আপনার ইম্প্রেশন এবং ক্লিক-থ্রু-রেট চেক করা

আপনার ভিডিওর ট্রাফিক সম্পর্কে বোঝার জন্য আপনি YouTube Analytics-এর কন্টেন্ট ট্যাব (অথবা ভিডিও লেভেলে নাগাল ট্যাব) ব্যবহার করতে পারেন। আপনার ভিডিও থাম্বনেল YouTube-এ কতবার দেখানো হয়েছে এবং সেই থাম্বনেল ইম্প্রেশন কীভাবে ভিউ এবং 'দেখার সময়' হিসেবে পরিবর্তিত হয়েছে তা দেখুন। ইম্প্রেশন এবং ক্লিক-থ্রু রেট ডেটা ব্যবহার করা সংক্রান্ত পরামর্শের বিষয়ে আরও জানুন

ইম্প্রেশন এবং ক্লিক-থ্রু-রেট ডেটা দেখা

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, Analytics বিকল্প বেছে নিন।
  3. উপরের মেনু থেকে কন্টেন্ট বিকল্পে ট্যাপ করুন।

ইম্প্রেশন এবং সংশ্লিষ্ট 'দেখার সময়'

আপনি সমস্ত ট্যাব থেকে “ইম্প্রেশন এবং সংশ্লিষ্ট দেখার সময়” রিপোর্ট দেখতে পারেন। এই রিপোর্টে থাম্বনেলের ইম্প্রেশন দেখতে পাবেন যা থেকে ভিউ এবং দেখার সময়ের ভিজ্যুয়াল পাবেন। এছাড়াও, YouTube আপনার ভিডিও দর্শকদের সাজেস্ট করার ফলে কত শতাংশ ইম্প্রেশন এসেছে, আপনি তাও দেখতে পাবেন।

মনে রাখবেন: গুরুত্বপূর্ণ মেট্রিক দেখানোর কার্ড এবং "ইম্প্রেশন এবং সংশ্লিষ্ট দেখার সময়" রিপোর্টের মধ্যে আপনি কিছু পার্থক্য দেখতে পেতে পারেন। এই পার্থক্যের কারণ হল, গুরুত্বপূর্ণ মেট্রিক দেখানো কার্ডের ডেটা বেশি ঘনঘন আপডেট হয়।

ভিডিও, Shorts, লাইভ ও পোস্ট ট্যাব থেকে গুরুত্বপূর্ণ মেট্রিক দেখানোর কার্ড পাবেন যাতে আপনার ইম্প্রেশনের ওভারভিউ দেখা যাবে। এছাড়াও, এই কার্ডে আপনি ভিউ, ক্লিক-থ্রু রেট, দেখার গড় সময়সীমা, সাবস্ক্রাইবার (Shorts), লাইক (Shorts), শেয়ার (Shorts) সম্পর্কে তথ্য দেখতে পাবেন। আপনার কন্টেন্ট প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই এই ডেটা উপলভ্য হয়ে যায়।

ইম্প্রেশন কোন ক্ষেত্রে গণ্য করা হয়?

থাম্বনেল ১ সেকেন্ডের বেশি সময় ধরে দেখানো হলে এবং স্ক্রিনে থাম্বনেলের ৫০% দেখে গেলে ইম্প্রেশন গণ্য করা হয়। কোন ক্ষেত্রে ইম্প্রেশন গণ্য করা হয় নিচে সেই সংক্রান্ত বিবরণ দেখুন।

এইসব ক্ষেত্রে ইম্প্রেশন গণ্য করা হয়:

এইসব ক্ষেত্রে ইম্প্রেশন গণ্য করা হয় না:

  • কম্পিউটার, টিভি, গেম কনসোল, Android ডিভাইস, iPhone এবং iPad-এ YouTube ব্যবহার করা হলে
  • YouTube সার্চ
  • YouTube হোমপেজ (অটো-প্লে করার সুবিধা অন্তর্ভুক্ত আছে)
  • YouTube ফিড (সাবস্ক্রিপশন, ট্রেন্ডিং, ইতিহাস, পরে দেখুন)
  • ভিডিও প্লেয়ারের ডানদিকে "পরবর্তী সাজেশন" (এর মধ্যে অন্তর্ভুক্ত অটোপ্লে)
  • প্লেলিস্ট
  • এক্সটার্নাল ওয়েবসাইট এবং অ্যাপ (যেমন, YouTube ওয়েবসাইটের বাইরে দেওয়া বা এম্বেড করা লিঙ্ক)
  • YouTube মোবাইল ওয়েবসাইট
  • YouTube Kids অ্যাপ
  • YouTube Music অ্যাপ
  • ভিডিও প্লেয়ারের মধ্যে থাকা কন্টেন্ট (যেমন, কার্ডে বা এন্ডস্ক্রিনে)
  • ইমেল বা বিজ্ঞপ্তি
  • ব্যাকগ্রাউন্ড ট্যাবে প্লে হয় এমন ভিডিও (দেখা যায় না এমন ইম্প্রেশন)
  • যেসব ভিডিওর থাম্বনেল ৫০%-এর কম বা ১ সেকেন্ডের কম দেখা যায়
  • TrueView ভিডিও খুঁজে দেখার বিজ্ঞাপন

যে মেট্রিক জানতে হবে

ইম্প্রেশন রেজিস্টার করা ইম্প্রেশনের মাধ্যমে আপনার ভিডিওর থাম্বনেল YouTube-এর দর্শকদের কতবার দেখানো হয়েছে।
ইম্প্রেশনের ক্লিক-থ্রু-রেট কত ঘনঘন কোনও থাম্বনেল দেখে দর্শক ভিডিও দেখেছেন।
অনন্য দর্শক বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির মধ্যে কত জন আপনার কন্টেন্ট দেখেছেন তার আনুমানিক সংখ্যা।
ভিউ আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।
ইম্প্রেশন থেকে পাওয়া ভিউ বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির মধ্যে ইম্প্রেশন থেকে পাওয়া ভিউ।
'দেখার সময়' (ঘণ্টা) দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন।
ইম্প্রেশন থেকে পাওয়া 'দেখার সময়' বেছে নেওয়ার তারিখের ব্যাপ্তির মধ্যে ইম্প্রেশন থেকে যে 'দেখার সময়' পাওয়া গেছে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1679638993319903595
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false