YouTube-এ 'সীমাবদ্ধ মোড' চালু বা বন্ধ করা

'সীমাবদ্ধ মোড' একটি ঐচ্ছিক সেটিং যা YouTube-এ ব্যবহার করা যায়। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্ট অথবা আপনি বা আপনার ডিভাইস ব্যবহারকারী অন্যান্যরা দেখতে নাও চাইতে পারেন এমন কন্টেন্ট এই ফিচারের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া যায়। 

লাইব্রেরি, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সর্বজনীন প্রতিষ্ঠানের কম্পিউটারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর 'সীমাবদ্ধ মোড' চালু রাখতে পারে।

মনে রাখবেন: 'সীমাবদ্ধ মোড' চালু করা, বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত ভিডিওগুলোর মতো এক নয়। বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট সম্পর্কে আরও জানুন

How to turn Restricted Mode on and off

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

'সীমাবদ্ধ মোড' চালু বা বন্ধ করুন

  1. আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. স্ক্রিনের উপরে ডানদিকে প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
  3. স্ক্রিনের নিচের দিকে সীমাবদ্ধ মোড বিকল্পে ক্লিক করুন।
  4. স্ক্রিনের উপরে ডানদিকে যে বক্সটি খুলবে, সেখান থেকে 'সীমাবদ্ধ মোড' চালু অথবা বন্ধ করতে 'সীমাবদ্ধ মোড' অ্যাক্টিভেট করুন বিকল্পে ক্লিক করুন।

'সীমাবদ্ধ মোড' বন্ধ করা সংক্রান্ত সমস্যার সমাধান করুন

আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড লেখার পরও যদি 'সীমাবদ্ধ মোড' চালু থাকে, আপনি YouTube কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধের পৃষ্ঠা থেকে সেটিংস চেক করে দেখতে পারেন। এই বিধিনিষেধগুলি কোনও অ্যাডমিনিস্ট্রেটর সেট-আপ করেছে কিনা বা সেগুলি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে কিনা তা এই টুলটি দেখবে। প্রাসঙ্গিক বিধিনিষেধের পাশে একটি টিক চিহ্ন দেখাবে। আরও সহায়তার প্রয়োজন হলে, এই টুল সমস্যা সমাধানের জন্য পরবর্তী ধাপের ব্যাপারে আপনাকে গাইড করবে।

মনে রাখবেন: কিছু মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী কন্টেন্টে ফিল্টার প্রয়োগ করার সুবিধা দেয়। আপনার ডিভাইস নিজের মোবাইল নেটওয়ার্কে কানেক্ট থাকাকালীন, আপনি অ্যাক্সেস করতে পারবেন এমন ওয়েব কন্টেন্টের ধরনকে এই ফিল্টার সীমাবদ্ধ করে দেয়। নেটওয়ার্ক লেভেলে বা অ্যাকাউন্ট লেভেলে কোনও বিধিনিষেধ আছে কিনা তা YouTube কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধের পৃষ্ঠা চেক করে দেখে নিন। প্রাসঙ্গিক বিধিনিষেধের পাশে একটি টিক চিহ্ন থাকবে এবং তার নিচের টেক্সটে বিধিনিষেধের লেভেল দেখতে পাবেন। আপনার নেটওয়ার্কের ডিএনএস (DNS) চালু থাকলে এবং লেভেল হিসেবে “মডারেট” অথবা “কঠোর" সেট করে রাখা থাকলে, আপনি সম্ভবত কন্টেন্ট ফিল্টার করার বিকল্প চালু করে রেখেছেন। এই সেটিং কীভাবে ম্যানেজ অথবা বন্ধ করবেন তা জানতে আপনার মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করে দেখুন।

আপনার পরিবারের জন্য 'সীমাবদ্ধ মোড' নিয়ন্ত্রণ করুন

আপনি যদি একজন অভিভাবক হন ও Family Link অ্যাপ ব্যবহার করেন এবং আপনার সন্তান তত্ত্বাবধানে থাকা YouTube অভিজ্ঞতার উপযুক্ত না হলে আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য 'সীমাবদ্ধ মোড' চালু করতে পারেন। কীভাবে Family Link অ্যাপের সেটিংস থেকে 'সীমাবদ্ধ মোড' চালু করবেন জানুন।

Family Link-এর মাধ্যমে 'সীমাবদ্ধ মোড' চালু করলে, আপনার সন্তান সাইন-ইন করা কোনও ডিভাইসে 'সীমাবদ্ধ মোড' সেটিংস পরিবর্তন করতে পারবে না।

মনে রাখবেন: আপনার সন্তানের জন্য আপনি 'সীমাবদ্ধ মোড' সেট-আপ করতে পারবেন না যদি আপনার সন্তান:

'সীমাবদ্ধ মোড' সম্পর্কে আরও জানুন

  • কোনও কন্টেন্ট (সম্ভবত) প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কিনা তা শনাক্ত করার জন্য আমরা অনেক জিনিস বিবেচনা করি যেমন, ভিডিওর শীর্ষক, বর্ণনা, মেটাডেটা, কমিউনিটি নির্দেশিকার রিভিউ ও বয়স সংক্রান্ত বিধিনিষেধ।
  • সব ভাষাতেই 'সীমাবদ্ধ মোড' ব্যবহারের সুবিধা আছে তবে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক রীতিনীতি ও সংবেদনশীলতা আলাদা হওয়ার ফলে এর কোয়ালিটিতে তফাত হতে পারে।
  • 'সীমাবদ্ধ মোড' চালু করা থাকলে, আপনি যে ভিডিও দেখবেন, সেটির কমেন্ট দেখতে পাবেন না।
  • 'সীমাবদ্ধ মোড' ব্রাউজার বা ডিভাইস লেভেলে কাজ করে ফলে আপনি যেসব ব্রাউজার ব্যবহার করবেন তাতে এটি চালু রাখতে হবে। আপনার ব্রাউজারে অথবা ডিভাইসে যদি একাধিক প্রোফাইল খুলে রাখেন, তবে প্রতিটি প্রোফাইলে আপনাকে এটি চালু রাখতে হবে।
  • ক্রিয়েটর: আরও জানুন কীভাবে 'সীমাবদ্ধ মোড' আপনার কন্টেন্টকে প্রভাবিত করে

Assistant স্পিকার এবং স্মার্ট ডিসপ্লে

  1. মোবাইল ডিভাইসে Home অ্যাপ খুলুন।
  2. যে স্পিকার বা স্মার্ট ডিসপ্লের সেটিংস পরিবর্তন করতে চান তাতে ট্যাপ করুন।
  3. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. এরপর বিজ্ঞপ্তি ও Digital Wellbeing বিকল্পে ট্যাপ করুন।
  5. তারপর YouTube সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  6. আপনার স্মার্ট ডিসপ্লেতে 'সীমাবদ্ধ মোড' নিয়ন্ত্রণ করার দু'টি পদ্ধতি আছে:
    1. আপনি নিজের ক্ষেত্রে 'সীমাবদ্ধ মোড' চালু বা বন্ধ করতে পারেন এবং
    2. আপনি ডিভাইস ম্যানেজার হলে, অন্য সব ব্যবহারকারীদের জন্য 'সীমাবদ্ধ মোড' চালু বা বন্ধ করতে পারবেন।
মনে রাখবেন: 'সীমাবদ্ধ মোড' ডিভাইস লেভেলে সেট করা হয়। আপনার ডিভাইসে কন্টেন্ট না চললে, 'সীমাবদ্ধ মোড' সেটিংস চেক করুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1093376225305273775
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false