YouTube ফ্যামিলি প্ল্যান সেট-আপ করা

আপনার বাড়ির সর্বাধিক অন্য ৫ জন সদস্যের সাথে YouTube পেড মেম্বারশিপ বা Primetime চ্যানেল (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উপলভ্য) শেয়ার করতে, YouTube ফ্যামিলি প্ল্যান নিন।

YouTube ও YouTube TV-তে কীভাবে ফ্যামিলি গ্রুপ তৈরি করতে হয়

ফ্যামিলি প্ল্যান কীভাবে কাজ করে

YouTube ফ্যামিলি প্ল্যান আপনাকে সর্বাধিক ৫ জন ফ্যামিলি মেম্বারের সাথে মেম্বারশিপ সুবিধা শেয়ার করতে দেয় যারা আপনার সাথে একই ঠিকানায় বসবাস করেন।

  • ফ্যামিলি ম্যানেজার:
    • ইনি প্রাথমিক অ্যাকাউন্ট হোল্ডার।
    • ফ্যামিলি ম্যানেজার একটি Google ফ্যামিলি গ্রুপ তৈরি করে সেই গ্রুপে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
  • ফ্যামিলির মেম্বার:
    • শেয়ার করা মেম্বারশিপ অ্যাক্সেস করার জন্য তিনি নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করেন।
    • ফ্যামিলি ম্যানেজারের মাধ্যমে কেনা Primetime চ্যানেলের কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়াও সদস্যরা আলাদাভাবে নিজস্ব প্রাইম টাইম চ্যানেল কিনতে পারেন যা ফ্যামিলি ম্যানেজারের সাথে শেয়ার করা হবে না।
    • তাদের ব্যক্তিগত লাইব্রেরি, সাবস্ক্রিপশন ও সাজেশন থাকে – দেখার পছন্দ অথবা দেখার ইতিহাস আমরা পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট জুড়ে শেয়ার করব না।
    • ফ্যামিলির ১৮ বছরের কম বয়সী মেম্বারের ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধিনিষেধ প্রযোজ্য।
  • ফ্যামিলি গ্রুপ নিম্নলিখিত বিষয়ের অ্যাক্সেস শেয়ার করে:
মনে রাখবেন: বর্তমানে ফ্যামিলি প্ল্যানের সুবিধা বেলারুশ, আইসল্যান্ড, ইজরায়েল, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া অথবা ভেনেজুয়েলাতে উপলভ্য নেই।

YouTube Premium-এ ফ্যামিলি প্ল্যান

বিজ্ঞাপন-মুক্ত দেখা, অফলাইন ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ড প্লে সহ YouTube Premium ফ্যামিলি প্ল্যানের সব সুবিধা পাওয়ার জন্য, ফ্যামিলি প্ল্যানের মেম্বারশিপ বেছে নিতে এখানে দেখুন।

YouTube Music Premium-এ ফ্যামিলি প্ল্যান

বিজ্ঞাপন-মুক্ত শোনা, অফলাইন চালানো ও স্ক্রিন-অফ অডিও সহ YouTube Music Premium ফ্যামিলি প্ল্যানের সব সুবিধা পাওয়ার জন্য, ফ্যামিলি প্ল্যানের মেম্বারশিপ বেছে নিতে এখানে দেখুন।

YouTube TV-তে ফ্যামিলি প্ল্যান

আপনি YouTube TV মেম্বারশিপ কিনলে, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই সর্বাধিক ৫ জন ব্যক্তির সাথে আপনার মেম্বারশিপ শেয়ার করতে, একটি ফ্যামিলি গ্রুপ তৈরি করতে পারবেন। আপনি কোনও ফ্যামিলি গ্রুপ তৈরি করলে, সেই গ্রুপের ফ্যামিলি ম্যানেজার হয়ে যাবেন।
ফ্যামিলি ম্যানেজার হিসেবে, আপনিই একমাত্র ব্যক্তি যিনি YouTube TV-তে কেনাকাটা ও মেম্বারশিপ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি অতিরিক্ত সাবস্ক্রিপশন ও প্যাকেজ কিনলে, ফ্যামিলি মেম্বাররা তাদের অ্যাকাউন্ট থেকে এইসব অ্যাড-অন দেখতে পারবেন।
তাছাড়া, আপনি হোম লোকেশনও সেট করতে এবং আপনি কোনও ফ্যামিলি মেম্বারকে গ্রুপে আমন্ত্রণ জানাতে বা ফ্যামিলি গ্রুপ থেকে সরিয়ে দিতে পারবেন। 
সাইন-আপ ও ফ্যামিলি গ্রুপ তৈরি করা:
  1. YouTube TV-তে সাইন-ইন করুন।
  2. আপনার 'প্রোফাইল ফটো এবং তারপর সেটিংস  এবং তারপর ফ্যামিলি শেয়ারিং ' বিকল্প বেছে নিন।
  3. 'সেট-আপ করুন' বিকল্প বেছে নিন।
  4. একটি Google ফ্যামিলি গ্রুপ তৈরি করুন।
  5. YouTube-এর পেড পরিষেবার শর্তাবলীGoogle-এর গোপনীয়তার নীতিতে সম্মতি জানাচ্ছেন।
  6. বাতিল করুন অথবা পরবর্তী বিকল্প বেছে নিন।
  7. গ্রুপে যোগ দেওয়ার জন্য আপনার ফ্যামিলি মেম্বার একটি ইমেল আমন্ত্রণ পাবেন এবং লগ-ইন করতে তার Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

