আপনার ভিডিও কত বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে তা বোঝা

দর্শকরা কীভাবে আপনার কন্টেন্ট খুঁজে পাচ্ছে তা আপনি YouTube Analytics-এর ভিডিও লেভেলে দর্শকের কাছে পৌঁছান ট্যাব ব্যবহার করে দেখে নিতে পারেন। গুরুত্বপূর্ণ মেট্রিক দেখানোর কার্ডে আপনার ইম্প্রেশন, ইম্প্রেশন ক্লিক-থ্রু-রেট, ভিউ এবং অনন্য দর্শকদের সম্পর্কে তথ্য দেখতে পাবেন। মনে রাখবেন: কিছু রিপোর্ট মোবাইল ডিভাইসে উপলভ্য নাও হতে পারে।

'কতজন দর্শক দেখেছেন', রিপোর্টটি দেখুন

YouTube Android অ্যাপ

  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবি এবং তারপর আপনার চ্যানেল বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার চ্যানেল পারফর্ম্যান্সের সংক্ষিপ্ত ওভারভিউ পেতে মাঝের মেনু থেকে Analytics বিকল্পে ট্যাপ করুন।

Android-এর জন্য YouTube Studio অ্যাপ

  1. YouTube Studio অ্যাপ খুলুন।
  2. নিচের মেনু থেকে কন্টেন্ট বিকল্পে ট্যাপ করুন
  3. যে ভিডিওর ডেটা দেখতে চান সেটি বেছে নিন।
  4. Analytics বিভাগ থেকে আরও দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  5. উপরের মেনু থেকে কতজন দর্শক দেখেছেন ট্যাবে ট্যাপ করুন।

ট্রাফিক সোর্সের ধরন

দর্শকরা YouTube এবং এক্সটার্নাল সোর্সে আপনার কন্টেন্ট কীভাবে খুঁজে পাবে তা ট্রাফিক সোর্সের ধরন সংক্রান্ত রিপোর্টে দেখতে পাবেন।

এক্সটার্নাল

এক্সটার্নাল রিপোর্ট আপনাকে সেই সব নির্দিষ্ট ওয়েবসাইট এবং অ্যাপ দেখায় যেখানে দর্শকরা আপনার কন্টেন্ট খুঁজে পাবেন।

সাজেস্ট করা ভিডিও

সাজেস্ট করা ভিডিও সংক্রান্ত রিপোর্ট আপনাকে দেখায় যে দর্শকরা সাজেশন থেকে কোন ভিডিও দেখেছেন।

ইম্প্রেশন এবং সংশ্লিষ্ট 'দেখার সময়'

থাম্বনেল ইম্প্রেশন থেকে কতজন দর্শক আপনার ভিডিও কতক্ষণ ধরে দেখেছেন সেই সংক্রান্ত তথ্য ইম্প্রেশন এবং সংশ্লিষ্ট দেখার সময় রিপোর্ট ভিজ্যুয়ালের আকারে তুলে ধরে। ইম্প্রেশন এবং সিটিআর ডেটা ব্যবহার করা সংক্রান্ত আরও পরামর্শের বিষয়ে আরও জানুন।

প্লেলিস্ট

কোন প্লেলিস্ট আপনার কন্টেন্টে ট্রাফিক নিয়ে এসেছে, প্লেলিস্ট সংক্রান্ত রিপোর্ট তা আপনাকে দেখায়।

YouTube সার্চ

আপনার কন্টেন্ট খোঁজার সময় দর্শকরা কী লিখে সার্চ করেছেন, YouTube সার্চ আপনাকে তা দেখায়।

ট্রাফিক সোর্সের ধরন সম্বন্ধে জানুন

YouTube-এর মধ্যে থেকে বা এক্সটার্নাল সোর্স থেকে আপনার ভিডিওতে ট্রাফিক আসতে পারে। আপনি "ট্রাফিক সোর্সের ধরন" কার্ডে দুটিই দেখতে পাবেন।

YouTube-এর মধ্যে থেকে আসা ট্রাফিক
ফিচার ব্রাউজ করুন হোম, সাবস্ক্রিপশন, পরে দেখুন, ট্রেন্ডিং, এক্সপ্লোর করুন এবং অন্যান্য ব্রাউজিং ফিচার থেকে আসা ট্রাফিক।
চ্যানেল পৃষ্ঠা আপনার বা অন্যান্য YouTube চ্যানেল থেকে আসা ট্রাফিক।
ক্যাম্পেন কার্ড কন্টেন্টের মালিকের ক্যাম্পেন কার্ড থেকে আসা ট্রাফিক।
এন্ডস্ক্রিন ক্রিয়েটরের এন্ডস্ক্রিন থেকে আসা ট্রাফিক।
Shorts Shorts-এর 'ভার্টিকাল ভিউ' দেখার সুবিধা থেকে আসা ট্রাফিক।
বিজ্ঞপ্তি আপনার সাবস্ক্রাইবারদের পাঠানো বিজ্ঞপ্তি এবং ইমেল থেকে আসা ট্রাফিক।
  বেল আইকনে ক্লিক করেছেন এমন সাবস্ক্রাইবারদের পাঠানো বিজ্ঞপ্তি যে সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলের জন্য "সব বিজ্ঞপ্তি" এবং ডিভাইসে YouTube বিজ্ঞপ্তি চালু করেছেন, তাদের পাঠানো বিজ্ঞপ্তি থেকে আসা ট্রাফিক।
  অন্যান্য অ্যাপের বিজ্ঞপ্তি পছন্দমতো বিজ্ঞপ্তি, ইমেল বিজ্ঞপ্তি, ইনবক্স এবং ডাইজেস্ট থেকে আসা ট্রাফিক।
YouTube-এর অন্যান্য ফিচার YouTube-এর মধ্যে থেকে আসা এমন ট্রাফিক যা অন্য কোনও বিভাগের মধ্যে পড়ে না।
প্লেলিস্ট

