আপনার অনন্য দর্শকের ডেটা সম্পর্কে বোঝা

অনন্য দর্শক সংক্রান্ত ডেটা ব্যবহার করে আপনার দর্শকের সাইজ সম্পর্কে অথবা নির্দিষ্ট একটি সময়কালের মধ্যে আনুমানিক কতজন দর্শক আপনার ভিডিও দেখতে এসেছেন তার আরও স্পষ্ট ধারণা পাবেন। দর্শকরা কম্পিউটার বা মোবাইলে দেখতে পারেন, অথবা একই কন্টেন্ট একাধিকবার দেখতে পারেন, কিন্তু তা একটি অনন্য দর্শক হিসেবেই গণ্য করা হবে।

মনে রাখবেন, এইসব মেট্রিক, আপনাকে দর্শক ও রিচের ব্যাপারে একটি সাধারণ ধারণা দিতে তৈরি করা হয়েছে। আপনার অন্যান্য চ্যানেল ও ভিডিও মেট্রিক পর্যালোচনা করে আপনার পারফর্ম্যান্সের ওভারভিউ পেতে পারবেন।

এই ডেটা সেইসব ক্ষেত্রে ভিডিওর মোট রিচ হিসেব করে, যখন একজন দর্শক বিভিন্ন ডিভাইসে কন্টেন্ট দেখেন অথবা একাধিক দর্শক একই ডিভাইস শেয়ার করেন। সিস্টেমটি ডিভাইসের ডেটা নেয় এবং সেই সঙ্গে দর্শকের আনুমানিক সংখ্যা গণনা করতে সাইন-ইন ও সাইন-আউট ট্রাফিকও হিসেবে অন্তর্ভুক্ত করে।

ডেটা কোয়ালিটির জন্য, অনন্য দর্শকের মোট সংখ্যা সর্বাধিক ৯০ দিন সময়সীমার হিসেবে উপলভ্য থাকে। সময়ের সাথে কী ধরনের পরিবর্তন হচ্ছে তা দেখতে, আপনি বিভিন্ন ৯০ দিন সময়সীমার ডেটার মধ্যে তুলনা করতে পারেন। অনন্য দর্শকের ডেটা ১ আগস্ট, ২০১৭ থেকে উপলভ্য।

অনন্য দর্শক সংক্রান্ত ডেটা দেখা

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics বিকল্প বেছে নিন।
  3. আপনার অনন্য দর্শক দেখতে, দর্শক ট্যাবে ক্লিক করুন।

 অনন্য দর্শক সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমি এই ডেটা কীভাবে ব্যবহার করতে পারি?
"অনন্য দর্শক" সংক্রান্ত ডেটা আপনি যে যে উপায়ে ব্যবহার করতে পারেন, সেগুলি হল:
  • আপনি আরও দেখুন ট্যাবে  “দর্শক প্রতি গড় ভিউ” মেট্রিক থেকে গড়ে কতজন অনন্য দর্শক আপনার চ্যানেলে ভিডিও দেখেছেন তা চেক করতে পারবেন।
  • আপনার সাবস্ক্রাইবার এবং দর্শক সংখ্যার তুলনামূলক বিচার করুন এবং কোন ভিডিওগুলির মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছতে পেরেছেন, তা নির্ধারণ করুন।
  • ভিডিও প্রকাশ করার আগে ও পরে চ্যানেলের অনন্য দর্শক সংখ্যার তুলনামূলক বিচার করে সেইসব কেস নির্ধারণ করুন, যেখানে কোনও একটি ভিডিও নতুন দর্শক গোষ্ঠীকে আপনার চ্যানেলে আকর্ষণ করেছে।
  • আপনার কন্টেন্ট সংক্রান্ত স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করতে পারেন।
আমার ভিডিওর মোট দর্শক সংখ্যার যোগফলের চেয়ে কম সংখ্যক অনন্য দর্শক দেখাচ্ছে কেন?
কোনও দর্শক যদি আপনার চ্যানেলে একটির বেশি ভিডিও দেখেন, সেক্ষেত্রে প্রতিটি ভিডিওর জন্য একটি করে অনন্য দর্শক হিসেবে দেখানো হবে। কিন্তু, আপনার চ্যানেলের ক্ষেত্রে ওই ভিউগুলি সম্মিলিত হয়ে একটি অনন্য দর্শক হিসেবে দেখানো হবে।
আমার মোট সাবস্ক্রাইবারের চেয়ে কম সংখ্যক অনন্য দর্শক দেখাচ্ছে কেন?
সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে আপনার দর্শকের আসল সাইজ আন্দাজ করা খুব একটা নিখুঁত পদ্ধতি নয়। দর্শকরা গড়ে অসংখ্য চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং তাদের সাবস্ক্রাইব করা সব চ্যানেলের সব নতুন আপলোড করা ভিডিও দেখতে ফিরে নাও আসতে পারেন।
আপনার অনন্য দর্শক সংখ্যা যদি মোট সাবস্ক্রাইবারের চেয়ে কম দেখায়, তাহলে হতে পারে যে আপনার সাবস্ক্রাইবাররা চ্যানেল বিজ্ঞপ্তি চালু করেননি অথবা হয়ত নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তারা তা দেখছেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5500122302651597180
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false