আপনার আইনি নাম ও Google অ্যাকাউন্ট

Google-এ প্রথমবার কেনাকাটা অথবা নিজের পরিচয় যাচাই করার সময় আপনি যে নাম ব্যবহার করেছেন, সেটিই আপনার আইনি নাম। তাছাড়া, নির্দিষ্ট ব্যবসার প্রোডাক্ট বা পরিষেবায় সাইন-আপ করতে আপনি যে নাম ব্যবহার করেছেন, সেটিও হতে পারে।

Google-এর আইনি নাম কেন প্রয়োজন

Google রেগুলেশন মেনে চলা, আমাদের নীতির ক্ষেত্রে স্বচ্ছতা এনফোর্স করা ও প্রতারণা প্রতিরোধের জন্য আপনার আইনি নাম ব্যবহার করে।

আইনি নাম ও ডিসপ্লে নাম

আবশ্যিক নয় যে, আপনার আইনি নাম, ডিসপ্লে নামের সাথে এক রকমের হবে। আপনার Google অ্যাকাউন্ট তৈরির সময় বেছে নেওয়া নামই হল, ডিসপ্লে নাম।

আপনার ডিসপ্লে নাম এবং প্রোফাইল ছবি বেশিরভাগ Google পরিষেবায় দেখানো হবে। যেকোনও কেউ আপনার সাথে যোগাযোগ করা বা Google পরিষেবায় আপনার তৈরি করা কন্টেন্ট দেখার সময় ডিসপ্লে নাম দেখতে পাবেন।

পরামর্শ: Google-এর কোনও প্রোডাক্ট বা পরিষেবা ব্যবহার করার জন্য আগে আপনার পরিচয় যাচাই করার প্রয়োজন হয়ে থাকলে, আপনার আইনি নাম যাচাই করা হয়েছে হিসেবে দেখা যেতে পারে।

বিভিন্ন Google পরিষেবা জুড়ে লোকজন আপনার সম্পর্কে কী দেখতে পাবেন তা কীভাবে নিয়ন্ত্রণ করবেন জানুন

কে আপনার আইনি নাম দেখতে পারবেন

আপনার আইনি নাম শুধুমাত্র এইসব জায়গায় অন্যরা দেখতে পাবেন:

  • আপনি Google Ads কিনে থাকলে সেক্ষেত্রে Ads Transparency Center-এ
  • আপনি কোনও প্রকাশ করা অ্যাপের ডেভেলপার হলে সেক্ষেত্রে Play Store-এ

আপনার আইনি নাম এডিট করা

গুরুত্বপূর্ণ: সরকারি আইডিতে উল্লেখ করা নামের মতো আপনার আইনি নাম থেকে যেন আপনার পরিচয় বোঝা যায়।

  1. myaccount.google.com-এ যান।
    • আপনার একটির বেশি Google অ্যাকাউন্ট থাকলে, নিশ্চিত করুন যে আপনি সঠিকটিতে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, ব্যক্তিগত তথ্য বিকল্পটি বেছে নিন।
  3. “প্রাথমিক তথ্য” বিকল্পে গিয়ে নাম বিকল্প বেছে নিন।
  4. নিচের দিকে, আইনি নাম এবং তারপর আইনি নাম পরিবর্তন করুন বিকল্প বেছে নিন।
  5. অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
13121091117486136496
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false
false
false