বিশ্বস্ত কম্পিউটার যোগ করা বা সরানো

প্রতিবার আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার সময়, ২-ধাপে যাচাইকরণ কোড লিখতে বা নিরাপত্তা 'কী' ব্যবহার করতে না চাইলে, আপনি কম্পিউটার বা মোবাইল ডিভাইসকে 'বিশ্বস্ত' হিসেবে চিহ্নিত করে রাখতে পারেন। আপনি বিশ্বস্ত কম্পিউটার ও ডিভাইস ব্যবহার করলে, প্রতিবার সাইন-ইন করার সময় আপনাকে যাচাইকরণ কোড লিখতে হবে না।

বিশ্বস্ত কম্পিউটার ও ডিভাইস যোগ করা

  1. আপনার বিশ্বস্ত কম্পিউটার বা ডিভাইসে সাইন-ইন করুন।
  2. আপনি যাচাইকরণ কোড লিখলে, এই কম্পিউটারে আবার জিজ্ঞাসা করবেন না বিকল্প বেছে নিন।

আপনার বিশ্বস্ত তালিকা থেকে কম্পিউটার ও ডিভাইস সরান

  1. আপনার Google অ্যাকাউন্ট খুলুন। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
  2. নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. "আপনার ডিভাইস" বিভাগে গিয়ে সব ডিভাইস ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. যে ডিভাইস থেকে সাইন-আউট করতে চান সেটির এবং তারপর আইকনে গিয়ে সাইন-আউট বিকল্পে ক্লিক করুন।
14999880955177422711
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false
false
false
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু