YouTube Premium-এ স্টুডেন্ট মেম্বারশিপ পাওয়া

স্টুডেন্ট হলে, আপনি হয়ত YouTube স্টুডেন্ট মেম্বারশিপের জন্য উপযুক্ত হতে পারবেন। জানুন কারা স্টুডেন্ট মেম্বারশিপের উপযুক্ত যোগ্যতার শর্ত পূরণ করতে পারবে এবং কীভাবে সাইন-আপ করতে হয়।

YouTube পেড মেম্বারশিপের (YouTube ও YouTube TV-তে NFL Sunday Ticket বাদে) অ্যাক্টিভ সাবস্ক্রিপশন আপনার কাছে থাকলে এবং এটির বদলে স্টুডেন্ট মেম্বারশিপে যোগ দিতে হলে প্রথমে বর্তমান সাবস্ক্রিপশন বাতিল করুন। বর্তমান মেম্বারশিপ বাতিল করার পরেই, আপনি YouTube স্টুডেন্ট মেম্বারশিপে সাইন-আপ করতে পারবেন।

YouTube স্টুডেন্ট মেম্বারশিপের উপযুক্ত হতে যা যা প্রয়োজন

YouTube স্টুডেন্ট মেম্বারশিপে সাইন-আপ করার জন্য আপনাকে নিম্নলিখিত এইসব বিষয় করতেই হবে:

  • YouTube স্টুডেন্ট মেম্বারশিপের সুবিধা দেওয়া হয় এমন কোনও লোকেশনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট হিসেবে নিজের নাম এনরোল করতে হবে।
  • উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানটি SheerID-এর অনুমোদনপ্রাপ্ত হতেই হবে। প্রতিষ্ঠান উপযুক্ত কিনা তা SheerID প্রোগ্রামের মাধ্যমে নির্ধারিত হয়।

    আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্টুডেন্ট প্ল্যান উপলভ্য আছে কিনা তা চেক করে দেখার জন্য নিম্নলিখিত এইসব বিষয় করতে হবে:
    1. YouTube Premium অথবা YouTube Music Premium-এর স্টুডেন্ট প্ল্যান সাবস্ক্রিপশনের ল্যান্ডিং পৃষ্ঠায় যান।
    2. Premium নিন বিকল্প বেছে নিন।
    3. SheerID ফর্মে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম টাইপ করুন। স্কুলের নাম তালিকায় থাকলে, স্টুডেন্ট প্ল্যানও উপলভ্য হবে।
  • SheerID-এর মাধ্যমে একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে যাচাই করতে হবে। যাচাইকরণ প্রসেসের ব্যাপারে সাহায্য পেতে, SheerID-কে customerservice@sheerid.com ইমেল আইডিতে ইমেল করুন।

মেম্বারশিপের জন্য যোগ্যতার শর্ত পূরণ করলে, আপনাকে পর পর ৪ বছর পর্যন্ত স্টুডেন্ট মেম্বারশিপ পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হবে। আপনি উপযুক্ত কিনা তা প্রতি বছর নতুন করে যাচাই করাতে হবে।

স্টুডেন্ট মেম্বারশিপের লোকেশন

YouTube স্টুডেন্ট মেম্বারশিপ বর্তমানে নিম্নলিখিত লোকেশনে উপলভ্য আছে:

  • আলজিরিয়া
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • আজারবাইজান
  • বাহরিন
  • বাংলাদেশ
  • বেলজিয়াম
  • বলিভিয়া
  • ব্রাজিল
  • বুলগেরিয়া
  • কম্বোডিয়া
  • কানাডা
  • চিলি
  • কলম্বিয়া
  • কোস্টা রিকা
  • সাইপ্রাস
  • চেক প্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • ডোমিনিকান রিপাবলিক
  • ইকুয়েডর
  • মিশর
  • এল সালভাদোর
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • ফ্রেঞ্চ গায়ানা
  • ফ্রেঞ্চ পলিনেশিয়া
  • জর্জিয়া
  • জার্মানি
  • ঘানা
  • গ্রিস
  • গুয়াতেমালা
  • হন্ডুরাস
  • হংকং
  • হাঙ্গেরি
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • ইরাক
  • ইজরায়েল
  • আয়ারল্যান্ড
  • ইতালি
  • জামাইকা
  • জাপান
  • জর্ডন
  • কাজাখস্তান
  • কেনিয়া
  • কুয়েত
  • লাওস
  • লেবানন
  • লিবিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মাল্টা
  • মেক্সিকো
  • মরক্কো
  • নেপাল
  • নেদারল্যান্ড
  • নিউজিল্যান্ড
  • নিকারাগুয়া
  • উত্তর ম্যাসিডোনিয়া
  • নরওয়ে
  • ওমান
  • পাকিস্তান
  • পানামা
  • প্যারাগুয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • কাতার
  • রিইউনিয়ন
  • রোমানিয়া
  • রাশিয়া
  • সৌদি আরব
  • সেনেগাল
  • সিঙ্গাপুর
  • স্লোভাকিয়া
  • দক্ষিণ আফ্রিকা
  • স্পেন
  • শ্রীলঙ্কা
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • তাইওয়ান
  • তানজানিয়া
  • থাইল্যান্ড
  • তিউনিশিয়া
  • তুরস্ক
  • উগান্ডা
  • ইউক্রেন
  • সংযুক্ত আরব আমিরশাহী
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • উরুগুয়ে
  • ভিয়েতনাম
  • ইয়েমেন
  • জিম্বাবুয়ে

