আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচার কীভাবে সাহায্য করতে পারবে

 

আপনার Google অ্যাকাউন্ট আরও ভাল করে সুরক্ষিত রাখতে আমাদের নিরাপত্তা প্রযুক্তি সন্দেহজনক ইভেন্ট শনাক্ত করতে সাহায্য করে। আমরা ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষার মাধ্যমে, আপনার Google অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করেছেন এমন অ্যাপ ও পরিষেবার সাহায্য সন্দেহজনক ইভেন্ট সম্পর্কে নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করতে পারব। এইভাবে, থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবাগুলি আপনাকে অনলাইনে নিরাপদ রাখতে সন্দেহজনক ইভেন্ট শনাক্তকরণের জন্য Google-এর প্রযুক্তি ব্যবহার করতে পারে।

'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' কীভাবে কাজ করে

Google-এর থেকে কোন কোন অ্যাপ ও পরিষেবা নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায়

Google-এর থেকে নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে, কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাকে এগুলি করতে হবে:

নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হলে

আপনার Google অ্যাকাউন্টে কোনও সংবেদনশীল ইভেন্ট ঘটলে নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়। উদাহরণ হিসেবে সংবেদনশীল ইভেন্টের মধ্যে এগুলি থাকতে পারে:

  • অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া
  • অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ হয়ে যাওয়া
  • আপনার ডিভাইস বা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সাইন-আউট হয়ে যাওয়া
নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি কীভাবে ব্যবহার হয়

Google এবং এই ধরনের কাজ যেসব অ্যাপ ও পরিষেবা করে তারা নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যবহার করবে:

  • আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি আরও ভালভাবে শনাক্ত করা
  • আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য সাহায্য করতে অংশগ্রহণকারী অ্যাপ বা পরিষেবা থেকে আপনাকে সাইন-আউট করার সুবিধা দেওয়া

'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ম্যানেজ করা

কোন অ্যাপ ও পরিষেবা অংশগ্রহণ করে তা জানুন
  1. আপনার থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবার কানেকশন পৃষ্ঠাতে যান।
    • আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
  2. কোনও অ্যাপ বা পরিষেবা 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশগ্রহণ করে কিনা তা জানার জন্য ওই অ্যাপ বা পরিষেবাটি বেছে নিন।
    • অ্যাপ বা পরিষেবায় 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ব্যাজ Cross-account protection icon থাকলে বুঝতে হবে যে এটি 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশগ্রহণ করে।
অ্যাকাউন্ট অ্যাক্সেস সরিয়ে দিন

'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশগ্রহণ করে এমন কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা আপনি যদি আর ব্যবহার করতে না চান, তাহলে, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে সেটির অ্যাক্সেস সরাতে পারবেন।

থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা থেকে একবার অ্যাক্সেস সরিয়ে দিলে, অ্যাপটি:

  • কানেকশন বন্ধ হওয়ার ফাইনাল নোটিশ পায়।
  • আপনার Google অ্যাকাউন্টের জন্য আর কোনও নিরাপত্তা বিষয়ক রিপোর্ট পাবে না।

Google-এর মাধ্যমে সাইন-ইন করুন ফিচার পর্যালোচনা করুন

 

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4774632023379590904
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false