সাবস্ক্রাইবার বিজ্ঞপ্তি চেক করুন

ক্রিয়েটররা অনেক সময়ই ভাবেন যে ভিডিও দেখার উপর বিজ্ঞপ্তি কী প্রভাব ফেলে। YouTube Studio-র "সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি" ও "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ড থেকে আপনি বিজ্ঞপ্তির প্রভাব সম্পর্কে জানতে পারবেন। যথেষ্ট সাবস্ক্রাইবারের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হলে এই কার্ডগুলি অটোমেটিক দেখানো হবে। YouTube-এ বিজ্ঞপ্তির বিকল্প সম্পর্কে আরও জানুন।

Were Notifications Sent to My Subscribers?

সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তির মেট্রিক্স দেখুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics বিকল্প বেছে নিন।
  3. দর্শক বিকল্প বেছে নিন।
  4. "সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি" কার্ড খুঁজে দেখুন।

সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তির মেট্রিক্স সম্পর্কে জানুন

কত শতাংশ সাবস্ক্রাইবার আপনার চ্যানেল থেকে নতুন ভিডিও আপলোড, প্রিমিয়ার ও লাইভ স্ট্রিম সহ অন্যান্য বিজ্ঞপ্তি পান সেটি "সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি" থেকে জানতে পারবেন।

আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" চালু করেছেন এমন সাবস্ক্রাইবার: কত শতাংশ সাবস্ক্রাইবার সব বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প বেছে নিয়েছেন সেটি "আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" চালু করেছেন এমন সাবস্ক্রাইবার" মেট্রিক থেকে জানা যায়।

আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" ও YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন এমন সাবস্ক্রাইবার: কত শতাংশ সাবস্ক্রাইবার সব বিজ্ঞপ্তি চালু করেছেন সেটি আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" ও YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন এমন সাবস্ক্রাইবার মেট্রিক থেকে জানা যায়। এই সাবস্ক্রাইবারদের Google অ্যাকাউন্ট ও ডিভাইসের জন্য বিজ্ঞপ্তিও চালু করা থাকে।

কোনও সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি চালু করলেও, তার অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাপের জন্য YouTube বিজ্ঞপ্তি বন্ধ করে দিলে এই মেট্রিকের জন্য সেটি গণনা করা হবে না। "YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন" এমন সাবস্ক্রাইবাররা সাইন-ইন করে থাকেন এবং কমপক্ষে একটি ডিভাইসে বিজ্ঞপ্তি পেতে পারেন। এই সাবস্ক্রাইবাররা নিম্নলিখিত যেকোনও একটি পদ্ধতিতে অ্যাকাউন্ট বিজ্ঞপ্তি চালু করেছেন:

  • কম্পিউটারে, সেটিংস এবং তারপর বিজ্ঞপ্তি এবং তারপর চ্যানেল সাবস্ক্রিপশন বিকল্পের অধীনে অথবা
  • মোবাইলে, সেটিংস এবং তারপর বিজ্ঞপ্তি এবং তারপর সাবস্ক্রিপশন বিকল্পের অধীনে

এবং কমপক্ষে একটি ডিভাইসে YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন:

  • কম্পিউটারে, সেটিংস এবং তারপর বিজ্ঞপ্তি এবং তারপর কম্পিউটারে বিজ্ঞপ্তি বিকল্প চালু করুন
  • মোবাইল ডিভাইসের সেটিংসে YouTube অ্যাপ বিজ্ঞপ্তি চালু আছে কিনা দেখুন

বেল বিজ্ঞপ্তি পাঠানোর মেট্রিক্স দেখুন

আপনার যথেষ্ট সাবস্ক্রাইবার থাকলে, YouTube Analytics-এর দর্শকদের কাছে পৌঁছান ট্যাবে অটোমেটিক "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ড দেখানো হবে। প্রতিটি ভিডিওর জন্য এই কার্ড দেখানো হবে।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. ভিডিওর শীর্ষক বা থাম্বনেলে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনু থেকে Analytics এবং তারপর দর্শকদের কাছে পৌঁছান বিকল্প বেছে নিন।
  5. "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ড খুঁজে দেখুন।

