একটি Google অ্যাকাউন্ট তৈরি করা

Google অ্যাকাউন্ট আপনাকে Google প্রোডাক্ট অ্যাক্সেস করতে দেয়। Google অ্যাকাউন্টের সাহায্যে, আপনি এগুলি করতে চান:

  • Gmail ব্যবহার করে ইমেল পাঠাতে ও পেতে পারেন
  • YouTube-এ আপনার নতুন পছন্দের ভিডিও খুঁজুন
  • Google Play থেকে অ্যাপ ডাউনলোড করুন

ধাপ ১: Google অ্যাকাউন্ট ধরন বেছে নিন

গুরুত্বপূর্ণ: যখন ব্যবসার জন্য যখন Google অ্যাকাউন্ট তৈরি করেন, তখন আপনি ব্যবসার জন্য নিজের পছন্দ সম্পর্কিত সেটিংস চালু করতে পারেন। একটি ব্যবসার অ্যাকাউন্ট তৈরি করলে Google Business Profile সেট-আপ করা সহজ হয়ে যায়, এর ফলে অনলাইনে আপনার ব্যবসা সহজেই খুঁজে পাওয়া যাবে এবং তথ্য ম্যানেজ করা যাবে।

আপনি একটি Google অ্যাকাউন্ট তৈরি করলে, আমরা কিছু ব্যক্তিগত তথ্য জানতে চাইব। সঠিক তথ্য দিয়ে, আপনি নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং আমাদের পরিষেবা আরও উপযোগী করে তুলতে সাহায্য করতে পারবেন।

পরামর্শ: আপনার Google অ্যাকাউন্ট তৈরি করার জন্য Gmail অ্যাকাউন্টের প্রয়োজন নেই। পরিবর্তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে Gmail-এর নয় এমন ইমেল আইডি ব্যবহার করতে পারবেন

  1. Google অ্যাকাউন্টের সাইন-ইন পৃষ্ঠায় যান।
  2. অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার নাম লিখুন।
  4. "ব্যবহারকারীর নাম" ফিল্ডে, একটি ব্যবহারকারীর নাম লিখুন।
  5. পাসওয়ার্ড লিখুন ও কনফার্ম করুন।
    • পরামর্শ: মোবাইলে আপনার পাসওয়ার্ড লেখার সময় প্রথম অক্ষরের ক্ষেত্রে ছোট ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য করা হয় না।
  6. পরবর্তী বোতামে ক্লিক করুন।
    • ঐচ্ছিক: আপনার অ্যাকাউন্টের জন্য একটি ফোন নম্বর যোগ করুন ও সেটি যাচাই করুন।
  7. পরবর্তী বোতামে ক্লিক করুন।

আমি যে ব্যবহারকারীর নাম চাইছি তা নেই

আপনি Google অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না যদি আপনার অনুরোধ করা ব্যবহারকারীর নামের ক্ষেত্রে এগুলি হয়:

  • আগে থেকেই ব্যবহার করা হচ্ছে।
  • আগে থেকেই রয়েছে এমন ব্যবহারকারীর নামের সাথে অনেক মিল আছে।
    • পরামর্শ: যদি example@gmail.com আগে থেকেই থাকে, তাহলে আপনি examp1e@gmail.com ব্যবহার করতে পারবেন না।
  • এমন কোনও একটি ব্যবহারকারীর নাম যা অন্য কেউ অতীতে ব্যবহারে করে পরে মুছে দিয়েছে।
  • স্প্যাম বা অপব্যবহার এড়াতে Google রিজার্ভ করে রেখেছে।

আগে থেকে আছে এমন একটি ইমেল আইডি ব্যবহার করুন

  1. Google অ্যাকাউন্টের সাইন-ইন পৃষ্ঠায় যান।
  2. অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার নাম লিখুন।
  4. পরিবর্তে, আমার বর্তমান ইমেল আইডি ব্যবহার করব বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার বর্তমান ইমেল আইডিটি লিখুন।
  6. পরবর্তী বোতামে ক্লিক করুন।
  7. আপনার বর্তমানে থাকা, ইমেলে পাঠানো কোডটি দিয়ে আপনার ইমেল আইডি যাচাই করুন।
  8. যাচাই করুন বিকল্পে ক্লিক করুন।

ধাপ ২: অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্যের সাহায্যে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

আপনি নিজের পাসওয়ার্ড ভুলে গেলে অথবা আপনার অনুমতি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলে আপডেট করা তথ্য আপনাকে নিজের অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আরও সুযোগ দেয়।

আপনার অ্যাকাউন্ট লক হওয়া থেকে এড়িয়ে চলুন

সমস্যা সমাধান করুন

আপনার আগে থেকেই Google অ্যাকাউন্ট আছে কিনা দেখে নিন

Gmail, Maps অথবা YouTube-এর মতো আপনি যেকোনও Google প্রোডাক্টে আগে সাইন-ইন করে থাকলে, আপনার আগে থেকেই Google অ্যাকাউন্ট আছে। আপনি অন্য যেকোনও Google প্রোডাক্টে সাইন-ইন করার জন্য যে ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করেছেন, সেগুলিই ব্যবহার করতে পারবেন।

আপনি সাইন ইন করেছেন কিনা মনে করতে না পারলে এবং আপনার অ্যাকাউন্ট আছে কিনা তা দেখতে, আপনার ইমেল আইডি লিখুন। আপনার ইমেল আইডির সাথে Google অ্যাকাউন্ট যুক্ত না থাকলে, আপনি একটি মেসেজ পাবেন।

আপনি আগে থেকে থাকা Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন

ইমেল বিজ্ঞপ্তি কোথায় পাঠানো হয়েছে চেক করে দেখুন

ডিফল্ট হিসেবে, অ্যাকাউন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি আপনার নতুন Gmail আইডিতে পাঠানো হয়, বা অন্য ইমেল আইডি দিয়ে সাইন-আপ করা থাকলে, Google ছাড়া অন্য ইমেলে পাঠানো হয়।

বিজ্ঞপ্তি পাওয়ার ইমেল আইডিটি পরিবর্তন করতে আপনার যোগাযোগের ইমেল আইডি এডিট করুন

পরামর্শ: এছাড়াও, আপনার কাছে আগে থেকেই আছে এমন Google ছাড়া অন্য ইমেল দিয়ে একটি Google অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

ইমেলটি আগেই ব্যবহার করা হয়ে থাকলে

কোনও নতুন অ্যাকাউন্টের জন্য এই ইমেল আইডিটি বেছে নিতে পারবেন না। এই ইমেল আইডিটি আপনার হলে, এমনও হতে পারে যে:

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7259158319056005210
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false