YouTube Primetime চ্যানেলে ফ্যামিলি প্ল্যান

ফ্যামিলি প্ল্যান সেট-আপ করা হলে, আমন্ত্রণ করা সব ফ্যামিলি মেম্বারদের সাথে অটোমেটিক Primetime চ্যানেলের অ্যাক্সেস শেয়ার করা হবে।

ফ্যামিলি গ্রুপ সংক্রান্ত প্রয়োজনীয়তা

গুরুত্বপূর্ণ: Google Workspace অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি একটি ফ্যামিলি প্ল্যান শুরু করতে বা তাতে যোগ দিতে পারবেন না। ফ্যামিলি প্ল্যানে সাইন-আপ করতে, আপনার সাধারণ Google অ্যাকাউন্ট তৈরি বা তাতে সাইন-ইন করুন।

ফ্যামিলি ম্যানেজার সংক্রান্ত প্রয়োজনীয়তা

ফ্যামিলি ম্যানেজার হিসেবে শুধুমাত্র আপনিই YouTube ফ্যামিলি প্ল্যান কিনতে পারবেন অথবা ফ্যামিলি গ্রুপের জন্য মেম্বারশিপ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি বাড়ির লোকেশন সেট করবেন এবং ফ্যামিলি মেম্বারদের আমন্ত্রণ জানাতে বা সরিয়ে দিতে পারবেন।

আপনার ফ্যামিলি গ্রুপের সাথে YouTube ফ্যামিলি প্ল্যান শেয়ার করতে হলে, আপনাকে নিম্নলিখিত শর্ত অবশ্যই পালন করতে হবে:

  • আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে (অথবা আপনার অঞ্চলের জন্য উপযুক্ত বয়সের সীমার মধ্যে থাকতে হবে)
  • আপনার কাছে একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার Google Workspace অ্যাকাউন্ট থাকলে, আপনাকে একটি সাধারণ Google অ্যাকাউন্ট তৈরি বা তাতে সাইন-ইন করতে হবে।
  • এমন দেশে বাস করতে হবে যেখানে YouTube Premium, YouTube Music Premium অথবা Primetime চ্যানেল উপলভ্য
    • মনে রাখবেন:
      • ফ্যামিলি প্ল্যানের সুবিধা কোরিয়ায় উপলভ্য নেই।
      • Primetime চ্যানেল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উপলভ্য।
  • অন্য কোনও ফ্যামিলি গ্রুপের অংশ হওয়া যাবে না।
  • বিগত ১২ মাসের মধ্যে অন্য কোনও ফ্যামিলি গ্রুপে পরিবর্তন করা হয়নি।

ফ্যামিলি মেম্বার সংক্রান্ত প্রয়োজনীয়তা

ফ্যামিলি গ্রুপে যোগ দিতে ফ্যামিলি ম্যানেজার সর্বাধিক ৫ জন পরিবারের সদস্যকে আমন্ত্রণ জানাতে পারবেন। YouTube ফ্যামিলি প্ল্যান শেয়ার করছে এমন কোনও ফ্যামিলি গ্রুপে যোগ দিতে, আপনার যা দরকার:

  • আপনার কাছে একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার Google Workspace অ্যাকাউন্ট থাকলে, আপনাকে একটি সাধারণ Google অ্যাকাউন্ট তৈরি বা তাতে সাইন-ইন করতে হবে।
  • ফ্যামিলি ম্যানেজারের সঙ্গে একই ঠিকানায় বসবাস করতে হবে।
  • এমন দেশ বা অঞ্চলে বসবাস করতে হবে যেখানে YouTube Premium, YouTube Music Premium অথবা Primetime চ্যানেল উপলভ্য।
  • অন্য কোনও ফ্যামিলি গ্রুপের অংশ হওয়া যাবে না।
  • বিগত ১২ মাসের মধ্যে অন্য কোনও ফ্যামিলি গ্রুপে পরিবর্তন করা হয়নি।
পরামর্শ: আপনার YouTube ফ্যামিলি প্ল্যান কীভাবে সেট-আপ ও ম্যানেজ করা যায় তা জানুন। ফ্যামিলি প্ল্যানের বিষয়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে, আপনি যেকোনও সময় সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারবেন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8901988254770788428
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false