বেল বিজ্ঞপ্তি পাঠানোর মেট্রিক্স সম্পর্কে জানুন

  • বেল বিজ্ঞপ্তি পাঠানো: যেসব সাবস্ক্রাইবার আপনার চ্যানেল থেকে সব বিজ্ঞপ্তি পান এবং অ্যাকাউন্ট ও ডিভাইসের জন্য YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন তাদের পাঠানো বেল বিজ্ঞপ্তির সংখ্যা।
  • বিজ্ঞপ্তি সিটিআর (ক্লিক-থ্রু রেট): আপনার ভিডিও সম্পর্কে বেল বিজ্ঞপ্তি পাওয়ার পরে কত শতাংশ দর্শক সেটিতে ক্লিক করেছেন।
  • বেল বিজ্ঞপ্তি থেকে ভিউ: বেল বিজ্ঞপ্তিতে ক্লিক করে সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখেছেন এমন দর্শকের থেকে পাওয়া ভিউ। কোনও দর্শক বেল বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি না দেখে পরে দেখলে সেটি এই সংখ্যা গণনা করার কাজে ব্যবহার করা হবে না। দর্শকদের কাছে পৌঁছানো সংক্রান্ত রিপোর্ট থেকে আপনি অ্যাপ বিজ্ঞপ্তি বনাম ইমেল আপডেট থেকে পাওয়া ভিউয়ের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।

সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

"আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" চালু করেছেন" কথাটির মানে কী?

দর্শকদের বিভিন্ন ধরনের YouTube বিজ্ঞপ্তি বুঝতে সাহায্য করার জন্য আলাদা আলাদা ভার্সনের বেল আছে:

  •  সব: দৈনিক সীমা অতিক্রম করে যায় এমন বিজ্ঞপ্তি বাদ দিয়ে সাবস্ক্রাইবারদের আপনার চ্যানেল থেকে সব বিজ্ঞপ্তি পাঠানো হবে।
  • পছন্দ অনুযায়ী: আপনার চ্যানেল থেকে বিজ্ঞপ্তির কাস্টমাইজ করা সাবসেট সাবস্ক্রাইবারদের পাঠানো হবে।
  • একটিও নয়: সাবস্ক্রাইবাররা ডিভাইস সেটিংসের জন্য আপনার চ্যানেল থেকে বিজ্ঞপ্তি না পেলে, তাদের এই বেল ভার্সন দেখানো হবে।

যেসব সাবস্ক্রাইবার পছন্দ অনুযায়ী বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প বেছে নিয়েছেন অথবা 'সাবস্ক্রিপশন ম্যানেজার' বা 'চ্যানেল সেটিংস' থেকে আপনার চ্যানেলের জন্য বিজ্ঞপ্তি বন্ধ করে দিয়েছেন, তাদের "আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" চালু করেছেন এমন সাবস্ক্রাইবার" মেট্রিকে যোগ করা হয় না। বিজ্ঞপ্তির উপর প্রভাব ফেলে এমন সেটিংস সম্পর্কে আরও জানুন।

দর্শকরা যাতে আমার চ্যানেলের সব বিজ্ঞপ্তিতে সাবস্ক্রাইব করেন তা আমি কীভাবে নিশ্চিত করব?

কিছু দর্শক তাদের সাবস্ক্রাইব করা প্রতিটি চ্যানেলের সব বিজ্ঞপ্তি পেতে চাইবেন না। সব বিজ্ঞপ্তি পাঠানো হলে, তাদের কাছে সেটি বাড়াবাড়ি বলে মনে হতে পারে এবং তারা বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প একেবারেই বন্ধ করে দিতে পারেন।

আপনার সাবস্ক্রাইবারদের বিজ্ঞপ্তির লেভেল বেছে নেওয়ার সুযোগ দিন। সব বিজ্ঞপ্তি পেতে চান এমন কোনও সাবস্ক্রাইবারের সেগুলি পেতে অসুবিধা হলে তাকে বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্যার সমাধানকারী লিঙ্কটি পাঠিয়ে দিন।

আমি "YouTube-এ সাধারণত" রেঞ্জের নিচে আছি। সেটি কী খারাপ?

আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" চালু করেছেন এমন সাবস্ক্রাইবার

অনেক চ্যানেল এই রেঞ্জে না পড়লেও সেগুলি ভাল পারফর্ম করে। ভিউ (যেমন পরের ভিডিও, হোম বা সার্চ) পাওয়ার জন্য বিভিন্ন ট্রাফিক উৎসের মধ্যে একটি হল বিজ্ঞপ্তি। বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা উৎস থেকে আসা ট্রাফিকের শতাংশে পার্থক্য দেখাবে।

কোনও সাবস্ক্রাইবার সব চ্যানেলে থেকে সবসময় সব বিজ্ঞপ্তি পেতে চান কিনা সেটি একাধিক বিষয়ের উপর নির্ভর করে। কোনও সাবস্ক্রাইবারের বিজ্ঞপ্তি পাওয়ার ব্যাপারে পছন্দ কত ঘন ঘন ভিডিও আপলোড করা হয়, ভিডিওর বিষয়বস্তু বা অন্যান্য চ্যানেল সাবস্ক্রিপশনের মতো একাধিক বিষয়ের উপর নির্ভর করতে পারে।

আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" ও YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন এমন সাবস্ক্রাইবার

আপনার চ্যানেলের জন্য সব বিজ্ঞপ্তি চালু করেছেন এমন সাবস্ক্রাইবারের সংখ্যা সাধারণ রেঞ্জের মধ্যে থাকলে, কিন্তু বিজ্ঞপ্তি চালু থাকার রেঞ্জের চেয়ে কম থাকলে দর্শকদের বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্যার সমাধানকারী ব্যবহার করার কথা বলতে পারেন। এই সাবস্ক্রাইবাররা বেল রিং করে সব বিজ্ঞপ্তি পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তারা হয়ত জানেন না যে তারা সব বিজ্ঞপ্তি পাচ্ছেন না।

আগের সময়সীমার জন্য আমি কি আমার সাবস্ক্রাইবার বিজ্ঞপ্তির মেট্রিক্স দেখতে পাব?

সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি কার্ডে শুধু বর্তমান মেট্রিক্স দেখানো হয়। পুরনো মান দেখানো হয় না।

নতুন সাবস্ক্রাইবার পেলেই আমার সাবস্ক্রাইবার মেট্রিক্স কি সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে?

সাবস্ক্রাইবার মেট্রিক্স প্রতিদিন আপডেট করা হয়, কিন্তু সেটিতে ২ দিনের পুরনো ডেটা দেখানো হয়। আপনি সোমবার নতুন ভিডিও পোস্ট করে সাবস্ক্রাইবার পেলে, সেটি বুধবার মেট্রিক্সে দেখানো হবে।

বেল বিজ্ঞপ্তি পাঠানো সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমি কীভাবে "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ড ব্যবহার করব?

"বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" ও "সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি" কার্ড একইসাথে কাজ করে:
  • আপনার চ্যানেল থেকে সব বিজ্ঞপ্তি পাওয়ার জন্য কতজন সাবস্ক্রাইবার বেল  আইকনে ক্লিক করেছেন সেটি "সাবস্ক্রাইবার বেল বিজ্ঞপ্তি" কার্ডে দেখানো হয়। ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের উপর নির্ভর করে সেই সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন বিজ্ঞপ্তি পাওয়ার ব্যাপারে উপযুক্ত সেটিও এই কার্ডে দেখানো হয়।
  • কতজন দর্শক আপনার বেল বিজ্ঞপ্তি পেয়েছেন, সেটিতে ক্লিক করেছেন ও ভিডিও দেখেছেন তা "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ডে দেখানো হয়। এছাড়াও, আপনার ভিডিও প্রকাশ করার সময় বেল বিজ্ঞপ্তি পাওয়ার জন্য উপযুক্ত সাবস্ক্রাইবার সংখ্যা এই কার্ডে দেখানো হয়।

আমার বিজ্ঞপ্তি সিটিআর ও থাম্বনেল সিটিআর-এর মধ্যে পার্থক্য কী?

কতজন দর্শক আপনার বেল বিজ্ঞপ্তি দেখে সেটিতে ক্লিক করেছেন তা বিজ্ঞপ্তি সিটিআর থেকে জানা যায়। কতজন দর্শক YouTube-এ আপনার ভিডিওর থাম্বনেল দেখে সেটিতে ক্লিক করেছেন তা থাম্বনেল সিটিআর থেকে জানা যায়। ইম্প্রেশন ও সিটিআর সম্পর্কে আরও জানুন।

আমার বিজ্ঞপ্তি সিটিআর কেন ইম্প্রেশন সিটিআর-এর চেয়ে কম?

