যদি আপনার ফোন বা ট্যাবলেটে Google Play পরিষেবা ব্যবহার করা হয়, তাহলে Google সেটিংস থেকে আপনি Google অ্যাপ ও পরিষেবা ম্যানেজ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ: আপনি একটি কাস্টম Android ভার্সন ব্যবহার করছেন। আপনার ক্ষেত্রে এই ধাপগুলো কাজ না করলে, আপনার ডিভাইস নির্মাণকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।গুরুত্বপূর্ণ: এর কয়েকটি ধাপ শুধু Android 8.0 বা তার চেয়ে উন্নত ভার্সনেই কাজ করে। জানুন কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন।
Google সেটিংস খুলুন
আপনার ডিভাইসের ভিত্তিতে, এর মধ্যে থেকে যেকোনও একটি করুন:
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন, তারপর Google বিকল্পে ট্যাপ করুন।
- 'সেটিংস' অ্যাপ খুলুন।
আপনার Google সেটিংস ম্যানেজ করুন
অ্যাকাউন্ট
- আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনার পছন্দের ট্যাবে স্ক্রল করুন।
- ট্যাবে ট্যাপ করুন:
- হোম
- ব্যক্তিগত তথ্য
আপনার Google অ্যাকাউন্টের প্রাথমিক তথ্য আপডেট করুন। আপনার নাম এবং অন্যান্য তথ্য কীভাবে পরিবর্তন করবেন সেই সম্পর্কে জানুন। - ডেটা ও গোপনীয়তা
Google পরিষেবাকে আপনার জন্য আরও উপযোগী করে তুলতে পারে এমন ডেটা, অ্যাক্টিভিটি এবং পছন্দ খুঁজুন। কোন অ্যাক্টিভিটি সেভ করা হবে তা ম্যানেজ করুন। - নিরাপত্তা
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য সেটিংস ও সাজেশন ব্যবহার করুন। আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত কীভাবে রাখবেন সেই সম্পর্কে জানুন। - লোকজন ও শেয়ার করা
আপনার ইন্টার্যাকশন ও Google পরিষেবাতে দেখতে পাওয়া তথ্য ম্যানেজ করুন। শেয়ার করা তথ্য বেছে নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানুন। - পেমেন্ট ও সাবস্ক্রিপশন
আপনার পেমেন্ট পদ্ধতি, ট্রানজ্যাকশন, রেকারিং পেমেন্ট, প্রিপেড প্ল্যান ও রিজার্ভেশন দেখুন। কেনাকাটা ম্যানেজ করার পদ্ধতি সম্পর্কে জানুন।
পরিষেবা
সাজেস্ট করা ট্যাব থেকে, মূল ফিচারের টাইল খুঁজে নিতে পারবেন এবং জানতে পারবেন, নিজের Android ডিভাইস থেকে আরও সুবিধা পেতে সেগুলি কীভাবে ব্যবহার করতে হয়।
অতিরিক্ত ফিচার ব্যবহার করতে, "সব পরিষেবা" ট্যাবে যান। যেমন:
- Google অ্যাপের জন্য সেটিংস
- Google অ্যাপের জন্য সেটিংস ম্যানেজ করুন।
- কানেক্ট করা ডিভাইস ও শেয়ারিং
- অন্যান্যদের সাথে শেয়ার করা ফিচারের জন্য সেটিং ম্যানেজ করুন।
- গোপনীয়তা ও নিরাপত্তা
- পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়া সেটিং থেকে বেরিয়ে আসুন বা নিজের বিজ্ঞাপন আইডি রিসেট করুন। আপনাকে দেখানো বিজ্ঞাপন কীভাবে কন্ট্রোল করতে হয় তা জানুন। কোন অ্যাক্টিভিটি সেভ করা হবে তা ম্যানেজ করুন।
- অটোফিল ও পাসওয়ার্ড
- আপনার ঠিকানা, পেমেন্ট পদ্ধতি ও পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্যের মাধ্যমে ফর্ম অটোফিল করতে Google কোন তথ্য ব্যবহার করে তা ম্যানেজ করুন।
- ব্যাক-আপ ও ফিরিয়ে আনা
- স্টোরেজ ম্যানেজ করুন, আপনার ডিভাইসের ম্যানুয়ালি ব্যাক-আপ নিন, পরিচিতি সিঙ্ক ও রিস্টোর করুন বা কোনও আশেপাশের ডিভাইস সেট-আপ করুন।
- শিশু ও পরিবার
- আপনার ডিভাইসে অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট-আপ ও কন্ট্রোল করুন। Family Link-এর সাথে আপনার সন্তানের Google অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।
- ব্যক্তিগত ও ডিভাইস সম্পর্কিত নিরাপত্তা
- দূরবর্তী স্থান থেকে লোকেশন জানা ও হারিয়ে যাওয়া ডিভাইস এবং অপরিচিত ট্র্যাকার অ্যালার্টের জন্য সেটিংস ম্যানেজ করুন।
- ড্রাইভিং
- গাড়ি চালানোর সময় বিজ্ঞপ্তি সাইলেন্ট করুন।
- ডিভাইস নীতি
- আপনার অফিস প্রোফাইল সেট-আপ করুন।