সাজেশন ও সার্চ ফলাফল ম্যানেজ করা

আপনার YouTube সাজেশন ও সার্চ ফলাফল পছন্দমতো পরিবর্তন করার একাধিক উপায় আছে। আপনার সেভ করা দেখার ইতিহাস থেকে নির্দিষ্ট কোনও ভিডিও এবং সার্চ ইতিহাস থেকে আগে সার্চ করা ভিডিও সরিয়ে দিতে পারবেন। তাছাড়া, আপনার দেখার ও সার্চ ইতিহাস সেভ করার বিকল্প বন্ধ করতে অথবা সেভ করা দেখার ও সার্চ ইতিহাস মুছে দিয়ে আবার নতুন করে শুরু করতেও পারবেন।

আপনি হোমপেজে ভিডিওর সাজেশন দেখতে না চাইলে, দেখার ইতিহাস মুছুন ও বন্ধ করে দিন

দেখার ইতিহাস ও সার্চ ইতিহাস

  • আপনার দেখার ইতিহাস থেকে বিশেষ কোনও ভিডিও সরিয়ে দেওয়া: আপনার পছন্দ নয় এমন কোনও বিষয়ের ভিডিও যদি সাজেশনে দেখতে পান, সেক্ষেত্রে সেই বিষয়ের উপর আপনার আগে দেখা ভিডিও সরিয়ে দিয়ে দেখতে পারেন। এর ফলে, ভবিষ্যতে এই ধরনের সাজেশন দেখতে পাওয়ার সম্ভাবনা কমতে পারে।
  • আপনার সার্চ ইতিহাস থেকে বিশেষ কোনও সার্চ সরিয়ে দেওয়া: আপনার পছন্দ নয় এমন কোনও বিষয়ের ভিডিও যদি সাজেশনে দেখতে পান, সেক্ষেত্রে সেই বিষয়ের উপর আপনার আগে করা সার্চ সরিয়ে দিয়ে দেখতে পারেন। এর ফলে, ভবিষ্যতে এই ধরনের সাজেশন দেখতে পাওয়ার সম্ভাবনা কমতে পারে।
  • ইতিহাস সেভ করার বিকল্প বন্ধ করা: ভবিষ্যতে আপনার জন্য দেখানো সাজেশন ও সার্চ ফলাফলকে পছন্দমতো পরিবর্তন করতে যদি আগে দেখা ও সার্চ করা আইটেমকে আপনি আর দেখতে না চান, তাহলে আপনার দেখার বা সার্চ ইতিহাস সেভ করার বিকল্প বন্ধ করতে পারবেন। যেমন, আপনি স্কুল প্রোজেক্টের জন্য কোনও বিষয় নিয়ে গবেষণা করলেও তার ব্যাপারে ব্যক্তিগত স্তরে আপনার কোনও আগ্রহ নেই। অধ্যয়নের কাজ শেষ হয়ে গেলে আপনার ইতিহাস সেভ করার বিকল্প আবার চালু করতে ভুলবেন না।
  • ইতিহাস মুছে দেওয়া: আপনার সেভ করা দেখার ও সার্চ ইতিহাস আর আপনার আগ্রহের সাথে প্রাসঙ্গিক না হলে, আপনি সার্চ ইতিহাস ও দেখার ইতিহাস মুছতে পারবেন। পরামর্শ: কিছু ভিডিও আবার দেখতে আপনার সেভ করা 'দেখার ইতিহাস' ব্যবহার করতে চাইলে, আবার খুঁজে পাওয়ার জন্য সেইসব ভিডিওকে একটি প্লেলিস্টে অথবা 'পরে দেখুন' তালিকায় যোগ করে রাখুন।

আপনাকে দেখানো সাজেশন আরও মনের মতো করে তুলুন

স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস বা গেম কনসোল

হোমপেজ থেকে সাজেস্ট করা কন্টেন্ট সরিয়ে দেওয়া

আপনি "আগ্রহী নই" বিকল্পটি বেছে নিয়ে স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস বা গেম কনসোলে আপনার হোমপেজ ও "এর পরে দেখুন" তালিকা থেকে সাজেস্ট করা ভিডিও সরিয়ে দিতে পারবেন:

