YouTube Premium বা YouTube Music Premium মেম্বারশিপে সাইন-আপ করা

YouTube-এ Premium মেম্বারশিপ নিয়ে আপনার ভিডিও ও মিউজিক শোনার আরও উন্নত অভিজ্ঞতা পান। আজই আপনার ব্যক্তিগত পেড মেম্বারশিপ কীভাবে শুরু করবেন তা জানুন।
YouTube স্টুডেন্ট মেম্বারশিপ পেতে চান? এখান থেকে আরও জানুন।

YouTube Music Premium

YouTube Music ব্যবহারকারীর জন্য YouTube Music Premium হল একটি পেড মিউজিক মেম্বারশিপ। এটি অনেক দেশ/অঞ্চলে উপলভ্য।

YouTube Music Premium মেম্বারশিপের সুবিধা

YouTube Music Premium প্ল্যানে আপনি কী কী সুবিধা পাবেন?

  • YouTube Music-এ বিজ্ঞাপন ছাড়াই লক্ষ লক্ষ গান এবং ভিডিও উপভোগ করতে পারবেন। 
  • YouTube Music অ্যাপে অফলাইনে শোনার জন্য কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন।
  • 'ব্যাকগ্রাউন্ড প্লে' ফিচারের সাহায্যে অন্যান্য অ্যাপ ব্যবহার করাকালীন মিউজিক ও পডকাস্ট চালাতে পারবেন।
  • Google Home বা Chromecast Audio-তে মিউজিক এবং পডকাস্ট শুনতে পারবেন।

তা সত্ত্বেও YouTube Music Premium ও YouTube Premium-এর সদস্যরা পডকাস্টে ক্রিয়েটরের এম্বেড করা ব্র্যান্ডিং বা প্রচার দেখতে পেতে পারেন। এছাড়াও ক্রিয়েটর প্রচারমূলক লিঙ্ক, শেল্ফ ও অন্যান্য ফিচার চালু বা যোগ করে থাকলে, আপনি সেগুলি কন্টেন্টে ও সেটির আশেপাশে দেখতে পাবেন।

মনে রাখবেন: নির্দিষ্ট দেশ/অঞ্চল অনুযায়ী ব্যবহারকারীদের প্রোডাক্ট সংক্রান্ত অভিজ্ঞতা আলাদা হতে পারে।

YouTube Premium

YouTube Premium হল একটি পেড মেম্বারশিপ যা YouTube ও অন্যান্য YouTube অ্যাপে আপনার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সাহায্য করে। এটি অনেক দেশ/অঞ্চলে উপলভ্য।

YouTube Premium মেম্বারশিপের সুবিধা

YouTube Premium মেম্বারশিপ নিয়ে, আপনি:

  • বিজ্ঞাপন ছাড়া YouTube-এ আপনি লক্ষ লক্ষ ভিডিও দেখতে পারবেন। 
  • অফলাইনে ভিডিও এবং প্লেলিস্ট দেখতে আপনার মোবাইল ডিভাইসে সেগুলি ডাউনলোড করতে পারবেন।
  • অন্যান্য অ্যাপ ব্যবহার করতে বা স্ক্রিন বন্ধ থাকাকালীন মোবাইল ডিভাইসে ভিডিও প্লে করা চালিয়ে যেতে পারবেন।
  • কোনও খরচ না করেই, YouTube Music Premium-এর সাবস্ক্রিপশন পাবেন।
  • আপনার Google Home বা Chromecast Audio-তে মিউজিক ও পডকাস্ট উপভোগ করতে পারবেন।

নিম্নলিখিত অ্যাপে আপনার YouTube Premium মেম্বারশিপের সুবিধা প্রযোজ্য হবে:

  • YouTube
  • YouTube Kids
  • YouTube Music

তা সত্ত্বেও YouTube Music Premium ও YouTube Premium-এর সদস্যরা পডকাস্টে ক্রিয়েটরের এম্বেড করা ব্র্যান্ডিং বা প্রচার দেখতে পেতে পারেন। এছাড়াও ক্রিয়েটর প্রচারমূলক লিঙ্ক, শেল্ফ ও অন্যান্য ফিচার চালু বা যোগ করে থাকলে, আপনি সেগুলি কন্টেন্টে ও সেটির আশেপাশে দেখতে পাবেন।

