দর্শক কোথায় 'সাবস্ক্রাইব করুন' বিকল্পে ক্লিক করেছেন তা জানা

"সাবস্ক্রাইব করুন" বোতামে ক্লিক করার সময় আপনার সাবস্ক্রাইবার ঠিক কোন কন্টেন্ট দেখছিলেন বা কোন পৃষ্ঠায় ছিলেন তা বোঝার জন্য YouTube Analytics ব্যবহার করুন। এই তথ্য আপনাকে বুঝতে সাহায্য করবে যে দর্শককে সাবস্ক্রাইবার করে তোলার জন্য কোন কন্টেন্ট বা YouTube পৃষ্ঠা সবথেকে ভাল।

আপনার সাবস্ক্রাইবার সোর্স দেখুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, Analytics বেছে নিন।
  3. যেকোনও কার্ডে, আরও দেখুন বিকল্পে ক্লিক করুন।
  4. উপরে, সাবস্ক্রিপশন সোর্স বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: বেছে নেওয়া সময়সীমার মধ্যে আপনার ভিডিও বা চ্যানেলে পর্যাপ্ত ট্রাফিক না থাকলে, আপনি সাবস্ক্রিপশন সোর্সের ডেটা নাও দেখতে পেতে পারেন।

বিভিন্ন সাবস্ক্রাইবার সোর্স সম্বন্ধে জানুন

YouTube ভিডিও পৃষ্ঠা ভিডিও দেখার পৃষ্ঠায় 'সাবস্ক্রাইব করুন' বোতাম ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়া।
আপনার YouTube চ্যানেল আপনার চ্যানেলের হোমপেজে থাকা 'সাবস্ক্রাইব করুন' বোতাম ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়া।
অন্যান্য YouTube চ্যানেল অন্য এমন চ্যানেল থেকে সাবস্ক্রিপশন নেওয়া যেটি আপনার চ্যানেল ফিচার করে।
ইন্টার‍্যাক্টিভ ফিচার আপনার ভিডিওর ইন্টার‍্যাক্টিভ ফিচার থেকে সাবস্ক্রিপশন নেওয়া, যেমন, এন্ডস্ক্রিন বা ভিডিও ওয়াটারমার্ক।
YouTube হোম YouTube হোমপেজ থেকে সাবস্ক্রিপশন নেওয়া।
YouTube সার্চ সার্চ ফলাফল থেকে সাবস্ক্রিপশন নেওয়া। সাবস্ক্রাইব করার আগে দর্শকরা সার্চ বারে কী লিখে সার্চ করেছেন, আপনি তাও পড়তে পারবেন।
YouTube বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে নেওয়া সাবস্ক্রিপশন।
পোস্ট কমিউনিটি পোস্ট থেকে নেওয়া সাবস্ক্রিপশন।
সাবস্ক্রিপশন ফিড সাবস্ক্রিপশন ফিড থেকে পাওয়া সাবস্ক্রাইবারের সংখ্যায় হ্রাস। আপনার আপলোড ফ্রিকোয়েন্সি কীভাবে সাবস্ক্রাইবারের সংখ্যার উপর প্রভাব ফেলে, তা এই তথ্য আপনাকে বুঝতে সাহায্য করবে।
সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের তালিকা মোবাইল সাবস্ক্রিপশন তালিকা এবং কম্পিউটার সাবস্ক্রিপশন ম্যানেজার থেকে আনসাবস্ক্রাইব করে।
বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম সরিয়ে দেওয়ার ফলে সাবস্ক্রাইবারের সংখ্যায় হ্রাস।
এক্সটার্নাল ভিডিও বা YouTube ছাড়া অন্য ওয়েবসাইটগুলিতে এম্বেড করা 'সাবস্ক্রাইব করুন' বোতাম ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়া।
(শুধুমাত্র আর্টিস্ট) অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল

আপনার কোনও অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল থাকলে, সরাসরি সেই হোমপেজ থেকে নেওয়া কোনও সাবস্ক্রিপশন "আপনার YouTube চ্যানেল" সারিতে গণ্য করা হবে।

আপনার টপিক চ্যানেল বা পূর্ববর্তী চ্যানেলের হোমপেজ থেকে সাবস্ক্রিপশন নিয়েছেন, এমন সাবস্ক্রাইবারদের "অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল" সারিতে অন্তর্ভুক্ত করা হবে।

অন্যান্য অনির্দিষ্ট সোর্স থেকে নেওয়া সাবস্ক্রিপশন।

মনে রাখবেন: আপনার ভিডিও, Shorts, লাইভ স্ট্রিম, পোস্ট এবং অন্যান্য জায়গা থেকে কতজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন তার ব্রেকডাউন আপনি YouTube Analytics-এ দেখতে পারবেন। আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5467889997069761878
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false