YouTube গিফ্ট কার্ড বা কোড রিডিম করা

YouTube গিফ্ট কার্ড বা কোড ব্যবহার করে YouTube-এ কেনাকাটা করুন। আপনার গিফ্ট কার্ড বা কোড ব্যবহার করে রিডিম করার পর Google Play ব্যালেন্স বেড়ে যাবে। পরে আপনি এই ব্যালেন্স খরচ করে যেসব সুবিধা পেতে পারেন:

  • YouTube Premium
  • YouTube Music Premium
  • YouTube TV
  • YouTube-এ সিনেমা ও টিভি শো
  • Google Play-এ ডিজিটাল কন্টেন্ট
  • চ্যানেল মেম্বারশিপ
  • Super Chats এবং Super Stickers (মোবাইলে)

আপনি Google Play ব্যালেন্স সম্পর্কে এখান থেকে আরও জানুন। Google Play ব্যালেন্স সম্পর্কিত কোনও সমস্যা হলে, Google Play সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

মেক্সিকোতে গিফ্ট কার্ড কিনতে হলে

মেক্সিকোয় Oxxo-এর মতো অনেক রিটেলার স্টোর আছে যেখানে আপনি MX$১০০, MX$৩০০ বা MX$৬০০-এর বিনিময়ে গিফট কার্ড কিনতে পারবেন।

আপনার YouTube গিফ্ট কার্ড বা কোড রিডিম করুন

  1. যে Google অ্যাকাউন্ট দিয়ে গিফ্ট কার্ড বা কোড রিডিম করতে চান সেই অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গিফ্ট কার্ডে দেওয়া URL তালিকায় যান বা youtube.com/redeem দেখুন।
  3. গিফ্ট কার্ডে দেওয়া কোড লিখুন।
  4. পরবর্তী বোতামে ক্লিক করুন।
  5. আপনার ব্যালেন্স এখুনি ব্যবহার করতে যা কিনতে চান তা বেছে নিন। আপনার পেমেন্ট পদ্ধতি হিসেবে Google Play ব্যালেন্স বেছে নেন।
  6. ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে কিনুন বোতামে ক্লিক করুন।

পেমেন্টের বিনিময়ে নেওয়া আগের কোনও YouTube মেম্বারশিপ থাকলে Google Play ব্যালেন্সে টাকা যোগ করুন।

  1. যে Google অ্যাকাউন্ট দিয়ে গিফ্ট কার্ড বা কোড রিডিম করতে চান সেই অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. আপনার গিফ্ট কার্ডে দেওয়া URL তালিকায় যান বা youtube.com/redeem দেখুন। 
  3. গিফ্ট কার্ডে দেওয়া কোড লিখুন।
  4. পরবর্তী বোতামে ক্লিক করুন।

আপনার গিফ্ট কার্ড রিডিম করার পর, YouTube Premium, YouTube Music Premium বা YouTube TV-এর মেম্বারশিপের পেমেন্ট পদ্ধতি হিসেবে এটি বেছে নেওয়া আছে কিনা দেখে নিন:

  1. payments.google.com লিঙ্কে গিয়ে সাইন-ইন করুন।
  2. পেমেন্টের বিনিময়ে নেওয়া YouTube মেম্বারশিপ খুঁজুন ও ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
  3. "আপনি কীভাবে পেমেন্ট করবেন" বিকল্পে গিয়ে পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন বিকল্পটি বেছে নিন।
  4. আপনার Google Play ব্যালেন্স বেছে নিন।
  5. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

গিফ্ট কার্ড বা কোড রিফান্ডের অনুরোধ জানান

রিফান্ডের অনুরোধ করতে, Amazon বা যে রিটেলারের কাছ থেকে গিফ্ট কার্ড কিনেছেন তার সাথে যোগাযোগ করুন।
মনে রাখবেন: গিফ্ট কার্ড ব্যবহার করতে হলে, গিফ্ট কার্ডের অফারটি যে দেশ/অঞ্চলে উপলভ্য, সেই দেশ/অঞ্চল আপনার Google অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। YouTube গিফ্ট কার্ড আপনার দেশ/অঞ্চলে ব্যবহার করতে না পারা সংক্রান্ত মেসেজ দেখানো হলে, আপনার বসবাসের দেশ/অঞ্চল গিফ্ট কার্ডের দেশ/অঞ্চলের সাথে মিলছে কিনা দেখে নিন। যদি Google অ্যাকাউন্টে আপনার ঠিকানা বা বাড়ির দেশ/অঞ্চল পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আগে থেকে থাকা Google Play ক্রেডিট ব্যবহার করতে পারবেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3398374291075800286
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false