YouTube ব্যবহারকারী হিসেবে সাহায্য পাওয়া

 YouTube সহায়তা কেন্দ্র

সব সমস্যা সমাধানের জন্য এটিই সবথেকে ভাল জায়গা, আপনি এখানে পৌঁছে গেছেন। আপনি যেকোনও YouTube পৃষ্ঠার নিচে, বাঁদিকের মেনুর নিচের দিকে অথবা support.google.com/youtube-এ 'সহায়তা' বোতাম দেখতে পাবেন।

 YouTube সহায়তা ভিডিও চ্যানেল

YouTube Viewers চ্যানেল লিঙ্কে গিয়ে আপনাকে আপ-টু-ডেট রাখে এবং আমাদের প্রোডাক্ট ব্যবহার করার বিষয়ে জানতে আপনাকে সাহায্য করে এমন ভিডিও দেখুন।

 YouTube সহায়তা কমিউনিটি

উত্তর খুঁজতে YouTube সহায়তা কমিউনিটি - TeamYouTube দ্বারা পরিচালিত লিঙ্কটি দেখুন। TeamYouTube থেকে লেটেস্ট আপডেট পেতে আপনি ফিচার করা পোস্ট দেখতে পারেন।

 @TeamYouTube Twitter হ্যান্ডেল

YouTube থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য রিয়েল-টাইম আপডেট ও সমস্যা সমাধানের ব্যাপারে পরামর্শ পেতে Twitter-এ @TeamYouTube হ্যান্ডেলের মাধ্যমে আমাদের ফলো করুন।

আমাদের টিম ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান, ফরাসি, রাশিয়ান, জাপানি, ইন্দোনেশিয়ান, আরবি এবং হিন্দি ভাষায় আপডেট শেয়ার করে এবং প্রশ্নের উত্তর দেয়।

TeamYouTube সম্পর্কে আরও জানুন।

কপিরাইট সংক্রান্ত প্রশ্ন

  • কপিরাইট ও অধিকার ম্যানেজমেন্ট: আপনি অধিকার সংক্রান্ত দাবির কারণে প্রভাবিত হলে, তথ্য পান, সমস্যার সমাধান এবং পরবর্তী পদক্ষেপের ব্যাপারে জানুন।
  • আইনি নীতি: এইসব আইনি সমস্যা কী এবং অভিযোগ কীভাবে দাখিল করতে হয় সেই বিষয়ে তথ্য পান।

নীতি সংক্রান্ত প্রশ্ন

YouTube-এর নীতি, নিরাপত্তা পদ্ধতি এবং রিপোর্ট করার টুলের বিষয়ে বুঝতে এইসব টুল ব্যবহার করুন:

মনে রাখবেন: কিছু রিসোর্স সীমিত ভাষায় উপলভ্য।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9118258810821268249
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false