পেড মেম্বারশিপ শুরু করুন

YouTube Premium

বিজ্ঞাপন ছাড়া অসংখ্য গান ও মিউজিক ভিডিওর আনন্দ উপভোগ করতে, YouTube Premium-এর মেম্বার হন। আপনি যেসব কন্টেন্ট অফলাইনে শুনতে ভালবাসেন, সেগুলি ডাউনলোড করতে পারবেন।

YouTube Premium-এ সাইন-আপ করতে,

  1. আপনার ফোন বা ট্যাবলেটে, YouTube অ্যাপ খুলুন।
  2. যে Google অ্যাকাউন্টে মেম্বারশিপ শুরু করতে চান, সেটিতে সাইন-ইন করুন।
  3. আপনার প্রোফাইল ছবি বেছে নিন।
  4. উপযুক্ত হলে, আপনার ট্রায়াল শুরু করুন। অন্যথায়, YouTube Premium ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার মেম্বারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে, যেকোনও সময় youtube.com/paid_memberships লিঙ্কে যান।

YouTube Music Premium

বিজ্ঞাপন ছাড়া অসংখ্য গান ও মিউজিক ভিডিওর আনন্দ উপভোগ করতে, YouTube Music Premium-এর মেম্বার হন। এছাড়াও, অফলাইনে শোনার জন্য আপনি গান, ভিডিও এবং পডকাস্ট পর্ব ডাউনলোড করতে পারবেন।

মনে রাখবেন: মেম্বারশিপ নির্বিশেষে আপনি পডকাস্ট ডাউনলোড করতে পারবেন। কেবলমাত্র-অডিও ডাউনলোডের জন্য কিছু পর্ব/শো উপলভ্য নাও হতে পারে।

YouTube Music Premium-এ সাইন-আপ করতে,

  1. আপনার ফোন বা ট্যাবলেটে YouTube Music অ্যাপ খুলুন।
  2. যে Google অ্যাকাউন্টে মেম্বারশিপ শুরু করতে চান, সেটিতে সাইন-ইন করুন।
  3. আপনার প্রোফাইল ছবি বেছে নিন।
  4. উপযুক্ত হলে, আপনার ট্রায়াল শুরু করুন। অন্যথায়, Music Premium ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।

​আপনার মেম্বারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে, যেকোনও সময় youtube.com/paid_memberships লিঙ্কে যান।

প্রাথমিক পেমেন্ট পদ্ধতিতে কোনও সমস্যা হলে যাতে মেম্বারশিপের সুবিধা পাওয়া বন্ধ না হয়ে যায়, তার জন্য একটি ব্যাক-আপ পেমেন্ট পদ্ধতি যোগ করার কথা বিবেচনা করে দেখুন।

YouTube TV সম্পর্কে তথ্য খুঁজছেন? মেম্বারশিপ, উপলভ্য লোকেশন ও অন্যান্য বিষয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে, YouTube TV সহায়তা কেন্দ্র দেখুন।
Pixel Pass-এর সাবস্ক্রিপশনের মাধ্যমে YouTube Premium পরিষেবা পেলে, কীভাবে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করবেন সেই ব্যাপারে এখান থেকে আরও জানুন।
মনে রাখবেন: ২০২২ থেকে যে সমস্ত Android ব্যবহারকারী নতুন গ্রাহক YouTube Premium এবং Music Premium-এ সাবস্ক্রাইব করেছেন, তাদের বিলিং Google Play-এর মাধ্যমে করা হবে। বর্তমান সাবস্ক্রাইবারদের উপর এই পরিবর্তনের কোনও প্রভাব পড়বে না। সাম্প্রতিক চার্জগুলি দেখতে ও আপনার বিলিং কীভাবে করা হয় সেই সম্পর্কিত তথ্য জানতে আপনি payments.google.com লিঙ্ক দেখতে পারেন। Google Play-তে করা কোনও কেনাকাটার জন্য রিফান্ডের অনুরোধ জানাতে, এখানে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14328009549441564506
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false