আপনার যেকোনও ভিডিও যুক্ত আছে এমন প্লেলিস্ট থেকে আসা ট্রাফিক। এইসব প্লেলিস্ট আপনার বা অন্য কোনও ক্রিয়েটরের প্লেলিস্ট হতে পারে। ট্রাফিকের মধ্যে ব্যবহারকারীর "পছন্দ করা ভিডিও" এবং "পছন্দসই ভিডিও" প্লেলিস্ট অন্তর্ভুক্ত।

আপনার ভিডিওতে যে নির্দিষ্ট প্লেলিস্ট ট্রাফিক নিয়ে এসেছে তা 'দর্শকের কাছে পৌঁছান' ট্যাবের "ট্রাফিক সোর্স: প্লেলিস্ট" কার্ডে আপনি দেখতে পাবেন।

রিমিক্স করা ভিডিও আপনার কন্টেন্টের ভিজ্যুয়াল রিমিক্স থেকে আসা ট্রাফিক।
সাউন্ড পৃষ্ঠা শেয়ার করা অডিও ফলাফল পৃষ্ঠা থেকে আসা ট্রাফিক Shorts-এর 'ভার্টিকাল ভিউ' দেখার সুবিধায় পাওয়া গেছে।
সাজেস্ট করা ভিডিও অন্যান্য ভিডিওর পাশে বা পরে দেখানো সাজেশন এবং ভিডিওর বর্ণনাতে দেওয়া লিঙ্ক থেকে আসা ট্রাফিক। 'কতজন দর্শক দেখেছেন' ট্যাবের "ট্রাফিক সোর্স: সাজেস্ট করা ভিডিও" কার্ডে আপনি নির্দিষ্ট ভিডিও দেখতে পাবেন।
ভিডিও কার্ড অন্য ভিডিওর কার্ড থেকে আসা ট্রাফিক।
YouTube বিজ্ঞাপন

YouTube-এ আপনার ভিডিও যদি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আপনি "YouTube বিজ্ঞাপন" ট্রাফিক সোর্স হিসেবে দেখবেন।

১০ সেকেন্ডের বেশি দীর্ঘ, এড়িয়ে যাওয়া যায় এমন বিজ্ঞাপন থেকে আসা ভিউগুলি সেই ক্ষেত্রেই গণ্য করা হবে, যদি সেগুলি ৩০ সেকেন্ডের বেশি বা শেষ না হওয়া পর্যন্ত দেখা হয়। এড়িয়ে যাওয়া যায় না এমন বিজ্ঞাপন YouTube Analytics-এ কখনই ভিউ হিসেবে গণ্য করা হবে না।

YouTube সার্চ YouTube সার্চ ফলাফল থেকে আসা ট্রাফিক সোর্স। 'দর্শকের কাছে পৌঁছান' ট্যাবের "ট্রাফিক সোর্স: YouTube Search" কার্ডে আপনি নির্দিষ্ট সার্চ কোয়েরি দেখতে পাবেন।
প্রোডাক্ট পৃষ্ঠা YouTube প্রোডাক্ট পৃষ্ঠা থেকে আসা ট্রাফিক।
এক্সটার্নাল সোর্স থেকে আসা ট্রাফিক
এক্সটার্নাল সোর্স যে ওয়েবসাইট বা অ্যাপে আপনার YouTube ভিডিও এম্বেড বা লিঙ্ক করা আছে সেখান থেকে আসা ট্রাফিক। 'কতজন দর্শক দেখেছেন' ট্যাবের "ট্রাফিক সোর্স: এক্সটার্নাল" কার্ডে আপনি নির্দিষ্ট এক্সটার্নাল সাইট এবং সোর্স দেখতে পাবেন।
প্রত্যক্ষ বা অজানা সোর্স প্রত্যক্ষ URL এন্ট্রি, বুকমার্ক, সাইন-আউট করা দর্শক এবং অজানা অ্যাপ থেকে আসা ট্রাফিক।

যে মেট্রিক জানতে হবে

ইম্প্রেশন

রেজিস্টার করা ইম্প্রেশনের মাধ্যমে আপনার ভিডিওর থাম্বনেল YouTube-এর দর্শকদের কতবার দেখানো হয়েছে।

ইম্প্রেশনের ক্লিক-থ্রু-রেট

কত ঘনঘন কোনও থাম্বনেল দেখে দর্শক ভিডিও দেখেছেন।

ফিডে দেখানো হয়েছে Shorts ফিডে আপনার Short কতবার দেখানো হয়েছে সেই সংখ্যা।
দেখা হয়েছে (বনাম সোয়াইপ করে চলে গেছেন) দর্শকরা আপনার Shorts কতবার দেখেছেন বনাম কতবার সোয়াইপ করে চলে গেছেন তার শতকরা হার।

ভিউ

আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।

অনন্য দর্শক

বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির মধ্যে কত জন আপনার কন্টেন্ট দেখেছেন তার অনুমানিক সংখ্যা।

দেখার গড় সময়সীমা

বেছে নেওয়া ভিডিও এবং তারিখের ব্যাপ্তির জন্য প্রতিটি ভিউয়ের ক্ষেত্রে দেখার আনুমানিক গড় সময়সীমা।

দেখার গড় শতাংশ

দর্শক আপনার কোনও নির্দিষ্ট ভিডিওর কত শতাংশ দেখেন, তার ভিউ প্রতি গড় হিসেব।

'দেখার সময়' (ঘণ্টা)

দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9589672686660549396
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false