বিজ্ঞপ্তি সিটিআর সাধারণত ইম্প্রেশন সিটিআর-এর চেয়ে কম হয়।
লোকজন সারাদিন বিজ্ঞপ্তি পেলেও সঙ্গে সঙ্গে ভিডিও নাও দেখতে পারেন। তারা হয়ত অফিসে আছেন বা রান্না করছেন। YouTube-এ অ্যাক্টিভিটির উপর নির্ভর করে ইম্প্রেশন সিটিআর নির্ধারণ করা হয়। দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যস্ত দর্শকদের পরিবর্তে YouTube-এ কিছু দেখার জন্য সক্রিয়ভাবে খোঁজাখুঁজি করছেন এমন দর্শকদের আচরণ এর থেকে বোঝা যায়।
কেন সব বিজ্ঞপ্তি পাঠানো হয়নি?
সাধারণত এই কারণগুলির জন্য "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" মেট্রিক ১০০%-এর চেয়ে কম হতে পারে:
  • ২৪ ঘণ্টায় সর্বাধিক যে ৩টি বিজ্ঞপ্তি পাঠানো যায় সেগুলি আপনার চ্যানেল আগেই পাঠিয়ে দিয়েছে।
  • খুব কম সময়ের মধ্যেই আপনি ৩টির বেশি ভিডিও প্রকাশ করেছেন।
  • গত ২৪ ঘণ্টায় আপনার সাবস্ক্রাইবারের সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আরও জানুন
  • সব বিজ্ঞপ্তি পাঠানোর আগে আপনি ভিডিওর গোপনীয়তার সেটিংসে পরিবর্তন করেছেন।
  • আপনি এই ভিডিওর জন্য বিজ্ঞপ্তি পাঠাননি
সাবস্ক্রাইবারের সংখ্যায় পরিবর্তন হলে, বেল বিজ্ঞপ্তি পাঠানোর শতাংশের উপরে তা কীভাবে প্রভাব ফেলে?
সাবস্ক্রাইবারের সংখ্যায় প্রায়শই পরিবর্তন হতে পারে। কোনও কারণে ভিডিও প্রকাশ করা ঠিক আগেই আপনার সাবস্ক্রাইবারের সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন হলে, ১০০%-এর চেয়ে কম বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে দেখানো হতে পারে।
এই ধরনের পরিস্থিতি তৈরি হলে, আমরা উপযুক্ত সব সাবস্ক্রাইবারকে বিজ্ঞপ্তি পাঠানো সত্ত্বেও রিপোর্টিংয়ে বিলম্ব হওয়ার ফলে কার্ডে ১০০%-এর চেয়ে কম দেখানো হতে পারে।

আমার বিজ্ঞপ্তি সিটিআর "YouTube-এ সাধারণত" রেঞ্জের নিচে রয়েছে। সেটি কী খারাপ?

কোনও সাবস্ক্রাইবার বিজ্ঞপ্তি ক্লিক করবেন কিনা সেটি একাধিক বিষয়ের উপর নির্ভর করে। দর্শকরা কখন বিজ্ঞপ্তি পেয়েছেন, কী করছেন ইত্যাদির উপর নির্ভর করে কোনও বিজ্ঞপ্তিতে ক্লিক নাও করতে পারেন।
অনেক চ্যানেল এই রেঞ্জে না পড়লেও সেগুলি ভাল পারফর্ম করে। ভিউ পাওয়ার জন্য বিভিন্ন ট্রাফিক উৎসের একটি হল বিজ্ঞপ্তি। অন্যান্য উৎসের মধ্যে হোম, সার্চ, পরের ভিডিও, এক্সটার্নাল উৎস ও সাবস্ক্রিপশন ফিড পড়ে। বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা উৎস থেকে আসা ট্রাফিকের শতাংশে পার্থক্য দেখা যায়।

আমি কী আগের সময়সীমার জন্য "বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ড দেখতে পারি?

"বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে" কার্ডের জন্য ঐতিহাসিক মান দেখানো হয় না। YouTube Analytics-এ তারিখের রেঞ্জে পরিবর্তন করলেও, কার্ডে প্রদর্শিত ডেটায় কোনও পরিবর্তন হয় না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5327090811992708705
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false