অনলাইনে আপনার ভাবমূর্তি ম্যানেজ করা

আজকাল ওয়েবে অনেক বেশি ব্যক্তিগত তথ্য দেখা যায়। যেমন, আপনার কোনও বন্ধু সোশ্যাল নেটওয়ার্কে আপনার নাম উল্লেখ করতে পারে বা অনলাইনে ফটোয় ট্যাগ করতে পারে অথবা ব্লগ পোস্ট বা নিবন্ধে আপনার নাম থাকতে পারে।

আপনার ব্যাপারে প্রকাশিত কোনও তথ্য সার্চ করার সময় লোকজন প্রাথমিকভাবে Google Search-এ খোঁজ করেন। এখানে কিছু পদ্ধতি দেওয়া হল যার মাধ্যমে আপনি অনলাইনে নিজের ভাবমূর্তি ম্যানেজ করতে পারবেন এবং লোকজন Google-এ আপনার ব্যাপারে কিছু সার্চ করলে কী দেখতে পাবে তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা পাবেন:

১. নিজেকে সার্চ করে দেখুন

নিজের নাম Google-এ সার্চ করে দেখুন যে আপনার সম্পর্কে কী কী তথ্য দেখা যাচ্ছে।

২. Google অ্যাকাউন্ট তৈরি করুন

Google অ্যাকাউন্ট থাকলে আপনি নিজের তথ্য ম্যানেজ করতে পারবেন—যার মধ্যে বায়ো, যোগাযোগ সম্পর্কিত তথ্য এবং আপনার বিষয়ে অন্যান্য তথ্য পড়ে—যা Google পরিষেবায় লোকজন দেখতে পাবে।

৩. অবাঞ্ছিত কন্টেন্ট এবং সেই সংক্রান্ত সার্চ ফলাফল সরিয়ে ফেলুন

আপনি যদি অনলাইনে এমন কন্টেন্ট দেখতে পান—যেখানে আপনার ফোন নম্বর অথবা অপত্তিকর কোনও ফটো রয়েছে—এবং আপনি তা ওয়েব থেকে সরিয়ে দিতে চান তাহলে প্রথমে দেখে নিন, সেই কন্টেন্ট আপনি নিয়ন্ত্রণ করছেন নাকি অন্য কেউ। আপনি নিয়ন্ত্রণ করেন না এমন কোনও সাইট বা পৃষ্ঠাতে আপনার বিষয়ে অবাঞ্ছিত কন্টেন্ট থাকলে, Google থেকে ব্যক্তিগত তথ্য সরিয়ে দেওয়া সম্পর্কে আমাদের পরামর্শ অনুসরণ করতে পারেন।

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11620951317076736735
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false