YouTube Premium মেম্বারশিপের সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান করুন

YouTube Premium মেম্বার হিসেবে আপনার যদি মেম্বারশিপের সুবিধা সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা হয়, তাহলে এইসব সাধারণ সমস্যা ও সমস্যা সমাধানের ধাপগুলি চেক করুন। ভিডিও ডাউনলোড সংক্রান্ত সমস্যা সমাধানের উপায়, আপনি কেন বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, বিভিন্ন সমস্যার সমাধান করা (যেমন, "প্লেব্যাক পজ হয়ে যাওয়া") এবং আরও অনেক বিষয়ে বিশদে জানতে পারবেন।

পরামর্শ ও উপায়:
  • আপনি যদি নিচে উল্লেখ করা কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে YouTube টিমের কাছে প্রোডাক্ট সম্পর্কিত মতামত পাঠানোর কথা ভেবে দেখতে পারেন: নিজের প্রোফাইল ছবি বেছে নিন > YouTube-এ মতামত  পাঠান। এছাড়াও, সাহায্য পেতে, সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
  • যেসব YouTube Premium মেম্বার iOS ডিভাইসের মাধ্যমে সাইন-আপ করেছেন: YouTube Premium মেম্বারশিপের সুবিধা অ্যাক্সেস করার জন্য, আপনি iTunes-এ মেম্বারশিপ কেনার সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই YouTube-এ সাইন-ইন করেছেন কিনা দেখে নিন।

সহায়তা পেতে, আপনার সমস্যা বেছে নিন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11836054112459778707
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false