'পরে দেখুন' তালিকায় ভিডিও যোগ করা বা সরিয়ে দেওয়া

আপনার 'পরে দেখুন' প্লেলিস্টে কোনও ভিডিও যোগ করে রাখলে, সেটি যখন খুশি সহজেই খুঁজে নিতে পারবেন।

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

'পরে দেখুন' প্লেলিস্টে কন্টেন্ট যোগ করুন

  • কোনও ভিডিও দেখার সময়: 'সেভ করুন' বিকল্পে ট্যাপ করুন। প্লেলিস্ট খুলতে পরিবর্তন করুন বিকল্পে ট্যাপ করুন এবং পরে দেখুন  বা অন্য প্লেলিস্ট বেছে নিন।
  • কোনও Short দেখার সময়: 'আরও' এবং তারপর প্লেলিস্টে সেভ করুন এবং তারপর পরে দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  • ভিডিও ব্রাউজ করার সময়: ভিডিওর শীর্ষকের পাশে 'আরও'  বিকল্পে ট্যাপ করে পরে দেখার জন্য সেভ করুন বিকল্প বেছে নিন।

ভিডিও 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা থাকলে, সেটি কোনও প্লেলিস্টে যোগ করতে অথবা 'পরে দেখুন' প্লেলিস্টে সেভ করতে পারবেন না।

'পরে দেখুন' প্লেলিস্ট থেকে কন্টেন্ট সরান

  1. লাইব্রেরি ট্যাবে যান।
  2. পরে দেখুন  বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিও মুছতে চান সেটির পাশে থাকা 'আরও'  বিকল্পে ট্যাপ করুন।
  4. পরে দেখুন থেকে সরান বিকল্প বেছে নিন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9302171851297167565
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false