আপনার বাড়ি এবং অফিসের সেটিংস আপডেট করা

Google প্রোডাক্ট জুড়ে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে আপনার Google অ্যাকাউন্টে, বাড়ি ও অফিসের ঠিকানা ব্যবহার করতে পারেন।

আপনার Google অ্যাকাউন্টে বাড়ি ও অফিসের ঠিকানা সেট করলে, আরও প্রাসঙ্গিক ফলাফল ও দ্রুত নেভিগেশন নির্দেশিকা পাবেন। Google জুড়ে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে, আমরা আপনার ঠিকানা ব্যবহার করি। যেমন, আমরা আপনার বাড়ির কাছাকাছি সার্চ ফলাফল দেখানো, অফিসের দিকনির্দেশ এবং আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারি। যেকোনও সময়ে আপনার Google অ্যাকাউন্টে থাকা ঠিকানা সরিয়ে দিতে পারেন।

আপনার বাড়ি অথবা অফিসের ঠিকানা যোগ করুন বা পরিবর্তন করুন

  1. আপনার কম্পিউটারে, Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. স্ক্রিনের বাঁদিকে, ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. “ঠিকানা” মেনুতে বাড়ি বা অফিস বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার ঠিকানা লিখুন।
  5. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ: আপনি শুধুমাত্র বাড়ি বা অফিসের ঠিকানা অ্য়াক্সেস করতে পারেন। আপনি যদি নিজের Google অ্যাকাউন্টে কোনও ঠিকানা সর্বজনীন করতে চান তাহলে এটিকে প্রোফাইল ঠিকানা হিসেবে যোগ করুন।

আপনার বাড়ি অথবা অফিস ঠিকানা সরিয়ে দিন

  1. আপনার কম্পিউটারে, Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. স্ক্রিনের বাঁদিকে, ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. “ঠিকানা” মেনুতে বাড়ি বা অফিস বিকল্পে ক্লিক করুন।
  4. সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1533932523775376587
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false