YouTube TV-এ রিফান্ডের জন্য অনুরোধ জানানো

YouTube TV মেম্বারশিপে অন্তর্ভুক্ত ফিচারে কোনও সমস্যা থাকলে বা সেগুলি ঠিকভাবে কাজ না করলে, রিফান্ডের অনুরোধ জানাতে নিচের বোতামে ক্লিক করুন। রিফান্ড করা হলে আপনি সাথে সাথেই YouTube TV-তে অ্যাক্সেস হারাবেন এবং টাকা ফেরত পাবেন।

রিফান্ডের অনুরোধ করুন

আপনি খরচ করেননি, এমন কোনও ক্ষেত্রে আপনাকে চার্জ করা হলে অননুমোদিত চার্জ সংক্রান্ত অভিযোগ জমা দিতে পারেন।

YouTube TV-তে রিফান্ডের ব্যাপারে আরও জানুন

  • ক্রেডিট কার্ডে রিফান্ড পেতে সাধারণত ৩-৫ কর্মদিবস লাগে।
    • রিফান্ড প্রসেস করতে কত সময় লাগবে, তা কার্ড ইস্যুকারী সংগঠনের নিয়ম বা ব্যবস্থার উপরে নির্ভর করে। কিছু ক্ষেত্রে রিফান্ড প্রসেস করতে ১০ কর্মদিবস পর্যন্ত লেগে যেতে পারে।
    • আপনার ক্রেডিট কার্ড চালু না থাকলে, রিফান্ডের টাকা কার্ড ইস্যুকারী ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। রিফান্ড করা টাকা পেতে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।
       
  • আপনি মোবাইল পরিষেবা প্রদানকারী অথবা ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর মাধ্যমে YouTube TV-তে সাবস্ক্রাইব করলে:
    • YouTube রিফান্ড দিতে পারবে না।
    • আপনার পরিষেবা প্রদানকারীর রিফান্ড নীতি প্রযোজ্য হবে। রিফান্ডের অনুরোধ জানাতে অথবা আপনার বিলের সাথে সম্পর্কিত কোনও প্রশ্নের উত্তর পেতে সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন।
       
  • আপনি যেকোনও সময় মেম্বারশিপ বাতিল বা পজ করতে পারেন।
    • বিলিং-এর আংশিক মেয়াদের জন্য আমরা কোনও রিফান্ড বা ক্রেডিট দিই না।
    • মেম্বারশিপ বাতিল করলেও, বিলিং-এর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাদের পরিষেবা অ্যাক্সেস করে যেতে পারবেন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5245054534304084938
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false