বৈধ আইডি দিয়ে নিজের পরিচয় যাচাই করিয়ে নেওয়া

আপনি আইডি দিয়ে নিজের পরিচয় যাচাই করিয়ে নেওয়া বিকল্পটি বেছে নিলে, আপনাকে অবশ্যই এগুলি নিশ্চিত করতে হবে:
  • এটি বৈধ
  • এটির মেয়াদ শেষ হয়ে যায়নি
  • আইডিতে দেখানো জন্মতারিখ এবং আপনার Google অ্যাকাউন্টে লেখা জন্মতারিখ এক হতে হবে 
  • আপনার আইডিতে কোনও তথ্য কভার করা ও 'ব্যক্তিগত' হিসেবে সেট করা আছে কিনা তা যাচাই করতে, নিচে দেওয়া তালিকা থেকে আপনার দেশ/অঞ্চল চেক করেছেন
 

দেশ/অঞ্চল ও তার প্রয়োজনীয়তা অনুসারে বৈধ আইডির তালিকা নিচে দেখানো হল:

নিচের তালিকায় দেখানো সব ধরনের আইডিতে আপনাকে অবশ্যই শনাক্তকরণ নম্বর (কেন্নিতালা) আড়াল করতে হবে:

  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • রেসিডেন্স পারমিট
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2307115280248157016
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false