সাবটাইটেল সেটিংস ম্যানেজ করুন

মালিক যেসব ভিডিওতে ক্যাপশন (সাবটাইটেল) যোগ করেছেন এবং YouTube যেসব ভিডিওতে সেটি অটোমেটিক যোগ করেছে সেগুলিতে ক্যাপশন দেখা যায়। আপনি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ক্যাপশনের ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে পারেন।

Caption settings on YouTube

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

ক্যাপশন কেমন দেখাবে এবং কোনও ভাষায় দেখাবে তা আপনি কাস্টমাইজ করতে পারবেন।

ক্যাপশন চালু বা বন্ধ করা

  1. আপনি যে ভিডিও দেখতে চান সেটিতে যান।
  2. ক্লোজড ক্যাপশন (CC) উপলভ্য হলে, ভিডিও প্লেয়ারের ঠিক নিচে আইকন দেখতে পাবেন।
  3. ক্যাপশন চালু করতে,  আইকনে ক্লিক করুন।
  4. ক্যাপশন বন্ধ করতে,  আইকনে আবার ক্লিক করুন।

ডিফল্ট সেটিং চালু অথবা বন্ধ হিসেবে রাখুন

  1. আপনার প্রোফাইল ছবিতে  ক্লিক করুন।
  2. সেটিংস  বিকল্পে ক্লিক করুন
  3. বাঁদিকের মেনু থেকে প্লেব্যাক এবং পারফর্ম্যান্স বিকল্পে ক্লিক করুন।
  4. সবসময় ক্যাপশন দেখাও বিকল্প বেছে নিন অথবা বাদ দিন।
  5. নিজে থেকে তৈরি ক্যাপশন অন্তর্ভুক্ত করুন (যখন উপলভ্য থাকবে) বিকল্পে টিকচিহ্ন দিন বা টিকচিহ্ন সরান। যেসব ভিডিওতে ক্যাপশন যোগ করা থাকে না, সেগুলির ক্ষেত্রে এই বিকল্প অটোমেটিক ক্যাপশন চালু অথবা বন্ধ করে।

ক্যাপশনের ডিফল্ট সাইজ ও স্টাইল পরিবর্তন করা

  1. ভিডিও প্লেয়ারের নিচের কোণে, সেটিংস আইকনে ক্লিক করুন।
  2. সাবটাইটেল/CC বিকল্পে ক্লিক করুন।
  3. বিকল্প-এ ক্লিক করুন।

​আপনি এগুলি কাস্টমাইজ করতে পারবেন:

  • ফন্ট, রঙ, অস্পষ্টতা এবং সাইজ।
  • ব্যাকগ্রাউন্ডের রঙ এবং অস্পষ্টতা।
  • উইন্ডোর রঙ এবং অস্পষ্টতা।
  • অক্ষরের বর্ডার স্টাইল।
মনে রাখবেন: আপনি আবার পরিবর্তন না করলে অথবা রিসেট করুন বিকল্পে ক্লিক করে ডিফল্ট ক্যাপশন ফর্ম্যাট পুনরায় বেছে না নিয়ে থাকলে, এই সেটিংস আপনার ডিফল্ট ফর্ম্যাট ক্যাপশন সেটিংস হিসেবেই থাকবে।

ট্রান্সস্ক্রিপ্টের ক্যাপশন দেখা

ক্যাপশন সহ বেশিরভাগ ভিডিওতে আপনি ট্রান্সস্ক্রিপ্টের সম্পূর্ণ ক্যাপশন দেখতে এবং ভিডিওর নির্দিষ্ট যেকোনও অংশে পৌঁছে যেতে পারবেন।

  1. ভিডিও বিবরণে গিয়ে ট্রান্সস্ক্রিপ্ট দেখুন বিকল্পে ক্লিক করুন। আপনি ভিডিও দেখার সময়, ট্রান্সক্রিপ্ট আপনাকে বর্তমান অংশের ক্যাপশনের লেখা দেখানোর জন্য স্ক্রল করবে।

  2. ক্যাপশন টেক্সটের যেকোনও লাইনে ক্লিক করুন এবং ভিডিওর সেই অংশে পৌঁছে যান।

মনে রাখবেন: কিছু ভিডিওতে আপনি ট্রান্সক্রিপ্টের উপরে সার্চ বারে নির্দিষ্ট কীওয়ার্ড টাইপ করে সার্চ করতে পারবেন।

টিভি ও গেম কনসোলে ক্যাপশন সেটিংস

যেসব টিভি, গেম কনসোল বা মিডিয়া ডিভাইসে YouTube কাজ করে সেগুলিতে ক্যাপশন সেটিংস বেছে নিতে বা পরিবর্তন করতে পারবেন।

  1. যে ভিডিওটি চলছে সেটি পজ করুন।
  2. 'ক্যাপশন' আইকনে ট্যাপ করুন।
  3. আপনি যে ভাষায় ক্যাপশন দেখতে চান সেটি বেছে নিন।
  4. ক্যাপশন স্টাইল বেছে নিন।
  5. আপনি যে সেটিংস কাস্টমাইজ করতে চান সেটি বেছে নিন। ফন্ট ও সেটি কেমনভাবে দেখানো হবে তা আপনি পরিবর্তন করতে পারেন। এছাড়াও, যে ব্যাকগ্রাউন্ড ও উইন্ডোতে ক্যাপশন দেখানো হবে সেগুলি পরিবর্তন করতে পারেন।
মনে রাখবেন: যে ভিডিও, ক্যাপশন বিকল্প অফার করে না সেটিতে  আইকন দেখানো হলেও বেছে নেওয়া যাবে না।  আইকন না দেখানোর অর্থ সেই ভিডিওর জন্য ক্যাপশন উপলভ্য নেই।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16298048807345518072
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5091529
false
false