২ ধাপ যাচাইকরণ বন্ধ করা

সাইন-ইন করার জন্য পাসওয়ার্ড ও যাচাইকরণ কোড উভয় থাকার অর্থ হল, আপনার অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত রয়েছে। আপনি সুরক্ষার এই অতিরিক্ত স্তর সরিয়ে দিলে, সাইন-ইন করার সময় আপনাকে শুধু পাসওয়ার্ড দিতে বলা হবে। এর ফলে অন্য কেউ আরও সহজে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

  1. আপনার Google অ্যাকাউন্ট খুলুন।
  2. "সুরক্ষা" বিভাগে গিয়ে ২-ধাপে যাচাইকরণ বিকল্পটি বেছে নিন। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
  3. বন্ধ করুন বিকল্পটি বেছে নিন।
  4. আপনি ২-ধাপে যাচাইকরণ বন্ধ করতে চান কিনা তা নিশ্চিত করার জন্য একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। বন্ধ করুন বিকল্পটি বেছে নিন।

এই অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য যত ব্যাক-আপ কোড সেভ করে রেখেছেন তা মুছে ফেলুন।

যেসব অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আর ব্যবহার করেন না সেগুলি সরিয়ে দিন

অ্যাপ আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আপনি অ্যাপের পাসওয়ার্ড ব্যবহার করলে, ২-ধাপে যাচাইকরণ বন্ধ করার পর আপনি সমস্যার মেসেজ দেখতে পারেন। এরকম ক্ষেত্রে, আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার লিখুন।

আমাদের সাজেশন হল, আপনি অ্যাপের পাসওয়ার্ড সরিয়ে দিন:

  1. আপনার Google অ্যাকাউন্ট-এ সাইন-ইন করুন।
  2. "সুরক্ষা" বিভাগ থেকে আপনি কিভাবে Google এ সাইন ইন করুন বিকল্পটি বেছে নিন।
  3. এরপর অ্যাপ পাসওয়ার্ড বেছে নিন। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
  4. কোনও অ্যাপ্লিকেশন বা ডিভাইসের পাশে থাকা 'সরিয়ে দিন' সরান বিকল্পটি বেছে নিন।

পরের বার আপনি অ্যাপ বা ডিভাইসে সাইন-ইন করার সময় আপনাকে Google অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড লেখার প্রম্পট দেখানো হবে। কোনও অ্যাপে তৎক্ষণাৎ এটি না দেখানোর অর্থ হল, অ্যাপটির পাসওয়ার্ড সরিয়ে দেওয়ার বিষয়টি আপডেট হতে অ্যাপটিতে সম্ভবত কিছুটা সময় লাগছে।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12658355480652310631
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false