ব্রেইল ডিসপ্লে ব্যবহার করে টেক্সট ইনপুট করা

গুরুত্বপূর্ণ: BrailleBack-কে আর ব্রেইল ডিসপ্লের সাথে কানেক্ট করার প্রয়োজন নেই।

আপনার ব্রেইল ডিসপ্লে থাকলে, আপনি রাউটিং কী দিয়ে বা ছাড়াই টেক্সটের ফিল্ড এডিট করতে পারবেন।

একটি টেক্সটের ফিল্ড এডিট করুন

  • আপনার ডিভাইসে রাউটিং কী থাকলে, টেক্সট ফিল্ডে ফোকাস করে থাকার সময় যেকোনও একটি রাউটিং কী-তে ট্যাপ করুন।
  • আপনার ডিভাইসে রাউটিং কী না থাকলে, টেক্সট ফিল্ড চালু করতে Enter (৮ নম্বর ডট) প্রেস করুন।
  • আপনি অন্য ধরনের কোনও কীবোর্ড ব্যবহার করলে, ব্রেইল ডিসপ্লে খুলে টাইপ করতে আপনাকে অনস্ক্রিন কীবোর্ড পরিবর্তন করে “টকব্যাক ব্রেইল কীবোর্ড” বেছে নিতে হবে।

পরামর্শ: টেক্সট ফিল্ডের মধ্যে সরাতে আপনি রাউটিং কী অথবা তীরচিহ্নযুক্ত কী ব্যবহার করতে পারেন। টেক্সট ফিল্ডে আরও বিভিন্ন কীস্ট্রোক ব্যবহার করা সম্পর্কে আরও জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6717315915673500322
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false