Android এর সুইচ আক্সেসের সম্বন্ধীয়

 

'অ্যাক্সেস পাল্টান' ফিচারের সাহায্যে আপনি টাচস্ক্রিনের পরিবর্তে এক বা একাধিক সুইচ ব্যবহার করে Android ডিভাইস অ্যাক্সেস করতে পারবেন। আপনি সরাসরি ডিভাইস অ্যাক্সেস করতে না পারলে 'অ্যাক্সেস পাল্টান' ফিচারের সাহায্যে সেটি করতে পারেন।

Switch Access for Android

সুইচ এক্সেস কিভাবে কাজ করে

সুইচ এক্সেস আপনার স্ক্রিনের সব আইটেম পর্যবেক্ষণ করে প্রতি আইটেম হাইলাইট করতে থাকে যতক্ষণ আপনি একটি সিলেক্ট করেন

সুইচ এক্সেস ব্যবহার করার জন্য আপনার প্রথমে এক বা একাধিক সুইচ প্রয়োজন বিভিন্ন প্রকার সুইচ আছে

  • একটি বহিরাগত সুইচ ব্যবহার করুন: সুইচ হলো একটি যন্ত্র যা আপনার android ডিভাইসএ কীস্ট্রোক সিগন্যাল পাঠায় অনেক কোম্পানি এই ধরনের যন্ত্র বিক্রি করে যেমন AbleNet এর যন্ত্রগুলো, RJ Cooper এবং Tecla এসব যন্ত্র আপনার Android ডিভাইসকে যোগ করে USB অথবা Bluetooth এর মাধ্যমে (Google এই সমস্ত কোম্পানি কে বা তাদের প্রোডাক্টকে মান্যতা দেয়না)
  • একটি বহিরাগত কীবোর্ড ব্যবহার করুন: আপনি একটি সাধারণ USB অথবা Bluetooth কীবোর্ড কে সুইচ হিসেবে ব্যবহার করতে পারেন এক বা একাধিক key কে সিলেক্ট করে
  • আপনার Android ডিভাইস এর বাটন ব্যবহার করুন: আপনার Android ডিভাইস এর অন্তর্নির্মিত বাটন ভলিউম বাড়ানো বা কমানোর বাটনগুলি ব্যবহার করতে পারেন এই অপশনটি ডেভেলপারদের জন্য আপনি যদি এই অপশনটি ব্যবহার করছেন তাহলে পরবর্তী আর্টিকেলের প্রথম দুটি পদক্ষেপ এড়িয়ে যেতে পারেন

সুইচ এক্সেস কমিউনিটি

সুইচ এক্সেস কমিউনিটি তে যোগদান করুন যদি আপনি সুইচ এক্সেস সম্মন্ধে প্রশ্ন করতে বা সবার সাথে যোগাযোগ করতে চান

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13758368838987525040
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
717068
false
false
false
false