আপনার YouTube দর্শকদের সম্পর্কে জানুন

YouTube Analytics-এর দর্শক ট্যাব থেকে, কারা আপনার YouTube ভিডিও দেখছেন এবং তাদের ডেমোগ্রাফির বিবরণ এক নজরে জেনে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ মেট্রিক কার্ডে থেকে ফিরে আসা দর্শক ও নতুন দর্শক, অনন্য দর্শক এবং সাবস্ক্রাইবারে​LINK 3র সংখ্যা দেখতে পাবেন।

মনে রাখবেন: ভৌগলিক তথ্য, ট্রাফিক সোর্স বা লিঙ্গগত পরিচয়ের মতো কিছু ডেটা শুধু YouTube Analytics-এ সীমিতভাবে উপলভ্য হতে পারে

আপনার YouTube দর্শক রিপোর্ট দেখুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics বিকল্প বেছে নিন।
  3. উপরের মেনু থেকে, দর্শক বিকল্প বেছে নিন।

যেসব ভিডিওর জন্য আপনার দর্শক সংখ্যা বাড়ছে

এই রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন যে গত ৯০ দিনে কোন কোন ভিডিওর জন্য আপনার দর্শক সংখ্যা বাড়ছে। আপনার নতুন দর্শকদের ব্যাপারে জানতে আপনি এটি ব্যবহার করতে পারেন।

আপনার দর্শক কখন YouTube দেখেন

এই রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন যে গত ২৮ দিনে দর্শকরা YouTube জুড়ে কখন অনলাইন ছিলেন। নিজের কমিউনিটি গড়ে তোলার ব্যাপারে সাহায্য নিতে, কোনও ভিডিওর প্রিমিয়ার কখন শিডিউল করা উচিত তা বুঝতে অথবা আপনার পরবর্তী লাইভ স্ট্রিমের পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করতে পারবেন।

সাবস্ক্রাইবারের জন্য বেল বিজ্ঞপ্তি

কত শতাংশ সাবস্ক্রাইবার আপনার চ্যানেল থেকে বেল বিজ্ঞপ্তি পান তা আপনি এই রিপোর্ট থেকে জানতে পারবেন। সাবস্ক্রাইবারের জন্য বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানুন।

সাবস্ক্রাইবারদের দেখার সময়

সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার নয় এমন দর্শকদের থেকে আপনার দেখার সময়ের কত শতাংশ আসে তা এই রিপোর্ট দেখে জানতে পারবেন।

আপনার দর্শক যেসব কন্টেন্ট দেখেন

দর্শকরা গত ৭ দিনে আপনার চ্যানেলের বাইরে কোন কোন ভিডিও, Shorts, লাইভ স্ট্রিম ও পডকাস্ট দেখেছেন তা এই রিপোর্টে দেখতে পাবেন। নতুন ভিডিও ও সেটির নাম দেওয়ার জন্য বিষয় খুঁজতে এই তথ্য ব্যবহার করতে পারবেন। এছাড়া, থাম্বনেলের আইডিয়া এবং অন্য ক্রিয়েটরের সাথে যৌথভাবে কাজ করার সুযোগের ক্ষেত্রেও এই তথ্য ব্যবহার করা যেতে পারে। আপনার অফিশিয়াল আর্টিস্ট চ্যানেল থাকলে এমন ভিডিও দেখতে পাবেন না যেখানে আপনিই প্রাথমিক শিল্পী। ভিডিওটি আপনার অফিশিয়াল আর্টিস্ট চ্যানেলের বাইরের হলেও তা দেখতে পাবেন না।

আপনার দর্শক যেসব চ্যানেল দেখেন

এই রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন যে দর্শকরা গত ২৮ দিনে আপনার চ্যানেলের বাইরে কোন কোন চ্যানেল নিয়মিত দেখেছেন। আপনার দর্শকরা কোন কোন চ্যানেল দেখতে পছন্দ করেন তা জানতে এবং অন্য ক্রিয়েটরের সাথে কোলাবরেশনের জন্য এই তথ্য ব্যবহার করতে পারবেন।

নতুন এবং ফিরে আসা ব্যবহারকারী

ফর্ম্যাট অনুযায়ী এই রিপোর্টে আপনার চ্যানেলের নতুন এবং ফিরে আসা দর্শকের সংখ্যা দেখায়। এটি ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে কোন ফর্ম্যাট নতুন দর্শকদেরকে বেশি বেশি আকর্ষণ করে। এছাড়াও, এর মাধ্যমে আপনি এটিও বুঝতে পারবেন যে কোন ফর্ম্যাট ব্যবহার করলে দর্শকরা আবার ফিরে আসেন।

ভূগোল

কোন ভৌগলিক অঞ্চল থেকে আপনার চ্যানেল সবচেয়ে বেশিক্ষণ দেখা হয়েছে তা এই রিপোর্ট থেকে জানতে পারবেন।

বয়স ও লিঙ্গগত পরিচয়

কোন বয়সের দর্শক আপনার চ্যানেল সবথেকে বেশি দেখছেন এবং আপনার দর্শকদের লিঙ্গগত পরিচয় সম্পর্কে আপনি এই রিপোর্ট থেকে জানতে পারবেন।

সাবটাইটেল/ক্লোজড ক্যাপশনের সেরা ভাষা

এই রিপোর্টে আপনি সাবটাইটেলের ভাষা অনুযায়ী চ্যানেলের দর্শকদের দেখতে পাবেন।

কারা আপনার দর্শক এবং তারা কী দেখছেন সেই সম্পর্কিত পরামর্শ পান।

যে মেট্রিক জানতে হবে

রিটার্নিং দর্শক যেসব দর্শক ইতিমধ্যেই আপনার চ্যানেল দেখেছেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবার আপনার চ্যানেল দেখতে ফিরে এসেছেন।
নতুন দর্শক বেছে নেওয়া সময়সীমার মধ্যে যতজন দর্শক প্রথমবারের জন্য আপনার চ্যানেল দেখেছেন। যারা ব্যক্তিগত ব্রাউজার থেকে দেখেছেন, নিজেদের দেখার ইতিহাস মুছে দিয়েছেন অথবা যারা আপনার চ্যানেল এক বছরেরও বেশি দেখেননি তাদের নতুন দর্শক হিসেবে বিবেচনা করা হয়।
অনন্য দর্শক বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির মধ্যে কত জন আপনার কন্টেন্ট দেখেছেন তার আনুমানিক সংখ্যা।
সাবস্ক্রাইবার যতজন দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন।
দেখার সময় (ঘণ্টা) দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন।
ভিউ আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।
দর্শক পিছু গড় ভিউ এই সময়ের মধ্যে কোনও দর্শক এই নির্দিষ্ট ভিডিওটি গড়ে যতবার দেখেছেন।
দেখার গড় শতাংশ ভিউ প্রতি দর্শক আপনার কোনও নির্দিষ্ট ভিডিও গড়ে যত শতাংশ দেখেন।
দেখার গড় সময়সীমা বেছে নেওয়া ভিডিও এবং তারিখের ব্যাপ্তির জন্য, ভিউ প্রতি দেখার আনুমানিক গড় সময়সীমা।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14166862442911813535
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false