টকব্যাক 14.2 ভার্সনে নতুন কী কী ফিচার আছে

টকব্যাক 14.2 ভার্সন ব্যবহার করার অভিজ্ঞতা এইগুলির মাধ্যমে উন্নত হয়েছে:

  • ব্যাকরণ সংক্রান্ত সংশোধন: এটি আপনাকে প্রুফরিড করতে সাহায্য করে।
  • অটোমেটিক ইমেজ ক্যাপশনিংয়ের সুবিধা: আপনার ফটোতে কী রয়েছে তা জানতে সাহায্য করে।
  • অতিরিক্ত সেটিংস: স্পিচ রেট এবং অ্যাক্সেসিবিলিটি ভলিউম পরিবর্তন করতে আপনাকে সাহায্য করে।
  • অতিরিক্ত ব্রেইল টেবিল: আপনাকে আরও অনেক ভাষা পড়তে ও লিখতে সাহায্য করে।
  • অতিরিক্ত ব্রেইল কমান্ড: পরবর্তী কীবোর্ডে যেতে এবং মিডিয়া চালাতে বা পজ করতে সাহায্য করে।

প্রুফরিডিং

পূর্ববর্তী বানান চেক করা বা টাইপো সংশোধন করার ফিচারের নাম পরিবর্তন করে প্রুফরিড রাখা হয়েছে, এছাড়া এটি আপনাকে সঠিক ব্যাকরণ এবং বানানের সাজেশন দেখিয়ে সতর্ক করে দেয়। সম্ভাব্য ভুল বানান বা ব্যাকরণ সংক্রান্ত সমস্যা চেক করতে, রিডিং কন্ট্রোল থেকে প্রুফরিড বিকল্পে সুইচ করুন।

ছবির অটোমেটিক বিবরণ

আপনি ছবির অটোমেটিক বিবরণ ফিচারের সাহায্যে ছবির জন্য অটোমেটিক বিবরণ পাবেন এবং অটোমেটিক টেক্সট ও আইকন শনাক্তকরণ সম্পর্কে তথ্য পাবেন। আপনি বিবরণের লেভেলে এই হিসেবে সেট করতে পারেন:

  • আইকন/ছবি সম্পর্কে বিবরণ দেবেন না
  • শুধুমাত্র লেবেল না করা আইকন/ছবি
  • সব আইকন/ছবি

বিবরণের লেভেল চালু ও কন্ট্রোল করতে:

  1. টকব্যাক মেনু ব্যবহার করতে, তিনটি আঙুলের সাহায্যে ট্যাপ করুন।
  2. টকব্যাক সেটিংস এবং তারপর অটোমেটিক বিবরণ বিকল্পে ট্যাপ করুন।

অতিরিক্ত স্পিচ সেটিংস

টকব্যাকের সাউন্ড ও ভাইব্রেশন সেটিংস থেকে টকব্যাকের অ্যাক্সেসিবিলিটি ভলিউম বা স্পিচ রেট কন্ট্রোল করতে পারবেন।

অ্যাক্সেসিবিলিটি ভলিউম বা স্পিচ রেট পরিবর্তন করতে:

  1. টকব্যাক মেনু ব্যবহার করতে, তিনটি আঙুলের সাহায্যে ট্যাপ করুন।
  2. টকব্যাক সেটিংস এবং তারপর সাউন্ড ও ভাইব্রেশন বিকল্পে ট্যাপ করুন।
  3. পছন্দসই স্লাইডার বেছে নিন।
    • অ্যাক্সেসিবিলিটি ভলিউম বা স্পিচ রেট বাড়াতে, একটি আঙুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করুন।
    • অ্যাক্সেসিবিলিটি ভলিউম বা স্পিচ রেট কমাতে, একটি আঙুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করুন।

নতুন ব্রেইল টেবিল

অন-স্ক্রিন ব্রেইল কীবোর্ড এবং ব্রেইল ডিসপ্লের সাথে ব্যবহার করার জন্য নিম্নলিখিত নতুন ব্রেইল টেবিল যোগ করা হয়েছে:

  • বুলগেরিয়ান 8-dot কম্পিউটার ব্রেইল
  • ক্যান্টনিজ
  • চিনা সাধারণ (চিন)
  • টোন সহ চিনা বর্তমান (চিন)
  • টোন ছাড়া চিনা বর্তমান (চিন)
  • চাইনিজ (তাইওয়ান)
  • নরওয়েজিয়ান 8-dot কম্পিউটার ব্রেইল
  • রোমানিয়ান 8-dot কম্পিউটার ব্রেইল
  • টার্কিশ 8-dot কম্পিউটার ব্রেইল

নতুন ব্রেইল কমান্ড

পরবর্তী ইনপুট পদ্ধতিতে সুইচ করতে এবং মিডিয়া চালাতে বা পজ করার জন্য সহায়তা পেতে, নিচে দেওয়া ব্রেইল ডিসপ্লেতে নতুন ব্রেইল কমান্ড ব্যবহার করুন।

  • পরবর্তী কীবোর্ডে সুইচ করুন: Space + ডট , , এবং
  • মিডিয়া চালান বা পজ করুন: Space + ডট এবং
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14268065887969241453
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false