  1. সাজেস্ট করা যে ভিডিওটি সরাতে চান সেটিতে যান।
  2. আপনার রিমোটে 'select' বোতাম প্রেস করে ধরে রাখুন।
  3. আগ্রহী নই বিকল্প বেছে নিন।
  4. ভিডিওটি কেন সরিয়ে দিতে চান তা শেয়ার করতে, কারণটি আমাদের জানান বিকল্প বেছে নিন। আপনাকে দেখানো সাজেশন কাস্টমাইজ করতে, ভিডিওটি আমি আগেই দেখেছি, ভিডিওটি আমার পছন্দ নয় অথবা সাজেশনে এই চ্যানেল দেখতে চাই না বিকল্পের মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারেন।

“আগ্রহী নই” এবং “এই চ্যানেল সাজেশনে দেখতে চাই না” সংক্রান্ত মতামত মুছে দেওয়া

“আগ্রহী নই” এবং “সাজেশনে এই চ্যানেল দেখতে চাই না” সংক্রান্ত মতামত আপনার সাজেশন টিউন করতে ব্যবহার করা হতে পারে। আপনার জমা দেওয়া “আগ্রহী নই” এবং “সাজেশনে এই চ্যানেল দেখতে চাই না” সংক্রান্ত সব মতামত মুছে দিতে কম্পিউটার, Android বা iPhone অথবা iPad ব্যবহার করে নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

আপনার করা বিভিন্ন Google অ্যাক্টিভিটি ব্যবহার করে দেখানো সাজেশন

আপনার সাজেশন, সার্চ ইতিহাস, ইন-অ্যাপ বিজ্ঞপ্তি এবং অন্যান্য জায়গায় সাজেস্ট করা ভিডিও প্রভাবিত করতে, YouTube আপনার Google অ্যাকাউন্টে করা বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে পাওয়া ডেটাও ব্যবহার করতে পারে।

myactivity.google.com থেকে আপনার অ্যাক্টিভিটি দেখতে ও তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার Google অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করা সম্পর্কে আরও জানুন।

আপনার সাজেশনে দেখানো ভিডিওর বিষয় বেছে নেওয়া

আপনি সাইন-ইন করা অবস্থায় থাকলে, আপনার সাজেশন রিফাইন করার জন্য হোমপেজে ও ভিডিও দেখার পৃষ্ঠায় বিভিন্ন বিষয় দেখতে পাবেন। এইসব বিষয় আপনার আগে থেকেই থাকা ও পছন্দমতো সাজেশনের ভিত্তিতে দেখানো হয়। এছাড়াও, আপনি যাকিছুর সাথে ইন্টার‌্যাক্ট করেন তার সাথে সম্পর্কিত কন্টেন্টের উপর ভিত্তি করে বিষয়গুলি দেখানো হয়। আপনি যে কন্টেন্ট দেখতে চান তা ঝটপট খুঁজে পেতে আপনাকে সাহায্য করার জন্য এইসব বিষয় দেখানো হয়।

আপনি যদি এমন কোনও ভিডিও খুঁজে পান যা হোমপেজে আপনার বেছে নেওয়া বিষয়ের সাথে সম্পর্কিত নয়, তাহলে "আরও"  এবং তারপরে "<topic> নয়" আইকনে ট্যাপ করে আমাদের জানান।

'বিষয়' ফিল্টারটি হোম পেজে স্ক্রিনের উপরের দিকে দেখতে পাবেন।

হোমপেজ থেকে সাজেস্ট করা কন্টেন্ট সরিয়ে দেওয়া

এই নির্দেশাবলী অনুসরণ করতে না পারলে, খুব সম্ভবত আপনি YouTube-এর পুরনো ভার্সন ব্যবহার করছেন। আপনি নতুন ব্রাউজার ব্যবহার করলে, YouTube-এর বর্তমান ভার্সনে আপডেট করুন

কম্পিউটার ব্যবহার করে, সাজেস্ট করা নিম্নলিখিত কন্টেন্ট আপনার হোমপেজ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে।

