YouTube-এ অনুমোদিত চার্জের বিষয়টি বোঝা

YouTube-এ কোনও ট্রায়াল বা পেড কন্টেন্টের আগাম-অর্ডারের জন্য সাইন-আপ করার পর আপনাকে নতুন কোনও চার্জ দেখানো হতে পারে। এটি আসলে ব্লক করে রাখা চার্জ।

ব্লক করে রাখা চার্জ বলতে কী বোঝায়?

আপনি কোনও কিছু কেনাকাটা করার পর, আমরা ইস্যুকারী ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে জানতে চাই যে, আপনার পেমেন্ট পদ্ধতি সঠিক কিনা ও এই কেনাকাটা করার জন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা। ট্রানজ্যাকশন প্রসেস হওয়া পর্যন্ত বা অনুমোদনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনার ব্যাঙ্ক এই টাকা নিজের কাছে গচ্ছিত রাখে। ব্লক করে রাখা টাকা আলাদা কোনও চার্জ হিসেবে গণ্য করা হয় না বা এই অনুমোদনের জন্য আপনার কাছ থেকে কোনও চার্জ নেওয়া হয় না। আপনার ব্যাঙ্ক অনুযায়ী, আপনি কেনাকাটা বা সাবস্ক্রিপশনের পেন্ডিং পেমেন্টের সাথেই ব্লক করে রাখা টাকার বিষয়টি দেখতে পেতে পারেন। আপনার ব্লক করে রাখা পেমেন্ট ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আপনার অর্ডারটি বাতিল করা হয়েছে।

আপনার ব্যাঙ্ক অনুযায়ী, ব্লক করে রাখা পেমেন্টের বিষয়টি আপনার অ্যাকাউন্টে ১-১৪ কর্মদিবস পর্যন্ত দেখানো হতে পারে। আপনি ১৪টি কর্মদিবসের পরেও পেন্ডিং ব্লক করে রাখা পেমেন্ট দেখতে পেলে আরও তথ্যের জন্য আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ব্লক করে রাখা পেমেন্টের বিভিন্ন শর্ত আলাদা হতে পারে

ডেবিট কার্ড

আপনি ডেবিট কার্ড ব্যবহার করলে, আপনার ব্লক করে রাখা পেমেন্ট অনলাইন স্টেটমেন্টে 'চার্জ' হিসেবে দেখানো হতে পারে। আপনার ব্যাঙ্ক এই চার্জ অটোমেটিক সরিয়ে নেবে।

এই ব্লক করে রাখা পেমেন্ট আপনার কার্ডে কীভাবে ম্যানেজ করা হয় সে সম্পর্কে জানতে চাইলে, বা একটি ট্রানজ্যাকশনের জন্য আপনাকে একাধিকবার চার্জ করা হলে, আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

অন্যান্য ধরনের চার্জ সম্পর্কে তথ্য জানতে চান? হঠাৎ করে কেটে নেওয়া হতে পারে এমন চার্জ সম্পর্কে আরও পড়ুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2046211013264177434
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false