Youtube.com/new-এ গিয়ে নতুন ফিচার পরীক্ষা করে দেখা

youtube.com/new-এ গিয়ে আপনি YouTube-এর পরীক্ষামূলক ফিচার সম্বন্ধে জানতে এবং বেছে নিতে পারবেন। 

সমস্ত পরীক্ষা লাইভ হবে এমন নয়। ভবিষ্যতের ফিচার নির্ধারণ করার ক্ষেত্রে সহায়তা করতে, ২-সপ্তাহের মধ্যে যতবেশি সম্ভব মতামত দিন।

অংশগ্রহণ করতে:

  1. youtube.com/new-এ যান এবং আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. আপনি কোনও পরীক্ষা ব্যবহার করে দেখতে চাইলে, এই ব্যবহার করে দেখুন বিকল্প বেছে নিন।* 
  3. আপনার বেছে নেওয়া ফিচার ব্যবহার করে মতামত দিন। 

*কিছু পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার কাছে অ্যাক্টিভ YouTube Premium মেম্বারশিপ থাকার প্রয়োজন হতে পারে।

মতামত দেওয়ার আরও সুযোগের জন্য, আপনি যেকোনও সময় আমাদের গবেষণা অধ্যয়নের যেকোনও একটিতে সাইন-আপ করতে পারবেন

মতামত শেয়ার করতে: ​

  1. youtube.com/new-এ যান।
  2. আপনি ব্যবহার করে দেখেছেন এমন পরীক্ষা খুঁজুন।
  3. মতামত জানান বিকল্প বেছে নিন।

বিশেষ করে পরীক্ষা শেষ হয়ে এলে, মতামত জমা দেওয়ার কথা মনে করানোর জন্য আপনি YouTube-এ মেসেজও দেখতে পেতে পারেন।

কোনও পরীক্ষা থেকে বেরিয়ে আসতে:

  1. youtube.com/new-এ যান।
  2. পরীক্ষার পাশে থাকা বন্ধ করুন বোতামটি বেছে নিন। মনে রাখবেন: যেসব পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য YouTube Premium মেম্বারশিপ প্রয়োজন, সেগুলি বন্ধ করতে Premium মেম্বার হতেই হবে।

আপনি আগে থেকে না জানিয়ে বেরিয়ে এলে, শেষ হওয়ার নির্ধারিত তারিখ থেকে অটোমেটিক তা আর দেখা যাবে না এবং আপনার YouTube সংক্রান্ত অভিজ্ঞতা আগের অবস্থায় ফিরে যাবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12828971461764352118
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false