  • ভিডিও
  • চ্যানেল
  • বিভাগ
  • প্লেলিস্ট

আপনার হোমপেজ থেকে সাজেস্ট করা ভিডিও সরিয়ে দিতে:

  1. আপনি যে সাজেস্ট করা ভিডিওটি সরাতে চান তাতে বা যে বিভাগটি সরাতে চান তার জন্য X আইকনে পয়েন্ট করুন।
  2. ভিডিও বা প্লেলিস্টের নামের পাশে "আরও"  আইকনটি বেছে নিন।
  3. আপনার ফিড থেকে ভিডিও সরিয়ে দিতে আগ্রহী নই  বিকল্প বেছে নিন।
  4. ভিডিওটি কেন সরিয়ে দিতে চান তা শেয়ার করতে, কেন তা আমাদের জানান বিকল্প বেছে নিন। আপনাকে দেখানো সাজেশন কাস্টমাইজ করতে, ভিডিওটি আমি আগেই দেখেছি অথবা ভিডিওটি আমার পছন্দ নয় বিকল্পের মধ্যে থেকে যেকোনও একটি বেছে নিতে পারেন।

এছাড়াও, নির্দিষ্ট কোনও চ্যানেলের ভিডিও আপনার সাজেশনে যাতে দেখানো না হয় তা আপনি নিশ্চিত করতে পারবেন। "মেনু" বেছে নেওয়ার পরে এই চ্যানেল সাজেশনে দেখতে চাই না বিকল্পটি বেছে নিন। 

“আগ্রহী নই” এবং “এই চ্যানেল সাজেশনে দেখতে চাই না” সংক্রান্ত মতামত মুছে দেওয়া

“আগ্রহী নই” এবং “এই চ্যানেল সাজেশনে দেখতে চাই না” সংক্রান্ত মতামত আপনার সাজেশন রিফাইন করতে ব্যবহার করা হতে পরে। আপনার জমা দেওয়া “আগ্রহী নই” এবং “এই চ্যানেল সাজেশনে দেখতে চাই না” সংক্রান্ত সব মতামত মুছে দিতে:

  1. আমার অ্যাক্টিভিটি বিকল্পে যান। আপনাকে হয়ত নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।
  2. বাঁদিকের মেনু বা "আমার অ্যাক্টিভিটি" ব্যানারের নিচে অন্যান্য Google অ্যাক্টিভিটি বিকল্পটি খুঁজে নিন।
  3. "YouTube 'আগ্রহী নই' মতামত", বিকল্প বেছে নেওয়ার পরে মুছুন বিকল্পটি বেছে নিন।

দেখার ইতিহাস, সার্চ ইতিহাস এবং আপনার সাজেশন উন্নত করা সম্পর্কিত আরও তথ্যের জন্য আমাদের অন্যান্য নিবন্ধ দেখুন।

আপনার করা বিভিন্ন Google অ্যাক্টিভিটি ব্যবহার করে দেখানো সাজেশন

আপনার সাজেশন, সার্চ ইতিহাস, ইন-অ্যাপ বিজ্ঞপ্তি এবং অন্যান্য জায়গায় সাজেস্ট করা ভিডিও প্রভাবিত করতে, YouTube আপনার Google অ্যাকাউন্টে করা বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে পাওয়া ডেটাও ব্যবহার করতে পারে।

myactivity.google.com থেকে আপনার অ্যাক্টিভিটি দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার Google অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করা সম্পর্কে আরও জানুন।

পছন্দ করা ভিডিও ম্যানেজ করা

আপনার পছন্দ করা ভিডিওর উপর ভিত্তি করেও আপনাকে সাজেশন ও সার্চ ফলাফল দেখানো হয়। সাজেশন ও সার্চ ফলাফলকে নিজের পছন্দমতো পরিবর্তন করতে, আপনি পছন্দ করা ভিডিও সরিয়ে দিতে এবং সেগুলিকে 'পছন্দ' ও 'অপছন্দ' হিসেবে সেট করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2752770083885674857
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false