স্টুডেন্ট মেম্বারশিপ সংক্রান্ত বিকল্প

আপনার YouTube অভিজ্ঞতা আরও বাড়ানোর জন্য বিভিন্ন বিকল্প আমরা অফার করি। আপনি একজন স্টুডেন্ট হিসেবে YouTube Music Premium বা YouTube Premium মেম্বারশিপে সাইন-আপ করতে পারবেন। আপনি ছাড় সহ দামে একই ধরনের সুবিধা পাবেন। কোনটি আপনার জন্য সঠিক তা নির্ধারণ করতে, আমাদের পেড মেম্বারশিপ বিকল্পের ব্যাপারে জানুন।

একটি পেড স্টুডেন্ট মেম্বারশিপ শুরু করুন

YouTube Premium

YouTube Premium-এর মেম্বার হলে, আপনার পাওয়া সুবিধা YouTube, YouTube Music ও YouTube Kids-এ ব্যবহার করতে পারবেন।
  1. আপনার কম্পিউটার বা মোবাইল ওয়েব ব্রাউজারে, youtube.com/premium/student লিঙ্ক দেখুন।
  2. Premium নিন বিকল্প বাছুন।
  3. SheerID দিয়ে যাচাইকরণ সম্পূর্ণ করার ধাপ অনুসরণ করুন। SheerID আপনার উপযুক্ততা যাচাই করতে পারলে, সাইন-আপ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে YouTube-এ রিডাইরেক্ট করা হবে।
    • SheerID আপনার উপযুক্ততা যাচাই করতে পারলে, সাইন-আপ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে YouTube-এ রিডাইরেক্ট করা হবে।
    • আপনাকে সঙ্গে সঙ্গে যাচাই করা না গেলে, উপযুক্ততা যাচাই করার জন্য, আপনাকে আরও ডকুমেন্ট আপলোড করতে বলা হবে। এইসব ডকুমেন্ট ম্যানুয়ালি যাচাই করা হবে। ২০ মিনিটের মধ্যে আপনার উপযুক্ততার স্ট্যাটাস ইমেল করে জানিয়ে দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য লোকেশনের জন্য, ইমেল বিজ্ঞপ্তি পেতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
    • আপনার উপযুক্ততা অতিরিক্ত যাচাইকরণের ধাপের মাধ্যমে কনফার্ম করতে হলে, আপনাকে অ্যাকাউন্টে আবার লগ-ইন করতে হবে। প্রোফাইল ছবিতে ট্যাপ করে আপনার প্রোফাইলে যান। আপনি পেড মেম্বারশিপ বিকল্প বেছে নিলে নিম্নলিখিত ধাপে সাইন-আপ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হবে।
  4. যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে চান সেটি বেছে নিন অথবা নতুন পেমেন্ট পদ্ধতি যোগ করুন।
  5. ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে, কিনুন বিকল্পে ক্লিক করুন।

যখন খুশি আপনার মেম্বারশিপের ব্যাপারে বিস্তারিত তথ্য দেখতে, http://youtube.com/purchases লিঙ্ক দেখুন।

YouTube Music Premium

বিজ্ঞাপন ছাড়া অসংখ্য গান ও মিউজিক ভিডিওর আনন্দ উপভোগ করতে, YouTube Music Premium-এর মেম্বার হন। অফলাইনে শোনা ও আরও অনেক কিছু করার জন্য আপনার প্রিয় গান ও ভিডিও ডাউনলোড করুন।
  1. আপনার কম্পিউটার বা মোবাইল ওয়েব ব্রাউজারে, youtube.com/musicpremium/student লিঙ্কে যান।
  2. Premium নিন বিকল্প বাছুন।
  3. SheerID দিয়ে যাচাইকরণ সম্পূর্ণ করার ধাপ অনুসরণ করুন। SheerID আপনার উপযুক্ততা যাচাই করতে পারলে, সাইন-আপ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে YouTube-এ রিডাইরেক্ট করা হবে।
    • SheerID আপনার উপযুক্ততা যাচাই করতে পারলে, সাইন-আপ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে YouTube-এ রিডাইরেক্ট করা হবে।
    • আপনাকে সঙ্গে সঙ্গে যাচাই করা না গেলে, উপযুক্ততা যাচাই করার জন্য, আপনাকে আরও ডকুমেন্ট আপলোড করতে বলা হবে। এইসব ডকুমেন্ট ম্যানুয়ালি যাচাই করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ মিনিটের মধ্যে আপনাকে উপযুক্ততার স্ট্যাটাস ইমেল করে জানিয়ে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য সব লোকেশনের জন্য, ইমেল বিজ্ঞপ্তি পেতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
    • আপনার উপযুক্ততা অতিরিক্ত যাচাইকরণের ধাপের মাধ্যমে কনফার্ম করতে হলে, আপনাকে অ্যাকাউন্টে আবার লগ-ইন করতে হবে। প্রোফাইল ছবিতে ট্যাপ করে আপনার প্রোফাইলে যান। পেড মেম্বারশিপ বিকল্প বেছে নিলে নিম্নলিখিত ধাপ ব্যবহার করে সাইন-আপ প্রসেস সম্পূর্ণ করার জন্য আপনাকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে।
  4. যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে চান সেটি বেছে নিন অথবা নতুন পেমেন্ট পদ্ধতি যোগ করুন।
  5. ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে কিনুন বিকল্পে ক্লিক করুন।

যখন খুশি আপনার মেম্বারশিপের ব্যাপারে বিস্তারিত তথ্য দেখতে, http://youtube.com/purchases লিঙ্ক দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7341871431088984548
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false