TalkBack 12.1 এ নতুন কী আছে

টকব্যাক 12.1-এ আছে অচিহ্নিত লেখা সম্বলিত ছবিগুলোর জন্যে স্বয়ংক্রিয় ক্যাপশনের ব্যবস্থা এবং একটি নতুন উইন্ডো নেভিগেশন মোড।

উইন্ডো নেভিগেশন

উইন্ডো নেভিগেশন মোড আপনার স্ক্রিনের বিভিন্ন অংশ যেমন নোটিফিকেশন বার, মূল বিষয়বস্তু এবং কীবোর্ডের মধ্যে যাতায়াত করতে আপনাকে সাহায্য করে। 

উইন্ডো পরিবর্তন করা:

  • মাল্টি-ফিঙ্গার জেসচার থাকা ডিভাইসগুলোর জন্যে: চারটি আঙুল দিয়ে নিচের দিকে সোয়াইপ করুন। 
  • মাল্টি-ফিঙ্গার জেসচার না থাকা ডিভাইসগুলোর জন্যে: একই সঙ্গে প্রথমে উপর দিকে তারপর নিচের দিকে সোয়াইপ করুন রিডিং কন্ট্রোল পরিবর্তন করার জন্যে। এই ইঙ্গিতটির পুনরাবৃত্তি করুন যতক্ষণ না উইন্ডো নেভিগেশন মোড নির্দিষ্ট হয় তারপর নিচের দিকে একটি আঙুল দিয়ে সোয়াইপ করুন পরবর্তী উইন্ডোতে যাওয়ার জন্যে।

লেখা সম্বলিত ছবিগুলোর জন্যে স্বয়ংক্রিয় ক্যাপশন 

টকব্যাক অচিহ্নিত ছবিগুলোতে থাকা লেখাসমূহ আপনাকে পড়ে শোনায়। আপনার ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ছবি প্রসেস করে যার অর্থ হচ্ছে যে ছবিগুলো কোনো সার্ভারে পাঠানো হয়নি এবং আপনার কোনো ইন্টারনেট সংযোগ ব্যবস্থা থাকার দরকার নেই।

টকব্যাক সম্পর্কিত আরও সহায়তা পেতে, Google-এর অক্ষমতার সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
536551714009433533
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false