবে। যেহেতু ২-ধাপে যাচাইকরণের জন্য আপনার প্রাথমিক Android ডিভাইস ব্যবহার করা হতে পারে, যেমন যাচাইকরণ কোডের জন্য, তাই একটি ব্যাক-আপ কোড থাকা গুরুত্বপূর্ণ। আপনার কাছে ব্যাক-আপ কোড বা 'ফিজিক্যাল নিরাপত্তা কী' না থাকলে, নতুন সিম কার্ড অর্ডার করার জন্য আপনাকে নিজের মোবাইল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হতে পারে।
- আপনার Google অ্যাকাউন্ট-এ যান।
- নিরাপত্তা বিকল্পে ট্যাপ করুন।
- "আপনি Google-এ কীভাবে সাইন-ইন করেন" বিকল্পের মধ্যে, ২-ধাপে যাচাইকরণ বিকল্পে ট্যাপ করুন।
- ব্যাক-আপ কোড বিকল্পে ট্যাপ করুন।
ব্যাক-আপ কোড সম্পর্কে আরও জানুন।
আপনি নিজের পাসওয়ার্ড ভুলে গেলে, ডিভাইস হারিয়ে ফেললে অথবা অন্য কোনও কারণে সাইন-ইন করতে না পারলে, ব্যাক-আপ আপনাকে নিজের অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পেতে সাহায্য করবে। ব্যাক-আপ ও ২-ধাপে যাচাইকরণ সম্পর্কে আরও জানুন।
'ফিজিক্যাল নিরাপত্তা কী' হল আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতিগুলির মধ্যে একটি। আপনার 'ফিজিক্যাল নিরাপত্তা কী' নিরাপদ লোকেশনে রাখুন। আপনার প্রাথমিক Android ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে, আপনি 'ফিজিক্যাল কী' ব্যবহার করে https://android.com/find-এ সাইন-ইন করতে পারবেন। নিরাপত্তা কী বিকল্প সম্পর্কে আরও জানুন।
হেডফোন বা অন্যান্য অ্যাক্সেসরি যোগ করুন
নতুন অ্যাক্সেসরি যোগ করা- আপনার ডিভাইসে, Find Hub-এ হেডফোন যোগ করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। পেয়ার করার প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে, Find Hub-এ ব্লুটুথ ট্র্যাকার ট্যাগ অটোমেটিক যোগ করা হয়।
- অ্যাক্সেসরি যোগ করতে: যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি অ্যাক্সেসরি যোগ করতে না চাইলে: না, থাক বিকল্পে ট্যাপ করুন।
- আপনি বিজ্ঞপ্তি মিস করে গেলে, আগে কানেক্ট করা অ্যাক্সেসরি যোগ করতে নিচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুন।
- আপনার ডিভাইস খুঁজুন।
ট্র্যাকার ট্যাগ
ট্র্যাকার ট্যাগ ব্যবহার করে, আপনি চাবি, লাগেজ, বাইক এবং এরকম আরও অনেক হারানো আইটেম ট্র্যাক করতে ও খুঁজতে পারবেন। তবে পোষা প্রাণীদের ট্র্যাক করতে বা চুরি যাওয়া আইটেম খোঁজার জন্য ট্র্যাকার ট্যাগ ব্যবহার করা উচিত নয়। ট্র্যাকার ট্যাগের গ্রহণযোগ্য ব্যবহার।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন।
- কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন।
- ডিভাইস বেছে নিন।
- কানেক্ট না করা থাকলে খুঁজুন
যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।