আপনার পেমেন্ট পদ্ধতি ম্যানেজ করা

আপনার মেম্বারশিপ যাতে অ্যাক্টিভ থাকে সেই জন্য আপনি ব্যাক-আপ পেমেন্ট পদ্ধতি যোগ করতে, মুছতে বা পরিবর্তন করতে পারবেন। কাজ করে এমন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করছেন কি না ভালো করে দেখে নেবেন।

আপনার ডিফল্ট পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন

  1. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  2. মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আগে থেকে যে পেমেন্ট পদ্ধতি যোগ করা আছে সেটির পাশে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার পেমেন্ট পদ্ধতির পাশে নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করুন।
  5. আরেকটি পেমেন্ট পদ্ধতি বেছে নিন অথবা ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করুন
  6. আপনার কার্ডের নম্বর লিখুন (প্রযোজ্য হলে)।
  7. জমা দিন বিকল্পে ক্লিক করুন।

পেমেন্ট পদ্ধতি মুছুন

কোনও পেমেন্ট পদ্ধতি মুছতে, Google Pay অ্যাপে যান এবং আপনি যে পেমেন্ট পদ্ধতি মুছতে চান সেটির পাশে সরান বিকল্পে ক্লিক করুন।

ব্যাক-আপ পেমেন্ট পদ্ধতি যোগ করুন

  1. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  2. মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  3. "ব্যাক-আপ পেমেন্ট পদ্ধতি" বিকল্পের পাশে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  4. ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার কার্ড নম্বর লিখুন।
  6. জমা দিন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12297598942876251520
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false